“I wandered lonely as a cloud” is the opening line of which poem?
A
Ode to a Nightingale by John Keats
B
Daffodils by William Wordsworth
C
The Solitary Reaper by William Wordsworth
D
To a Skylark by P. B. Shelley
উত্তরের বিবরণ
“I wandered lonely as a cloud” হলো William Wordsworth-এর Daffodils কবিতার উদ্বোধনী লাইন, যা প্রকৃতি এবং ব্যক্তিগত অনুভূতির মিলনের অনন্য প্রতিফলন।
-
I Wandered Lonely as a Cloud (Daffodils) হলো William Wordsworth-এর রচিত একটি বিখ্যাত কবিতা।
-
কবিতায় Wordsworth-এর বিচরণ এবং এক লেকের ধারে daffodils-এর বাগান আবিষ্কারের অভিজ্ঞতা বর্ণিত হয়েছে, যার স্মৃতি তাকে একাকী বা বিরক্ত অবস্থায় আনন্দ এবং পরিতৃপ্তি দেয়।
-
প্রথম প্রকাশিত হয় 1807 সালে।
-
এটি রোমান্টিক কবিতা, যা কল্পনা, মানবতা এবং প্রাকৃতিক জগতের সাথে সম্পর্কিত মূল ধারণাগুলোকে একত্রিত করে।
-
কবিতায় Wordsworth daffodils-এর সৌন্দর্যকে Milky Way-এর তারাগুলোর সাথে তুলনা করেছেন।
কবিতার কিছু বিখ্যাত লাইন
-
“When all at once I saw a crowd, A host, of golden daffodils.”
-
“I wandered lonely as a cloud That floats on high o'er vales and hills, When all at once I saw a crowd, A host, of golden daffodils.”
-
“A host, of golden daffodils; Beside the lake, beneath the trees, Fluttering and dancing in the breeze.”
-
“Ten thousand saw I at a glance, Tossing their heads in sprightly dance.”
-
“And then my heart with pleasure fills, And dances with the daffodils.”
William Wordsworth
-
জন্মগ্রহণ করেন 7 April 1770, Cockermouth, Cumberland, England।
-
তিনি Lake Poet নামে পরিচিত, কারণ তিনি North England-এর Lake District-এ জন্মগ্রহণ করেছিলেন।
Notable Works (Poems)
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Michael
-
Ode: Intimations of Immortality
-
Peter Bell
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
The Ruined Cottage
-
The Solitary Reaper
-
I Wandered Lonely as a Cloud
0
Updated: 1 month ago
"What's done cannot be undone." — This quote is from -
Created: 1 month ago
A
Macbeth
B
Hamlet
C
Othello
D
King Lear
Macbeth
-
Shakespeare-এর সবচেয়ে ছোট Tragedy।
-
মূল চরিত্র: Macbeth (tragic hero)।
-
বিষয়: King Duncan-কে হত্যা, ক্ষমতার লোভ, বিশ্বাসঘাতকতা ও করুণ পরিণতি।
-
শুরুতে Three Witches ভবিষ্যদ্বাণী করে Macbeth রাজা হবে।
-
Lady Macbeth-এর প্ররোচনায় Macbeth রাজা Duncan-কে হত্যা করে।
-
ক্ষমতা ধরে রাখতে আরও হত্যাকাণ্ড ঘটায়।
-
Lady Macbeth পাগল হয়ে মারা যায়।
-
শেষে Macduff-এর হাতে Macbeth নিহত হয় এবং শান্তি ফিরে আসে।
Famous Quotations
-
"Fair is foul, and foul is fair."
-
"All the perfumes of Arabia will not sweeten this little hand."
-
"Life is but a walking shadow."
-
"What's done cannot be undone."
-
"Look like the innocent flower, But be the serpent under it."
William Shakespeare
-
জন্ম: Stratford-upon-Avon।
-
পরিচয়: English poet, dramatist, actor।
-
খেতাব: English National Poet, Bard of Avon।
-
সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচিত।
চাও কি আমি Macbeth অংশটা আরও timeline আকারে (Step by Step events) সাজিয়ে দিই যেন মনে রাখা সহজ হয়?
0
Updated: 1 month ago
Choose the correct sentence regarding gender usage:
Created: 1 month ago
A
The actor won her award for best performance.
B
The actress won her award for best performance.
C
The actress won his award for best performance.
D
The actor won their award for best performance.
Correct Answer: The actress won her award for best performance।
Explanation:
-
Actress শব্দটি female gender নির্দেশ করে।
-
ইংরেজিতে কোনো নারীর জন্য সাধারণত female pronouns ব্যবহার হয়, যেমন she, her, hers।
-
বাক্যে actress থাকলে pronoun অবশ্যই feminine হতে হবে। এখানে her ব্যবহার করা হয়েছে, যা she-এর objective form এবং সঠিক gender agreement তৈরি করে।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
খ) The actor won her award for best performance।
-
ভুল। "Actor" সাধারণত male বা male-oriented শব্দ, কিন্তু pronoun "her" female। Gender mismatch হয়েছে।
-
-
গ) The actress won his award for best performance।
-
ভুল। "Actress" female, কিন্তু pronoun "his" male। Gender agreement ভুল।
-
-
ঘ) The actor won their award for best performance।
-
ভুল। "Actor" male, কিন্তু pronoun "their" বহুবচন বা gender-neutral। একবচন male noun-এর সঙ্গে ব্যবহার করা ভুল।
-
Source:
0
Updated: 1 month ago
The synonym of the word "Queer" is -
Created: 2 months ago
A
Bizarre
B
Ordinary
C
Deliberate
D
Instinctive
Queer (Adjective)
-
Meaning: Strange or unusual
-
Bangla: অদ্ভুত; অস্বাভাবিক
Synonyms: Funny, Bizarre, Weird, Strange
Antonyms: Normal, Ordinary, Typical, Usual
Options Explained:
-
Bizarre – অদ্ভুত, বিচিত্র ✔
-
Ordinary – সাধারণ, গড়পড়তা
-
Deliberate – উদ্দেশ্যপ্রণোদিত
-
Instinctive – প্রেরণা-প্রসূত; স্বতঃস্ফূর্ত
Example Sentences:
-
There was a queer noise coming from the attic.
-
He identifies as queer and is proud of who he is.
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary
0
Updated: 2 months ago