Jane Eyre is a-
A
Modern character
B
Augustan character
C
Victorian character
D
Romantic character
উত্তরের বিবরণ
Jane Eyre হলো Victorian Era-এ রচিত Charlotte Brontë-এর বিখ্যাত উপন্যাসের প্রধান চরিত্র, যা নারীর স্বাধীনতা, সংগ্রাম এবং প্রেমের গল্পকে তুলে ধরে।
-
Jane Eyre হলো Charlotte Brontë-এর famous novel।
-
মূল চরিত্রের নামেই উপন্যাসটির নামকরণ করা হয়েছে।
-
এই উপন্যাস ১৮৪৭ সালে Brontë-এর ছদ্মনাম Currer Bell-এর অধীনে প্রকাশিত হয়।
-
Jane Eyre-কে প্রায়শই autobiographical চরিত্র হিসেবে বিবেচনা করা হয়।
-
এটি ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটি classic উপন্যাস।
Summary
-
উপন্যাসটি Rochester এবং Jane Eyre-এর গল্প বর্ণনা করে।
-
Jane একজন অনাথ, দশ বছর বয়সী বালিকা, যিনি পিতামাতার অনুপস্থিতিতে অন্য পরিবারের কাছে লালিত-পালিত হন, একই সাথে নির্যাতিতও হন।
-
পরে তার ঠিকানা হয় অনাথ আশ্রমে।
-
পরবর্তীতে তিনি Rochester নামের বিত্তশালী পুরুষের প্রেমে পড়েন, কিন্তু তাদের সম্পর্কের পথে বহু বাধা এবং সমস্যার সম্মুখীন হন।
-
নানা প্রতিকূলতা এবং ঘাত-প্রতিঘাত অতিক্রম করে Jane Eyre জীবন সংগ্রামে সফল হন এবং Rochester-এর সঙ্গে মিলনের মাধ্যমে উপন্যাসটি শুভ সমাপ্তি পায়।
Main Characters
-
Jane Eyre
-
Edward Rochester
-
Bertha Mason
-
St. John Rivers
-
Helen Burns
-
Mrs. Reed
Charlotte Brontë (1816–1855)
-
একজন British author, যিনি প্রেম, স্বাধীনতা এবং সামাজিক শ্রেণি নিয়ে লিখেছেন, বিশেষত Victorian England-এর কঠোর পরিবেশে।
-
তিনি Brontë sisters-এর একজন, যাদের মধ্যে Emily Brontë এবং Anne Brontë-ও ইংরেজি সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
Charlotte Brontë-এর কাজগুলো গভীর, আবেগপ্রবণ ন্যারেটিভ এবং শক্তিশালী, জটিল নারী প্রধান চরিত্রের জন্য প্রসংশিত।
Notable works
-
Jane Eyre
-
Poems by Currer, Ellis and Acton Bell
-
Shirley: A Tale
-
The Professor
-
Villette
0
Updated: 1 month ago
Elegy is -
Created: 2 months ago
A
A poem that tells a heroic story
B
A poem that celebrates love
C
A mournful poem written to lament the dead
D
A humorous poem mocking social norms
সঠিক উত্তর: গ) A mournful poem written to lament the dead
Elegy
-
সংজ্ঞা: একটি লিরিক কবিতা যা কোনো ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করে বা একটি মর্মান্তিক ঘটনার জন্য বিলাপ করে।
-
প্রকৃতি:
-
বর্ণনা ধ্যানমগ্ন ও মননশীল
-
গাম্ভীর্যপূর্ণ সুর
-
শেষ অংশে বক্তা প্রায়শই শান্তি বা সান্ত্বনা পায়
-
-
বিখ্যাত উদাহরণ:
-
In Memoriam — Alfred Lord Tennyson
-
Lycidas — John Milton
-
Adonais — P. B. Shelley
-
Elegy Written in a Country Churchyard — Thomas Gray
-
-
লক্ষ্য: ব্যক্তিগত শোক প্রকাশের মাধ্যমে মৃত্যু বা দুঃখজনক ঘটনার প্রতি গভীর চিন্তাভাবনা।
0
Updated: 2 months ago
Who wrote the short story 'The Ant and the Grasshopper'?
Created: 1 month ago
A
Guy de Maupassant
B
W. Somerset Maugham
C
J. K. Rawlings
D
O' Henry
William Somerset Maugham ছিলেন একজন খ্যাতনামা ইংরেজ ঔপন্যাসিক, নাট্যকার এবং গল্পকার। তিনি বাস্তবধর্মী উপস্থাপনা, সূক্ষ্ম রসবোধ এবং মানবজীবনের জটিলতাকে সহজভাবে প্রকাশ করার জন্য সাহিত্যজগতে বিশেষভাবে পরিচিত।
তার বিখ্যাত ছোটগল্পগুলো হলো
-
The Ant and the Grasshopper
-
The Luncheon
তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো
-
Of Human Bondage
-
The Sacred Flames
-
The Razor's Edge
-
Cakes and Ale
-
The Musician
-
The Moon and Sixpence
-
Lady Frederick
0
Updated: 1 month ago
Choose the right form of verb:
As soon as the rain _______, we went outside.
Created: 1 month ago
A
stop
B
stopped
C
had stopped
D
had been stopped
Complete sentence:
As soon as the rain stopped, we went outside.
-
Bangla Meaning: বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে আমরা বাইরে চলে গেলাম।
নিয়ম:
-
যদি As soon as এর পূর্বে Past Indefinite Tense থাকে, তবে এর পরে থাকা ক্রিয়াও Past Indefinite Tense হবে।
-
অর্থাৎ, অতীতকালের দুইটি কাজ As soon as দ্বারা যুক্ত থাকলে, দুইটি কাজই Past Indefinite Tense-এ থাকবে।
-
সুতরাং, শূন্যস্থানে সঠিক ক্রিয়া হবে: stopped
অন্য উদাহরণ (Future Indefinite + As soon as + Present Indefinite):
-
I shall ring you up as soon as I arrive.
উৎস:
0
Updated: 1 month ago