A
The Doctor's Dilemma
B
Pygmalion
C
Man and Superman
D
Mrs. Warren's Profession
উত্তরের বিবরণ
Eliza Doolittle হলো George Bernard Shaw-এর বিখ্যাত নাটক Pygmalion-এর প্রধান চরিত্র, যা ইংরেজ সমাজের শ্রেণিবিন্যাস ও প্রেমের জটিলতা তুলে ধরে।
-
Pygmalion হলো George Bernard Shaw-এর লেখা পাঁচ অঙ্কবিশিষ্ট একটি রোমান্টিক নাটক।
-
প্রথম মঞ্চায়ন ১৯১৩ সালে ভিয়েনায় জার্মান ভাষায় এবং ১৯১৪ সালে ইংল্যান্ডে Eliza Doolittle চরিত্রে Mrs. Patrick Campbell অভিনয় করেন।
-
নাটকের মূল বিষয় হলো প্রেম এবং ইংরেজ সমাজের শ্রেণিবিন্যাস।
Characters of the play
-
Alfred Doolittle
-
Mrs. Higgins
-
Ezra D. Wannafeller
-
Eliza Doolittle
-
Henry Higgins
-
Colonel Pickering
-
Clara Eynsford Hill
-
Freddy Eynsford Hill
G. B. Shaw (1856–1950)
-
পূর্ণ নাম George Bernard Shaw।
-
তিনি Modern period-এর একজন নাট্যকার।
-
Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
-
তিনি ১৯২৫ সালে Nobel Prize লাভ করেন।
-
তাঁর সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল নাটক Pygmalion থেকে জনপ্রিয় মিউজিক্যাল My Fair Lady তৈরি হয়।
Famous Plays of G.B. Shaw
-
Pygmalion (Romantic play)
-
Candida (Comedy/Problem Play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Caesar and Cleopatra (Historical play/tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
Heartbreak House (Drama/Social Criticism)
-
St. Joan of Arc (Historical Drama/Tragedy)

0
Updated: 15 hours ago
Heifer is a _______ gender.
Created: 2 weeks ago
A
Masculine
B
Feminine
C
Common
D
Neuter
লিঙ্গ অনুযায়ী প্রাণীর নাম
Masculine (পুরুষ) | Feminine (স্ত্রী) | অর্থ |
---|---|---|
Colt | Filly | অশ্বশাবক |
Hart | Roe | পুরুষ হরিণ |
Ram | Ewe | ভেড়া / স্ত্রী-ভেড়া |
Drone | Bee | পুরুষ মৌমাছি / স্ত্রী মৌমাছি |
Bullock | Heifer | এঁড়ে বাছুর / বকনা বাছুর |
Source: Accessible Dictionary

0
Updated: 2 weeks ago
Who serves as a comic relief in the novel?
Created: 1 week ago
A
Mr. Collins
B
Mr. Bennet
C
Lydia
D
Caroline Bingley
Mr. Collins তার হাস্যকর বক্তৃতা, আত্মগর্ব ও Lady Catherine-এর তোষামোদের কারণে উপন্যাসের কমিক চরিত্র। তার প্রস্তাব Elizabeth-কে হাস্যকর মনে হয়। তার আচরণ Austen-কে বিদ্রূপ করার সুযোগ দেয়—ধর্মীয় দায়িত্বে থাকা একজন clergyman কেমন করে ভণ্ডামি করে। Collins-এর মাধ্যমে Austen satire তৈরি করেন, যাতে সমাজের বোকামি ও অন্ধভক্তি প্রকাশ পায়। তিনি পুরো উপন্যাসে comic relief হিসেবে কাজ করেন।

1
Updated: 1 week ago
"Into the valley of Death
Rode the six hundred" -
- Who quoted it?
Created: 1 day ago
A
P.B. Shelly
B
Alfred Tennyson
C
Thomas Gray
D
W.B. Yeats
“Into the valley of Death / Rode the six hundred” লাইন দুটি আলফ্রেড টেনিসনের বিখ্যাত কবিতা “The Charge of the Light Brigade” থেকে নেওয়া হয়েছে।
-
The Charge of the Light Brigade টেনিসনের রচিত একটি কবিতা যা ১৮৫৫ সালে প্রকাশিত হয়।
-
এর প্রেক্ষাপট ১৮৫৪ সালের ক্রিমিয়ান যুদ্ধের Battle of Balaklava, যেখানে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্রিটেন, ফ্রান্স এবং তুরস্ক একত্রে যুদ্ধ করেছিল।
-
এই যুদ্ধে ব্রিটিশ সেনাদের একটি অশ্বারোহী বাহিনী, Light Brigade, কে ভুলবশত রাশিয়ান আর্টিলারি ইউনিটের বিরুদ্ধে আক্রমণের নির্দেশ দেওয়া হয়।
-
কবিতাটি সেই ৬০০ সৈনিকের বীরত্বগাথা বর্ণনা করে, যারা ঘোড়ায় চড়ে “death valley” পেরিয়ে শত্রুর দিকে অগ্রসর হয়েছিল।
-
সৈনিকরা জানত তাদের কমান্ডারের আদেশ ছিল ভয়ানক ভুল, তবুও কেউ দ্বিধা করেনি। কারণ তাদের মতে সৈনিকের কাজ হলো “to do and die”, উত্তর দেওয়া নয়, কারণ খোঁজা নয়।
-
তারা বহু দিক থেকে শত্রুর আক্রমণের শিকার হয় এবং শেষ পর্যন্ত নিরস্ত্র অবস্থায় মৃত্যুবরণ করে, কিন্তু তাদের বীরত্ব অম্লান থেকে যায়।
-
টেনিসনের কবিতায় বলা হয়েছে, এই মহৎ ৬০০ জন সৈনিক চিরকাল সম্মান ও শ্রদ্ধার যোগ্য, তাদের গৌরব অমর।
-
Alfred, Lord Tennyson ছিলেন একজন ইংরেজ কবি, যাকে প্রায়শই ভিক্টোরিয়ান যুগের প্রধান প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়।
টেনিসনের উল্লেখযোগ্য কবিতা সমূহ
-
Oenone
-
Ulysses
-
The Lotus Eaters
-
Locksley Hall
-
Tears, Idle Tears
-
Tithonus
-
The Two Voices
-
The Lady of Shalott
-
Vision of Sin
-
Morte d’Arthur
-
The Charge of the Light Brigade
-
Crossing the Bar
-
Enoch Arden
-
Idylls of the King
-
The Falcon
-
In Memoriam (Elegy)
-
Queen Mary (Comedy)
-
Harold

0
Updated: 1 day ago