"For Love, all love of other sights controls, And makes one little room an everywhere."
Who phrased this?
A
John Keats
B
John Donne
C
Lord Byron
D
T. S. Eliot
উত্তরের বিবরণ
“For love, all love of other sights control And make a little room an everywhere” হলো John Donne-এর লেখা The Good-Morrow কবিতার একটি উক্তি, যা প্রেমের গভীরতা ও তার পরিবর্তনশীল ক্ষমতাকে প্রতিফলিত করে।
-
The Good-Morrow কবিতাটি John Donne রচনা করেছেন।
-
এটি ১৬৩৩ সালে প্রকাশিত হয়।
-
কবিতার মূল বিষয় হলো প্রেম।
-
এটি একটি metaphysical poem, যা কবির গভীর প্রেম এবং প্রেমের রূপান্তরমূলক শক্তি প্রকাশ করে।
-
কবিতার মূল কাঠামো হলো বক্তা এবং তার প্রেমিকার মধ্যে একটি কথোপকথন।
John Donne-এর কিছু গুরুত্বপূর্ণ উদ্ধৃতি
-
“For God's sake hold your tongue, and let me love” (The Canonization)
-
“As well a well-wrought urn becomes The greatest ashes, as half-acre tombs.” (The Canonization)
-
“For love, all love of other sights control And make a little room an everywhere.” (The Good-Morrow)
-
“I am two fools, I know, For loving, and for saying so In whining Poetry.” (The Triple Fool)
-
“Death be not proud, though some have called thee mighty and dreadful, for thou art not so.” (Holy Sonnet X)
-
“Our two souls therefore, which are one, though I must go, endure not yet a breach, but an expansion.” (A Valediction: Forbidding Mourning)
John Donne (1572–1631)
-
Renaissance যুগের একজন বিখ্যাত কবি।
-
তিনি Metaphysical poetry-এর জনক হিসেবে পরিচিত।
-
আধ্যাত্মিক কবিতার সূচনা করায় তাকে Father of Metaphysical poetry বলা হয়।
-
এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবে পরিচিত।
-
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর John Donne-এর কবিতা দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন।
তার কিছু বিখ্যাত কবিতা
-
The Good-Morrow
-
The Canonization
-
The Flea
-
The Ecstasy
-
The Sun Rising
-
Twicknam Garden
-
For Whom The Bell Tolls
0
Updated: 1 month ago
What form of literature does Lyrical Ballads exemplify?
Created: 4 weeks ago
A
Fairy Tales
B
Historical Accounts
C
Scientific Writings
D
Poems
Lyrical Ballads হলো একটি কবিতার সংকলন, যা ১৭৯৮ সালে প্রকাশিত হয় উইলিয়াম ওয়ার্ডসওর্থ এবং স্যামুয়েল টেইলার কোলরিজের যৌথ প্রচেষ্টায়। এর মাধ্যমে ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা ঘটে। এই সংকলনে প্রকৃতির সৌন্দর্য, সাধারণ মানুষের জীবন এবং মানবিক আবেগকে কেন্দ্র করে কবিতা রচিত হয়েছে। ভাষা ছিল সহজ ও সাধারণ, যাতে পাঠকের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা যায়। এ কারণে এটি কল্পকাহিনী, ইতিহাস বা বৈজ্ঞানিক লেখা নয়, বরং একটি পূর্ণাঙ্গ কবিতা সংকলন।
-
Lyrical Ballads একটি কবিতার সংকলন।
-
এটি প্রকাশ করেন William Wordsworth এবং S. T. Coleridge যৌথভাবে।
-
১৭৯৮ সালে এর প্রকাশনার মধ্য দিয়ে ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা ঘটে।
-
সংকলনে মোট ২৩টি কবিতা রয়েছে, এর মধ্যে ১৯টি ওয়ার্ডসওর্থের এবং ৪টি কোলরিজের।
-
এটি Subject ও Style-এর দিক থেকে ইংরেজি সাহিত্যে এক যুগান্তকারী পরিবর্তন আনে।
-
কবিতাগুলোতে প্রকৃতি, মানবিক আবেগ এবং জীবনের সরলতার প্রতি গভীর দৃষ্টি দেওয়া হয়েছে।
-
এখানে প্রথাগত ও জটিল শৈলী বাদ দিয়ে সহজ ভাষা ব্যবহার করা হয়েছে, যাতে সাধারণ মানুষের আবেগকে সরাসরি প্রকাশ করা যায়।
-
এই সংকলনের মাধ্যমে কবিরা সাহিত্যে নতুন ধারা সৃষ্টি করেন এবং রোমান্টিক আন্দোলনের ভিত্তি স্থাপন করেন।
-
এর বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে Wordsworth-এর “Lines Written in Early Spring”, “Tintern Abbey” এবং Coleridge-এর “The Rime of the Ancient Mariner”।
0
Updated: 4 weeks ago
The masculine form of 'Nymph' is-
Created: 1 month ago
A
Swain
B
Friar
C
Spinster
D
Sire
‘Nymph’ রূপসী নারীর জন্য Feminine gender, এবং এর Masculine form হলো ‘Swain’। Swain সাধারণত কাব্যিক বা পুরাতন প্রয়োগে গ্রাম্যযুবক বা প্রেমিক হিসেবে বিবেচিত হয়।
অন্যান্য লিঙ্গের রূপ:
-
Friar / Monk (সন্ন্যাসী; ভিক্ষু; মঠবাসী) → Feminine: Nun (মঠবাসিনী; সন্ন্যাসিনী)
-
Spinster (অবিবাহিতা মহিলা) → Masculine: Bachelor (অবিবাহিত পুরুষ)
-
Sire (Masculine, noun; কোনো পশুর জনক বা সম্রাট) → Feminine: Dame (পশুদের সম্রাজ্ঞী)
Source:
0
Updated: 1 month ago
"Reading maketh a full man; conference a ready man; and writing an exact man." - This is quoted by -
Created: 1 month ago
A
Dan Brown
B
Sir Philip Sidney
C
Francis Bacon
D
Alexander Pope
Francis Bacon
-
উদ্ধৃতি: "Reading maketh a full man; conference a ready man; and writing an exact man."
-
উৎস: Essay Of Studies।
-
পরিচয়: Father of English Essay, natural philosopher, lawyer, statesman, philosopher, master of English language।
-
সম্পূর্ণ নাম: Francis Bacon, Viscount Saint Alban।
-
সাহিত্যিক খ্যাতি: Essays-এ দার্শনিক ও বাস্তবজ্ঞান প্রকাশ।
Famous Quotes
-
“Reading maketh a full man; conference a ready man; and writing an exact man.”
-
“Wives are young men’s mistresses; companions for middle age, and old men’s nurses.”
-
“It is impossible to love and to be wise.”
-
“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”
-
“Wonder is the seed of knowledge.”
-
“A false friend is more dangerous than an open enemy.”
-
“Beauty itself is but the sensible image of the Infinite.”
-
“Silence is the sleep that nourishes wisdom.”
0
Updated: 1 month ago