A
Edmund Spenser
B
Ben Jonson
C
Christopher Marlowe
D
John Donne
উত্তরের বিবরণ
“Come live with me and be my love, And we will all the pleasures prove” হলো Christopher Marlowe-এর লেখা The Passionate Shepherd to His Love কবিতার একটি অংশ। এটি প্রেম ও প্রকৃতির প্রতি উদাসীন আনন্দের আহ্বান বহন করে।
-
The Passionate Shepherd to His Love একটি pastoral poem, যা Christopher Marlowe রচনা করেছেন।
-
এটি 1599 সালে প্রকাশিত হয়।
-
কবিতার কাহিনীতে “passionate shepherd” তাঁর প্রিয়াকে গ্রামে তার সঙ্গে বসবাস করার জন্য আহ্বান জানান।
Christopher Marlowe (1564–1593)
-
Elizabethan যুগের একজন বিখ্যাত কবি ও নাট্যকার।
-
Shakespeare-এর আগে তিনিই ইংরেজি নাট্য সাহিত্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন।
-
তিনি বিশেষভাবে dramatic blank verse প্রবর্তনের জন্য খ্যাত।
-
তাঁর বিখ্যাত ট্র্যাজেডি নাটকগুলো হলো: The Jew of Malta, Tamburlaine the Great, Edward II, Doctor Faustus।
-
তিনি একজন ‘University wit’ হিসাবেও পরিচিত।
Famous Quotes by Christopher Marlowe
-
“Pluck up your hearts, since fate still rests our friend.”
-
“Hell is just a frame of mind.”
-
“Fools that will laugh on earth, most weep in hell.”
-
“Money can't buy love, but it improves your bargaining position.”
-
“It is a comfort to the wretched to have companions in misery.”
-
“Was this the face that launched a thousand ships And burnt the topless towers of Ilium?”
-
“Sweet Helen, make me immortal with a kiss.”
-
“I count religion but a childish toy, And hold there is no sin but ignorance.”
-
“Who ever loved that loved not at first sight?”
Notable Works
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Hero and Leander
-
Edward II
-
Dido, Queen of Carthage

0
Updated: 15 hours ago
Choose the correctly spelled word:
Created: 6 days ago
A
Fluorescent
B
Fluoresent
C
Flourescent
D
Fluorescint
সঠিক শব্দটি: ক) Fluorescent
-
Fluorescent:
-
English meaning: producing light by fluorescence (absorbing light of a short wavelength and producing light of a longer wavelength)
-
Bangla meaning: পদার্থ যা বিকিরণ গ্রহণ করে তা আলোরূপে ফিরিয়ে দেয়; প্রতিপ্রভ
-
-
Example:
-
Certain chemicals are used in fluorescent lights to produce visible light.
-
Source: Accessible Dictionary

0
Updated: 6 days ago
She found the sleeping dog under the tree. Here 'sleeping' is -
Created: 6 days ago
A
Gerund
B
Participle
C
Main verb
D
Finite verb
She found the sleeping dog under the tree.
Here 'sleeping' is a Participle.
-
বাক্যে sleeping শব্দটি dog কে বর্ণনা করছে, অর্থাৎ এটি adjective-এর মতো কাজ করছে।
-
Participle হলো এমন একটি verb form যা adjective হিসেবে কাজ করে।
-
এখানে sleeping হলো present participle।
Definition:
-
A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
-
Participles may function as adjectives, describing or modifying nouns.
-
Participle একই সাথে Verb ও Adjective-এর কাজ করতে পারে।
Types of Participles:
-
Present Participle
-
Example: Do not disturb a sleeping dog.
-
-
Past Participle
-
Example: This is a book written by Charles Dickens.
-
-
Perfect Participle
-
Example: Having eaten rice, he went to bed.
-

0
Updated: 6 days ago
Which Romantic poet wrote "The Solitary Reaper," a poem describing a Highland girl singing?
Created: 1 month ago
A
John Milton
B
Lord Byron
C
Alfred Tennyson
D
William Wordsworth
“The Solitary Reaper” কবিতার রচয়িতা William Wordsworth। ১৮০৭ সালে প্রকাশিত এই কবিতায় একটি পাহাড়ি মেয়ের একাকী গান গাওয়ার দৃশ্য চিত্রিত হয়েছে, যা কবির মনকে গভীরভাবে স্পর্শ করে। মেয়েটি তার নিজস্ব ভাষায় প্রকৃতির শান্তি ও দুঃখ প্রকাশ করছে।
William Wordsworth ছিলেন রোমান্টিক আন্দোলনের প্রধান কবি, যিনি সাধারণ মানুষের জীবন ও প্রকৃতির সৌন্দর্যকে কবিতায় ফুটিয়ে তোলেন। ১৭৯৮ সালে Samuel Taylor Coleridge-এর সাথে যৌথভাবে প্রকাশিত Lyrical Ballads ইংরেজি রোমান্টিক সাহিত্যের সূচনা করে।
বিখ্যাত রচনা: Lines Composed a Few Miles Above Tintern Abbey, Lyrical Ballads, Michael, Ode: Intimations of Immortality, Peter Bell, The Excursion, The Prelude, The Recluse, The Ruined Cottage, The Solitary Reaper, Lucy poems, Rainbow।
উপাধি: Poet of Nature, Poet of Childhood, Lake Poet।
উত্তর: ঘ) William Wordsworth

0
Updated: 1 month ago