A
Queen Mab
B
The Rape of the Lock
C
Volpone
D
The Solitary Reaper
উত্তরের বিবরণ
Belinda হলো কবিতা The Rape of the Lock-এর প্রধান নারী চরিত্র। কবিতাটি ছোট সামাজিক দ্বন্দ্বকে কেন্দ্র করে আবর্তিত, যেখানে হাস্যরসের মাধ্যমে অভিজাত সমাজের অতিরিক্ত গৌরব ও আড়ম্বরকে ব্যঙ্গ করা হয়েছে।
-
The Rape of the Lock রচয়িতা Alexander Pope।
-
এর প্রথম সংস্করণ ১৭১২ সালে প্রকাশিত হয়, যা দুটি canto নিয়ে গঠিত।
-
চূড়ান্ত সংস্করণ ১৭১৪ সালে প্রকাশিত হয় এবং এতে পাঁচটি canto অন্তর্ভুক্ত করা হয়।
মূল উপজীব্য
-
কবিতার কাহিনী ঘিরে ছোট সামাজিক দ্বন্দ্ব। Baron নামের এক যুবক Belinda-এর চুলের একটি লক চুরি করেন, যা বড় কেলেঙ্কারি সৃষ্টি করে।
-
ঘটনাটি হাস্যরসপূর্ণভাবে মহাকাব্যিক আকারে উপস্থাপন করা হয়েছে, যেন এটি হোমারের Iliad-এর মতো নায়কীয় যুদ্ধ।
-
শেষ পর্যন্ত চুলটি আকাশে উড়ে যায়, যা কবির ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে।
-
কবি Alexander Pope অভিজাত সমাজের গৌরববোধ, আড়ম্বর এবং ব্যর্থতা সূক্ষ্মভাবে ব্যঙ্গ করেছেন। এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ব্যঙ্গকাব্য।
Important Characters
-
Baron
-
Belinda
-
Ariel
-
Clarissa
-
Umbriel
Alexander Pope (1688–1744)
-
তিনি The Augustan Age-এর সবচেয়ে বিখ্যাত কবি।
-
এই যুগকে প্রায়ই Age of Pope বলা হয়, কারণ Pope তার সাহিত্যিক দক্ষতার মাধ্যমে এই যুগে প্রভাব বিস্তার করেছিলেন।
-
তিনি একজন Mock Heroic Poet হিসাবেও পরিচিত।
His Notable Poems
-
An Essay on Man
-
The Dunciad
-
An Essay on Criticism
-
The Imitation of Horace
-
Epistle to Dr. Arbuthnot

0
Updated: 15 hours ago
"By and by" means-
Created: 2 weeks ago
A
By the by
B
On the whole
C
Before long
D
Essentially
Idiom: “By and by”
-
Meaning:
-
English: before long; eventually; soon; ultimately; a future time or occasion
-
Bangla: দেখতে দেখতে, অবিলম্বে, অবশেষে, অনতিকাল মধ্যে; পরবর্তী কালে; পরে
-
-
Correct Option: গ) Before long
Related Idioms / Phrases:
-
By the by
-
English: incidentally; by the way (used as a sentence connector)
-
Bangla: প্রসঙ্গক্রমে, যাই হোক
-
-
On the whole
-
English: by and large; mostly; in general
-
Bangla: মোটের উপর
-
-
By nature
-
English: essentially or innately
-
Bangla: স্বভাবতঃ বা সহজাত
-
Sources:
-
Oxford Dictionary
-
Merriam-Webster Dictionary

0
Updated: 2 weeks ago
What is the verse style used in John Milton’s Paradise Lost?
Created: 1 month ago
A
Free verse
B
Sonnet
C
Blank verse
D
Limerick
• John Milton-এর Paradise Lost কবিতায় ব্যবহৃত ছন্দের ধরন হলো "Blank verse" (গ)। Blank verse হলো একটি বিশেষ ধরনের কবিতা যেখানে নিয়মিত মাত্রা (meter), বিশেষত iambic pentameter, বজায় থাকে, কিন্তু কোনো ছন্দমিল (rhyme) থাকে না। Milton এই শৈলীকে মহাকাব্যিক সাহিত্য রচনার জন্য বেছে নিয়েছিলেন কারণ এটি স্বাভাবিক বাক্যালাপের কাছাকাছি এবং গম্ভীর ও মার্জিত শৈলী বহন করে। অন্য অপশনগুলির মধ্যে, Free verse (ক) ছন্দ ও মাত্রার কোন নির্দিষ্ট নিয়ম মানে না; Sonnet (খ) হলো ১৪ লাইনের ছন্দযুক্ত কবিতা, সাধারণত প্রেম বিষয়ক; আর Limerick (ঘ) হলো পাঁচ লাইনের মজাদার ও ছন্দময় কবিতা, যা হাস্যরসের জন্য ব্যবহৃত হয়। সুতরাং, Milton-এর গুরুগম্ভীর ও ধর্মীয় মহাকাব্যের জন্য Blank verse ছিল সবচেয়ে উপযুক্ত।

0
Updated: 1 month ago
Choose the antonym of "Flimsy":
Created: 6 days ago
A
Passionate
B
Strong
C
Enthusiastic
D
Zealous
• Flimsy:
-
English meaning: very thin, or easily broken or destroyed.
-
Bangla meaning: (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো; (লাক্ষণিক) a flimsy excuse/argument, ঠুনকো অজুহাত/যুক্তি।
Options:
ক) Passionate: আবেগপ্রবণ; প্রবল আবেগপূর্ণ।
খ) Strong: শক্ত; দৃঢ়; সুদৃঢ়; প্রবল; প্রচণ্ড; সরল; বলিষ্ঠ; শক্তিশালী; বলবান; বলীয়ান; বলী; মহাবল; মজবুত; কঠিন; কঠোর।
গ) Enthusiastic: অত্যুৎসাহী।
ঘ) Zealous: উদ্দীপনাময়; গভীর অনুভূতিবহ; আগ্রহোদ্দীপক।
অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of "Flimsy" হলো Strong।
Source: Accessible Dictionary.

0
Updated: 6 days ago