A
Goneril
B
Portia
C
Katharina
D
Cordelia
উত্তরের বিবরণ
The Taming of the Shrew হলো William Shakespeare রচিত একটি সুপরিচিত কমেডি, যার কেন্দ্রীয় চরিত্র Katharina (Kate)। তাকে প্রায়ই “shrew” বলা হয়, কারণ তিনি দৃঢ়চেতা, তীক্ষ্ণভাষী এবং সমাজের নারীদের জন্য নির্ধারিত প্রত্যাশার সাথে মানিয়ে চলতে অস্বীকৃতি জানান।
-
নাটকটি William Shakespeare রচিত ৫ অঙ্কবিশিষ্ট একটি comedy।
-
এটি ১৫৯০–১৫৯৪ সালের মধ্যে কোনো এক সময়ে লেখা হয় এবং ১৬২৩ সালে First Folio-তে প্রথম প্রকাশিত হয়।
-
এটি Shakespeare-এর অন্যতম বিখ্যাত কমেডি হিসেবে পরিচিত।
-
নাটকটিতে Katharina এবং Petruchio-র জটিল ও হাস্যরসপূর্ণ courtship তুলে ধরা হয়েছে। Petruchio দৃঢ়প্রতিজ্ঞ কাথরিনার ক্রোধ নিয়ন্ত্রণ করবে এবং তার থেকে যৌতুক লাভ করবে।
Summary
-
Katharina ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ, তীক্ষ্ণভাষী এবং স্বাধীনচেতা এক নারী, যিনি সমাজের প্রচলিত নারীত্বের নিয়ম মানতে অস্বীকার করেন।
-
Petruchio তাকে বিয়ে করে এবং “বশীভূত” করার উদ্দেশ্যে নানা কৌশল, অস্বাভাবিক আচরণ ও ধূর্ততা প্রয়োগ করে।
-
নানা ভুল বোঝাবুঝি, হাস্যকর পরিস্থিতি এবং পরীক্ষার মধ্য দিয়ে নাটকটি বিবাহ, সম্পর্কের টানাপোড়েন এবং ক্ষমতার ভারসাম্যকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে।
Main Characters
-
Katharina (Kate)
-
Petruchio
-
Bianca
-
Baptista Minola
-
Lucentio
-
Hortensio ও Gremio
অন্য নাটকের চরিত্রসমূহ
-
Goneril এবং Cordelia → Shakespeare-এর King Lear নাটকের চরিত্র।
-
Portia → Shakespeare-এর The Merchant of Venice নাটকের চরিত্র।
-
Rosalind → Shakespeare-এর As You Like It নাটকের চরিত্র।

0
Updated: 15 hours ago
What quality does Sidney value most in poetry?
Created: 3 months ago
A
Historical truth
B
Logical argument
C
Creative imagination
D
Rhyme scheme
Sidney সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কবিতার সৃজনশীল কল্পনাশক্তিকে। তিনি বলেন, কবিতা কেবল বাস্তবতা বা ইতিহাসের সত্যি কথা বলা নয়, বরং কল্পনা দিয়ে সুন্দর ও আদর্শ জগত তৈরি করা। কবিরা কল্পনা ব্যবহার করে সাহসী, বুদ্ধিমান ও বিশ্বস্ত চরিত্র সৃষ্টি করেন। এই সৃজনশীলতা কবিতাকে বিশেষ ও শক্তিশালী করে তোলে। Sidney বলেন, কবিতা শুধুমাত্র ছড়া বা তালের খেলা নয়, বরং এটি সৃজনশীল চিন্তার মাধ্যমে মানুষের হৃদয় স্পর্শ করে। তাই তিনি সৃজনশীল কল্পনাশক্তিকেই কবিতার সবচেয়ে বড় গুণ মনে করেন।

0
Updated: 3 months ago
Why does Darcy stop Bingley from marrying Jane at first?
Created: 1 week ago
A
He dislikes Jane’s beauty
B
He doubts Jane’s affection
C
He wants Jane for himself
D
He is pressured by Lady Catherine
Darcy মনে করেছিল Jane Bennet আসলে Bingley-কে ভালোবাসে না, বরং সামাজিক কারণে আগ্রহী। এছাড়া Bennet পরিবারের হাস্যকর ও লজ্জাজনক আচরণ (Mrs. Bennet, Lydia, Kitty-এর বেপরোয়া স্বভাব) Darcy-কে বিরক্ত করে। তাই সে Bingley-কে লন্ডনে নিয়ে যায় এবং Jane-এর সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়। তবে Darcy পরে নিজের ভুল স্বীকার করে এবং Jane–Bingley-এর পুনর্মিলন ঘটায়। এতে বোঝা যায় Darcy নিজের pride অতিক্রম করে ন্যায়পরায়ণ হতে শেখে।

1
Updated: 1 week ago
"The paths of glory lead but to the grave." is quoted by -
Created: 6 days ago
A
John Milton
B
Thomas Gray
C
Alexander Pope
D
Sir Philip Sidney
An Elegy Written in a Country Church Yard
-
রচনা: Thomas Gray, প্রকাশ: 1751
-
ধরন: Elegy, iambic pentameter quatrains
-
বিষয়: মানুষের অপব্যবহৃত সম্ভাবনা, গ্রামের জীবন, মৃত্যু
-
Famous line: "The paths of glory lead but to the grave."
Thomas Gray
-
Graveyard Poet, Age of Sensibility-এর গুরুত্বপূর্ণ সাহিত্যিক
Notable Poems
-
An Elegy Written in a Country Church Yard, Ode on a Distant Prospect of Eton College, The Bard, The Progress of Poesy

0
Updated: 6 days ago