Who is the central character of The Taming of the Shrew?
A
Goneril
B
Portia
C
Katharina
D
Cordelia
উত্তরের বিবরণ
The Taming of the Shrew হলো William Shakespeare রচিত একটি সুপরিচিত কমেডি, যার কেন্দ্রীয় চরিত্র Katharina (Kate)। তাকে প্রায়ই “shrew” বলা হয়, কারণ তিনি দৃঢ়চেতা, তীক্ষ্ণভাষী এবং সমাজের নারীদের জন্য নির্ধারিত প্রত্যাশার সাথে মানিয়ে চলতে অস্বীকৃতি জানান।
-
নাটকটি William Shakespeare রচিত ৫ অঙ্কবিশিষ্ট একটি comedy।
-
এটি ১৫৯০–১৫৯৪ সালের মধ্যে কোনো এক সময়ে লেখা হয় এবং ১৬২৩ সালে First Folio-তে প্রথম প্রকাশিত হয়।
-
এটি Shakespeare-এর অন্যতম বিখ্যাত কমেডি হিসেবে পরিচিত।
-
নাটকটিতে Katharina এবং Petruchio-র জটিল ও হাস্যরসপূর্ণ courtship তুলে ধরা হয়েছে। Petruchio দৃঢ়প্রতিজ্ঞ কাথরিনার ক্রোধ নিয়ন্ত্রণ করবে এবং তার থেকে যৌতুক লাভ করবে।
Summary
-
Katharina ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ, তীক্ষ্ণভাষী এবং স্বাধীনচেতা এক নারী, যিনি সমাজের প্রচলিত নারীত্বের নিয়ম মানতে অস্বীকার করেন।
-
Petruchio তাকে বিয়ে করে এবং “বশীভূত” করার উদ্দেশ্যে নানা কৌশল, অস্বাভাবিক আচরণ ও ধূর্ততা প্রয়োগ করে।
-
নানা ভুল বোঝাবুঝি, হাস্যকর পরিস্থিতি এবং পরীক্ষার মধ্য দিয়ে নাটকটি বিবাহ, সম্পর্কের টানাপোড়েন এবং ক্ষমতার ভারসাম্যকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে।
Main Characters
-
Katharina (Kate)
-
Petruchio
-
Bianca
-
Baptista Minola
-
Lucentio
-
Hortensio ও Gremio
অন্য নাটকের চরিত্রসমূহ
-
Goneril এবং Cordelia → Shakespeare-এর King Lear নাটকের চরিত্র।
-
Portia → Shakespeare-এর The Merchant of Venice নাটকের চরিত্র।
-
Rosalind → Shakespeare-এর As You Like It নাটকের চরিত্র।
0
Updated: 1 month ago
Which Old English epic poem tells the story of a heroic warrior battling monsters and dragons?
Created: 2 months ago
A
Beowulf
B
The Odyssey
C
Gilgamesh
D
The Song of Roland
• পুরনো ইংরেজি মহাকাব্য "Beowulf" একটি বীর যোদ্ধার গল্প বলে, যে দানব ও ড্রাগনের বিরুদ্ধে লড়াই করে। এই কাব্যে বীর বিওউল্ফ প্রথমে দানব Grendel-কে পরাজিত করে, তারপর Grendel-এর মা-কে হত্যা করে। পরে বৃদ্ধ বয়সে, সে একটি ভয়ঙ্কর ড্রাগনের বিরুদ্ধে লড়াই করে নিজের প্রাণ বিসর্জন দেয়। এটি বীরত্ব, আত্মত্যাগ ও নৈতিকতার প্রতীক। কাব্যটি ইংল্যান্ডের সাহিত্যের প্রাচীনতম নিদর্শনগুলোর একটি এবং অষ্টম থেকে একাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়। তাই প্রশ্নে উল্লেখিত সঠিক উত্তর "ক) Beowulf"।
• বিস্তারিত আলোচনা:
• Beowulf is Old English literature's earliest epic and highest achievement.
- It is the first long poem in English literature
- এটি ৬ শতকের একটি প্রায় ৩ হাজার লাইনের long Heroic poem, যার লেখক এর নাম খুঁজে পাওয়া যায় নি।
- Beowulf কে highest achievement of Old English literature হিসাবে বিবেচনা করা হয়ে থাকে।
- এছাড়াও, এটাকে Earliest European vernacular epic ও বলা হয়।
• এই Epic টি দুইটি ভাগে বিভক্ত।
- এই কবিতার প্রধান চরিত্র Beowulf একজন Scandinavian hero.
- Beowulf এর তিনটি দু:সাহসিক অভিযানকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে চলে।
- ধারনা করা হয় এই Epic এর প্রধান চরিত্র Beowulf এর নাম অনুযায়ী এর নামকরণ করা হয়েছে।
- It opens in Denmark, where King Hrothgar has a splendid mead hall known as Heorot, a place of celebration and much merriment.'
- There is no evidence of a historical Beowulf, but some characters, sites, and events in the poem can be historically verified
- It is also the first monument in English literature.
Source: Live MCQ Lecture and Britannica.com
0
Updated: 2 months ago
Who wrote the novella 'Seize the Day'?
Created: 1 month ago
A
John Steinbeck
B
Toni Morrison
C
Chinua Achebe
D
Saul Bellow
Seize the Day
-
লেখক: Saul Bellow
-
ধরন: Novella
-
প্রকাশ: 1956
-
গল্পের সংক্ষিপ্ত বিবরণ:
-
কাহিনী কেন্দ্রিত Tommy Wilhelm-এর জীবনের একদিনের ওপর।
-
Tommy মধ্যম স্তরের চাকরিজীবী থেকে পতিত হয়ে বেকারত্ব, বিবাহবিচ্ছেদ এবং হতাশার মধ্যে পড়ে।
-
গল্পটি মানুষের পার্থিব সাফল্যের প্রতি দ্ব্যর্থক মনোভাব ও নায়কের জীবন সংগ্রামের যাত্রাকে তুলে ধরে।
-
Saul Bellow
-
জাতীয়তা: American
-
পেশা: Novelist
-
পুরস্কার ও সম্মাননা:
-
Nobel Prize (1976)
-
Pulitzer Prize (1976)
-
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Seize the Day
-
The Adventure of Augie March
-
Herzog
-
Dangling Man
-
Henderson the Rain King
-
The Victim
-
Source: Britannica
0
Updated: 1 month ago
He acts as though nothing happened. The underlined phrase is a/an -
Created: 1 month ago
A
Adjective phrase
B
Prepositional phrase
C
Conjunctional phrase
D
Both B & C
“He acts as though nothing happened” বাক্যে “as though” phrase-এর বিশ্লেষণ নিম্নরূপ:
Conjunctional Phrase:
-
যে phrase conjunction-এর কাজ করে, অর্থাৎ দুইটি idea, clause বা sentence-এর মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাকে Conjunctional Phrase বলা হয়।
-
এখানে as though একটি conjunctional phrase, যা main clause (He acts) এবং subordinate clause (nothing happened)-কে সংযুক্ত করছে।
উদাহরণ:
-
She enjoys reading as well as writing.
-
Even though it was raining, they went for a walk.
-
In addition to studying, he works part-time.
বৈশিষ্ট্য:
-
Conjunctional phrases ideas, clauses, বা sentences-কে সংযুক্ত করে।
-
সম্পর্কের ধরন যেমন cause, condition, comparison, addition ইত্যাদি প্রকাশ করতে পারে।
-
কিছু সাধারণ Conjunctional Phrases: as much as, as long as, as well as, along with, together with, either-or, neither-nor, not only…but also ইত্যাদি।
Source:
0
Updated: 1 month ago