Who is the central character of The Taming of the Shrew?
A
Goneril
B
Portia
C
Katharina
D
Cordelia
উত্তরের বিবরণ
The Taming of the Shrew হলো William Shakespeare রচিত একটি সুপরিচিত কমেডি, যার কেন্দ্রীয় চরিত্র Katharina (Kate)। তাকে প্রায়ই “shrew” বলা হয়, কারণ তিনি দৃঢ়চেতা, তীক্ষ্ণভাষী এবং সমাজের নারীদের জন্য নির্ধারিত প্রত্যাশার সাথে মানিয়ে চলতে অস্বীকৃতি জানান।
- 
নাটকটি William Shakespeare রচিত ৫ অঙ্কবিশিষ্ট একটি comedy। 
- 
এটি ১৫৯০–১৫৯৪ সালের মধ্যে কোনো এক সময়ে লেখা হয় এবং ১৬২৩ সালে First Folio-তে প্রথম প্রকাশিত হয়। 
- 
এটি Shakespeare-এর অন্যতম বিখ্যাত কমেডি হিসেবে পরিচিত। 
- 
নাটকটিতে Katharina এবং Petruchio-র জটিল ও হাস্যরসপূর্ণ courtship তুলে ধরা হয়েছে। Petruchio দৃঢ়প্রতিজ্ঞ কাথরিনার ক্রোধ নিয়ন্ত্রণ করবে এবং তার থেকে যৌতুক লাভ করবে। 
Summary
- 
Katharina ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ, তীক্ষ্ণভাষী এবং স্বাধীনচেতা এক নারী, যিনি সমাজের প্রচলিত নারীত্বের নিয়ম মানতে অস্বীকার করেন। 
- 
Petruchio তাকে বিয়ে করে এবং “বশীভূত” করার উদ্দেশ্যে নানা কৌশল, অস্বাভাবিক আচরণ ও ধূর্ততা প্রয়োগ করে। 
- 
নানা ভুল বোঝাবুঝি, হাস্যকর পরিস্থিতি এবং পরীক্ষার মধ্য দিয়ে নাটকটি বিবাহ, সম্পর্কের টানাপোড়েন এবং ক্ষমতার ভারসাম্যকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে। 
Main Characters
- 
Katharina (Kate) 
- 
Petruchio 
- 
Bianca 
- 
Baptista Minola 
- 
Lucentio 
- 
Hortensio ও Gremio 
অন্য নাটকের চরিত্রসমূহ
- 
Goneril এবং Cordelia → Shakespeare-এর King Lear নাটকের চরিত্র। 
- 
Portia → Shakespeare-এর The Merchant of Venice নাটকের চরিত্র। 
- 
Rosalind → Shakespeare-এর As You Like It নাটকের চরিত্র। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Sailing to Byzantium was written by
Created: 2 months ago
A
William Butler Yeats
B
G. B. Shaw
C
Ernest Hemingway
D
T. S. Eliot
✦ Sailing to Byzantium (কবিতা)
- 
লেখক: William Butler Yeats 
- 
প্রকাশকাল: ১৯২৭ 
- 
ধরণ: Lyric poem 
- 
বিশেষত্ব: - 
Remarkable lyricism 
- 
Byzantium-কে চিরন্তন শিল্প ও আধ্যাত্মিক রূপান্তরের প্রতিচ্ছবি হিসেবে দেখানো 
 
- 
✦ William Butler Yeats (১৮৬৫–১৯৩৯)
- 
পরিচয়: Irish poet, dramatist, essayist 
- 
খ্যাতি: ২০শ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি কবি 
- 
পুরস্কার: ১৯২৩ সালে Nobel Prize in Literature 
- 
সাহিত্যিক বৈশিষ্ট্য: - 
Irish nationalism 
- 
Mythology 
- 
Spirituality 
 
- 
- 
আইরিশ সাহিত্য পুনর্জাগরণের নেতৃত্ব 
✦ উল্লেখযোগ্য রচনা
- 
The Second Coming 
- 
Sailing to Byzantium 
- 
The Wild Swans at Coole 
- 
The Tower 
- 
Easter 1916 
- 
The Winding Stair 
- 
Leda and the Swan 
- 
The Countess Cathleen 
- 
A Vision 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
What type of play is Measure for Measure?
Created: 1 month ago
A
Tragedy
B
Dark comedy
C
Romance
D
History play
Measure for Measure
- 
এটি William Shakespeare এর লেখা ৫ অঙ্কের Dark Comedy। 
- 
লেখা হয় ১৬০৩–০৪ সালে এবং প্রকাশিত হয় ১৬২৩ সালের First Folio তে। 
- 
"Problem play" হিসেবে পরিচিত, কারণ এতে ট্র্যাজেডি ও কমেডির সংমিশ্রণ রয়েছে। 
- 
বিষয়বস্তু: সামাজিক ন্যায়বিচার, নৈতিকতা, ক্ষমা এবং ক্ষমতার অপব্যবহার। 
Summary:
- 
ভিয়েনার ডিউক তার ক্ষমতা ছেড়ে Lord Angelo কে শাসনভার দেন। 
- 
Lord Angelo কঠোরভাবে আইন প্রয়োগ করে এবং Claudio নামে যুবককে মৃত্যুদণ্ড দেয়। 
- 
Claudio এর বোন Isabella ভাইয়ের জীবন বাঁচাতে Angelo এর কাছে অনুরোধ জানায়। 
- 
Lord Angelo শর্ত দেয়, Claudio বাঁচাতে Isabella তাকে দেহ দিতে হবে। 
- 
ডিউক গোপনে ফিরে এসে Angelo এর অসৎ আচরণ প্রকাশ করে এবং Claudio কে ক্ষমা দেন। 
- 
নাটকটি ন্যায়, সততা ও ক্ষমতার অপব্যবহার নিয়ে গভীর বার্তা দেয়। 
Main characters:
- 
Isabella 
- 
Vincentio 
- 
Claudio 
- 
Lord Angelo 
- 
Juliet 
- 
Mistress Overdone 
Shakespeare এর কিছু Tragi-comedy:
- 
The Merchant of Venice 
- 
Measure for Measure 
- 
The Winter's Tale 
- 
Cymbeline 
- 
Troilus and Cressida 
Source:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Who is the speaker of the soliloquy "To be or not to be, that is the question"?
Created: 3 weeks ago
A
Hamlet
B
Macbeth
C
Romeo
D
Julius Caesar
"To be or not to be, that is the question" এই বিখ্যাত সলিলোকুইটির বক্তা হল হ্যামলেট। এটি উইলিয়াম শেক্সপিয়ারের নাটক Hamlet থেকে নেওয়া। হ্যামলেট, ডেনমার্কের রাজপুত্র, তাঁর জীবনের অর্থ এবং মৃত্যুর প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে গভীরভাবে চিন্তা করছেন। এই সলিলোকুইটে তিনি জীবনের কষ্ট এবং মৃত্যুর অনিশ্চয়তা নিয়ে দ্বিধার মধ্যে রয়েছেন, ভাবছেন জীবনের দুঃখ ও যন্ত্রণার মুখোমুখি হওয়া উচিত নাকি মৃত্যু দ্বারা মুক্তি পাওয়া উচিত। এটি হ্যামলেটের মানসিক অবস্থা এবং গভীর দার্শনিক চিন্তার প্রতিফলন।
সঠিক উত্তর: ক) Hamlet
বিস্তারিত আলোচনা:
- 
Hamlet হলো Shakespeare রচিত সবচেয়ে বিখ্যাত ট্র্যাজিডিগুলোর একটি। - 
এটি ৫ অঙ্কের ট্র্যাজিডি, যা ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা হয় এবং ১৬০৩ সালে প্রকাশিত হয়। 
- 
হ্যামলেট জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে তার চাচা Claudius, তার মা Gertrude কে বিয়ে করেছে এবং চাচাই তার বাবার খুনী। 
- 
এরপর প্রিন্স হ্যামলেট প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং ঘটনাগুলোর মধ্য দিয়ে ট্র্যাজিডি এগিয়ে যায়। 
- 
নাটকের antagonist বা ভিলেন হিসেবে দেখানো হয়েছে Claudius-কে। 
- 
শেষাংশে হ্যামলেটের মৃত্যুর মাধ্যমে ট্র্যাজিডিটি সমাপ্ত হয়। 
 
- 
Important Characters of Hamlet:
- 
Hamlet 
- 
Ophelia (Heroine) 
- 
Claudius 
- 
Gertrude 
- 
Horatio (Loyal and best friend of Hamlet) 
- 
Polonius (Ophelia's Father) 
- 
Laertes (Ophelia's Uncle) 
Famous Quotations from Hamlet:
- 
Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend. 
- 
To be or not to be, that is the question. 
- 
Frailty, thy name is woman. 
- 
Brevity is the soul of wit. 
- 
Listen to many, speak to a few. 
- 
Though this be madness, yet there is method in't. 
- 
Conscience doth make cowards of us all. 
- 
There is divinity that shapes our end. 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago