The author of the quote "Good fences make good neighbors" is-
A
Dylan Thomas
B
Robert Frost
C
Walt Whitman
D
Emily Dickinson
উত্তরের বিবরণ
“Good fences make good neighbors” উদ্ধৃতিটি কবি Robert Frost-এর লেখা Mending Wall কবিতা থেকে নেওয়া হয়েছে। এটি মানবিক সম্পর্ক, সামাজিক সীমানা এবং প্রকৃতির ভূমিকা নিয়ে গভীর চিন্তার প্রতিফলন।
-
Mending Wall কবিতাটি Robert Frost লিখেছিলেন।
-
এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ) এ রচিত।
-
কবিতাটি তার North of Boston কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-
এটি ১৯১৪ সালে প্রকাশিত হয়েছিল।
Summary
-
কবিতায় দেখা যায়, দুটি প্রতিবেশী একসঙ্গে দেয়াল মেরামত করছেন।
-
কবি মনে করেন দেয়ালের প্রয়োজন নেই, কারণ প্রকৃতি নিজেই সীমানা ভাঙতে চায়।
-
অপরদিকে প্রতিবেশী বিশ্বাস করেন “Good fences make good neighbors”, অর্থাৎ দেয়াল থাকলে সম্পর্ক ভালো থাকে।
-
কবি সমাজে সীমানা ও বিভাজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং মানবিক সম্পর্ক ও প্রকৃতির মধ্যে এক ভারসাম্য খোঁজার চেষ্টা করেন।
Robert Frost (1874–1963)
-
তিনি একজন আমেরিকান কবি, যাকে আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ কবি বলা হয়।
-
তিনি Nature poet এবং Regional poet নামেও পরিচিত।
-
তিনি চারবার Pulitzer Prize লাভ করেছিলেন।
-
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো A Boy’s Will, North of Boston, Mountain Interval প্রভৃতি।
-
Mending Wall কবিতাটি তাঁর North of Boston গ্রন্থের অন্তর্ভুক্ত।
কিছু উল্লেখযোগ্য কবিতা
-
Fire and Ice
-
Mending Wall
-
Birches
-
Out, Out—
-
Nothing Gold Can Stay
-
Home Burial
0
Updated: 1 month ago
Which period is "William Wordsworth" associated with?
Created: 1 month ago
A
Neoclassical Period
B
Romantic Period
C
Victorian Period
D
Modern Period
সঠিক উত্তর হলো Romantic Period।
-
William Wordsworth
-
জন্ম: April 7, 1770, Cockermouth, Cumberland, England
-
সাহিত্য জীবনের শুরুতে The French Revolution দ্বারা অনুপ্রাণিত, যা তার কবিতায় প্রকাশ পেয়েছে
-
তার কিছু উল্লেখযোগ্য কাজ: London 1802 এবং ট্র্যাজেডি The Borderers, যেখানে French Revolution-এর প্রভাব লক্ষ্য করা যায়
-
তাকে বলা হয় The Father of the Romantic Age
-
A Preface to Lyrical Ballads (Samuel Taylor Coleridge-এর সঙ্গে যৌথ প্রকাশনা) ইংরেজি সাহিত্যে Romantic যুগের সূচনা করে
-
Lake Poet নামে পরিচিত, কারণ তার বাল্যকাল কেটেছে England-এর Lake District এলাকায়
-
১৮৪৩ সালে Poet Laureate হিসেবে সম্মানিত হন
-
-
Notable Works:
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Michael
-
Ode: Intimations of Immortality
-
Peter Bell
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
The Ruined Cottage
-
The Solitary Reaper
-
Rainbow
-
Lucy poems, ইত্যাদি
-
-
উপাধি:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
-
0
Updated: 1 month ago
The famous novel 'Moby Dick' is about -
Created: 1 month ago
A
A sea captain’s obsessive quest to hunt a giant white whale
B
A sailor’s journey to find treasure
C
The adventures of pirates in the Pacific
D
A shipwreck caused by a storm
Moby Dick হলো হারমান মেলভিলের লেখা একটি ক্লাসিক আমেরিকান উপন্যাস, যা মূলত একজন সাগরকাপ্তান-এর অত্যধিক আবেগ ও প্রতিশোধের যাত্রা নিয়ে। ক্যাপ্টেন Ahab-এর একমাত্র লক্ষ্য হলো বিশাল সাদা তিমি Moby Dick-কে শিকার করা, যা পূর্বে তার জাহাজ ধ্বংস করেছিল এবং তাকে আহত করেছিল।
-
লেখক: Herman Melville, একজন American novelist, short-story writer, এবং poet।
-
প্রকাশিত: লন্ডনে অক্টোবর 1851-এ The Whale নামে এবং এক মাস পরে নিউ ইয়র্কে Moby-Dick; or, The Whale নামে প্রকাশিত।
-
উপন্যাসের কাহিনি:
-
গল্পটি আবর্তিত হয়েছে একটি তিমি শিকারকে কেন্দ্র করে।
-
চরিত্ররা একটি whaling vessel, নাম Pequod, নিয়ে সমুদ্রযাত্রায় বের হয়।
-
পুরো কাহিনিতে Moby Dick নামক white giant whale-কে শিকার করার গল্প চলে, যার সমাপ্তি হয় বর্ণনাকারী Ismael ব্যতীত সকলের মৃত্যু দিয়ে।
-
ইরনি: উপন্যাসের শেষে সাদা তিমি মারা যায় না।
-
-
উপন্যাসটি প্রতিশোধ, ভাগ্য, এবং মানুষের সীমাহীন আসক্তি প্রকাশ করে।
Herman Melville-এর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
Moby Dick
-
White Jacket
-
Bartleby, the Scrivener
উৎস:
0
Updated: 1 month ago
Who is the author of the satirical poem "The Dunciad"?
Created: 1 month ago
A
Jonathan Swift
B
John Milton
C
Alexander Pope
D
Samuel Johnson
"The Dunciad" একটি বিখ্যাত ব্যঙ্গাত্মক কবিতা, যা রচনা করেছিলেন Alexander Pope। এই রচনার মাধ্যমে তিনি তাঁর সমালোচকদের উপর তীক্ষ্ণ ব্যঙ্গ করেছেন এবং ইংরেজি সাহিত্যে ব্যঙ্গকবিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
-
The Dunciad প্রথম প্রকাশিত হয় ১৭২৮ সালে তিন খণ্ডে, বেনামে।
-
পরবর্তীতে ১৭৪৩ সালে এটি চার খণ্ডে চূড়ান্ত রূপে প্রকাশিত হয়।
-
কবিতাটি মূলত iambic pentameter ছন্দে রচিত।
-
Dunc শব্দের অর্থ নির্বোধ, আর Dunciad শব্দের অর্থ নির্বোধদের মহাকাব্য।
-
কবি এখানে তাঁর সমালোচকদের অত্যন্ত তীক্ষ্ণ ও তির্যক ভাষায় আক্রমণ করেছেন।
Alexander Pope
-
তিনি ছিলেন The Augustan Age–এর সবচেয়ে খ্যাতনামা কবি।
-
এই যুগকে অনেক সময় The Age of Pope বলা হয়, কারণ তাঁর সাহিত্যিক প্রভাব এই সময়কে প্রাধান্য দিয়েছিল।
-
তিনি একজন Mock Heroic Poet হিসেবেও পরিচিত।
His Famous Works
-
The Rape of the Lock (Mock-Heroic poem)
-
The Dunciad
-
The New Dunciad
-
Windsor-Forest
-
An Epistle to Dr. Arbuthnot
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Epistle to the Right Honourable Richard Earl of Burlington
-
Duncan
-
Memoirs of Martinus Scriblerus
0
Updated: 1 month ago