The author of the quote "Good fences make good neighbors" is-
A
Dylan Thomas
B
Robert Frost
C
Walt Whitman
D
Emily Dickinson
উত্তরের বিবরণ
“Good fences make good neighbors” উদ্ধৃতিটি কবি Robert Frost-এর লেখা Mending Wall কবিতা থেকে নেওয়া হয়েছে। এটি মানবিক সম্পর্ক, সামাজিক সীমানা এবং প্রকৃতির ভূমিকা নিয়ে গভীর চিন্তার প্রতিফলন।
- 
Mending Wall কবিতাটি Robert Frost লিখেছিলেন। 
- 
এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ) এ রচিত। 
- 
কবিতাটি তার North of Boston কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 
- 
এটি ১৯১৪ সালে প্রকাশিত হয়েছিল। 
Summary
- 
কবিতায় দেখা যায়, দুটি প্রতিবেশী একসঙ্গে দেয়াল মেরামত করছেন। 
- 
কবি মনে করেন দেয়ালের প্রয়োজন নেই, কারণ প্রকৃতি নিজেই সীমানা ভাঙতে চায়। 
- 
অপরদিকে প্রতিবেশী বিশ্বাস করেন “Good fences make good neighbors”, অর্থাৎ দেয়াল থাকলে সম্পর্ক ভালো থাকে। 
- 
কবি সমাজে সীমানা ও বিভাজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং মানবিক সম্পর্ক ও প্রকৃতির মধ্যে এক ভারসাম্য খোঁজার চেষ্টা করেন। 
Robert Frost (1874–1963)
- 
তিনি একজন আমেরিকান কবি, যাকে আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ কবি বলা হয়। 
- 
তিনি Nature poet এবং Regional poet নামেও পরিচিত। 
- 
তিনি চারবার Pulitzer Prize লাভ করেছিলেন। 
- 
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো A Boy’s Will, North of Boston, Mountain Interval প্রভৃতি। 
- 
Mending Wall কবিতাটি তাঁর North of Boston গ্রন্থের অন্তর্ভুক্ত। 
কিছু উল্লেখযোগ্য কবিতা
- 
Fire and Ice 
- 
Mending Wall 
- 
Birches 
- 
Out, Out— 
- 
Nothing Gold Can Stay 
- 
Home Burial 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Which of the following is an antonym of “bard”?
Created: 1 month ago
A
Stingy
B
Essayist
C
Rhymester
D
Compliment
Bard শব্দের অর্থ মূলত একজন কবি, বিশেষত যিনি কাব্য বা মহাকাব্য মুখে বলতেন এবং একটি নির্দিষ্ট মৌখিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত ছিলেন।
- 
English Meaning: A poet, traditionally one reciting epics and associated with a particular oral tradition. 
- 
Bangla Meaning: (১) (বিশেষত সেলটিক) চারণ। (২) (সাহিত্যিক) কবি। 
- 
Synonyms: Poet (কবি), Minstrel (চারণকবি), Rhymester (কবি/ছড়াকার), Troubadour (গীতিকার)। 
- 
Antonyms: Essayist (প্রাবন্ধিক)। 
- 
Other Forms: - 
Bardic (adjective) চারণিক; চারণ। 
- 
Bardolatry [Uncountable noun] শেক্সপিয়রের প্রতি অতিভক্তি; কবিপূজা। 
 
- 
- 
Other Options: - 
Stingy - কৃপণ স্বভাব; ব্যয়কুণ্ঠ। 
- 
Compliment - প্রশংসাসূচক; শ্রদ্ধাসূচক বা সৌজন্যসূচক কথা। 
 
- 
- 
Example Sentences: - 
Taliesin was a renowned bard who is believed to have sung at the courts of at least three Brythonic kings. 
- 
Maybe he saw himself as the persecuted Bard, the subject of one of his large canvases. 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
"Heard melodies are sweet, but those unheard are sweeter." — Who quote it?
Created: 1 month ago
A
P.B. Shelley
B
W. Wordsworth
C
T.S. Eliot
D
John Keats
✦ Poem: Ode on a Grecian Urn
Author: John Keats
Period: Romantic Era
Published: 1820
Structure: 5 stanzas
Summary / Significance:
- 
কবিতায় একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের কথা বলা হয়েছে। 
- 
কবি শিল্প, সৌন্দর্য, এবং সত্যের সম্পর্ক খুঁজে পেয়েছেন। 
- 
এর মূল বক্তব্য: যদিও ভালোবাসা হারানো মানুষের নিয়তি নির্ধারিত, তবুও তারা ভালোবাসার সৌন্দর্য পূর্ণ করতে পারে। 
Famous Quotes from the Poem:
- 
“Heard melodies are sweet, but those unheard are sweeter.” 
- 
“Beauty is truth, truth beauty, —that is all 
 Ye know on earth, and all ye need to know.”
✦ John Keats's Famous Poems
- 
Ode to Psyche 
- 
Ode on Melancholy 
- 
To Autumn 
- 
Bright Star 
- 
On First Looking into Chapman's Homer 
- 
Lamia 
- 
Hyperion 
- 
The Eve of St 
- 
La Belle Dame Sans Merci 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Before which of the following is an article not used?
Created: 2 months ago
A
Noun
B
Adjective
C
Pronoun
D
Adverb
Answer: Pronoun
Rule:
- 
Adjective, noun এবং adverb-এর আগে Article বসতে পারে। 
- 
কিন্তু pronoun-এর আগে Article বসে না। 
Examples:
- 
Article + Noun → a boy 
- 
Article + Adjective + Noun → a good boy 
- 
Article + Adverb + Adjective + Noun → a very good boy 
❌ কিন্তু pronoun-এর আগে Article ব্যবহার করা যায় না।
যেমন: a he, an he, the he — এগুলো ভুল।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago