A
Three Witches
B
Lady Macbeth
C
Macbeth
D
Duncan
উত্তরের বিবরণ
“All the perfumes of Arabia will not sweeten this little hand” হলো William Shakespeare-এর বিখ্যাত নাটক Macbeth-এর একটি উদ্ধৃতি, যা Lady Macbeth Act V, Scene I-তে উচ্চারণ করেছিলেন। এই উক্তি তার গভীর অনুশোচনা ও অপরাধবোধকে প্রকাশ করে। নিচে নাটকটির প্রেক্ষাপট, চরিত্র ও লেখক সম্পর্কিত তথ্য দেওয়া হলো।
-
Macbeth হলো Shakespeare-এর অন্যতম শ্রেষ্ঠ ট্র্যাজেডি, যেখানে একজন স্কটিশ অভিজাত ব্যক্তির পতনের কাহিনি তুলে ধরা হয়েছে।
-
এই ট্র্যাজেডিটি ১৬০৬-০৭ সালের দিকে রচিত হয় এবং ১৬২৩ সালে প্রথম প্রকাশিত হয়।
-
Shakespeare রচিত ট্র্যাজেডিগুলোর মধ্যে এটি সবচেয়ে সংক্ষিপ্ত।
-
নাটকটি Scottish Play নামেও পরিচিত।
-
Macbeth ছিলেন স্কটল্যান্ডের রাজা Duncan-এর একজন বিশ্বস্ত সেনাপতি।
-
স্ত্রীর প্ররোচনায় Macbeth রাজা Duncan-কে হত্যা করেন।
-
পরবর্তীতে Lady Macbeth অনুশোচনায় দগ্ধ হয়ে মানসিক ভারসাম্য হারান এবং পাগলপ্রায় অবস্থায় পতিত হন।
-
ধারণা করা হয় নাটকটি The Gunpowder Plot of 1605 (King James I of England এবং VI of Scotland-কে হত্যার ব্যর্থ প্রচেষ্টা)-এর প্রভাব থেকে রচিত হয়েছিল।
প্রধান চরিত্রসমূহ
-
Macbeth
-
Lady Macbeth
-
Duncan
-
Banquo
-
Three Witches ইত্যাদি
Macbeth-এর কিছু বিখ্যাত উক্তি
-
"All the perfumes of Arabia will not sweeten this little hand."
-
"Fair is foul, and foul is fair."
-
"Life is but a walking shadow."
-
"What's done cannot be undone."
-
"Life is a tale told by an idiot."
-
"Your face is a book, where man may read strange matters."
William Shakespeare (1564–1616)
-
জন্ম Stratford-upon-Avon-এ।
-
তিনি ছিলেন একজন English poet, dramatist এবং actor।
-
তাঁকে English national poet বলা হয়।
-
তাঁকে Bard of Avon বা Swan of Avon নামেও অভিহিত করা হয়।
-
Shakespeare মোট ৩৭টি নাটক ও ১৫৪টি সনেট রচনা করেছেন।
কিছু উল্লেখযোগ্য রচনা
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar।
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night’s Dream।
-
Poem: Shall I Compare Thee to a Summer’s Day (Sonnet 18), The Rape of Lucrece, Venus and Adonis।

0
Updated: 15 hours ago
We should help one another in times of need. here, 'one another' is -
Created: 2 weeks ago
A
Demonstrative Pronoun
B
Distributive Pronoun
C
Reflexive Pronoun
D
Reciprocal pronoun
Sentence:
We should help one another in times of need.
Analysis:
-
এখানে 'one another' হলো Reciprocal pronoun।
Reciprocal Pronoun:
-
এই pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
-
পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে each other এবং one another ব্যবহার করা হয়।
-
তাই one another এবং each other দুটোই Reciprocal pronoun।
Usage:
-
Each other: দু'জনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
-
Example: Habiba and Tonny hugged each other.
-
-
One another: দু'জনের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
-
Example: The team members supported one another.
-
Pronoun-এর ৮ প্রকার:
-
Personal Pronoun: I, we, me, it
-
Demonstrative Pronoun: this, that
-
Interrogative Pronoun: what, who
-
Relative Pronoun: what, who, that
-
Indefinite Pronoun: one, some, any, all, many
-
Distributive Pronoun: each, every
-
Reflexive Pronoun: myself, themselves
-
Reciprocal Pronoun: each other, one another

0
Updated: 2 weeks ago
"The music in my heart I bore, Long after it was heard no more." belongs to which poet?
Created: 1 month ago
A
S. T. Coleridge
B
P. B. Shelley
C
William Wordsworth
D
Thomas Gray
“The music in my heart I bore, Long after it was heard no more.” এই লাইনটির লেখক হলেন William Wordsworth।
সংক্ষিপ্ত বিবরণ:
-
কবি: William Wordsworth (1770–1850)
-
কবিতার নাম: The Solitary Reaper
-
প্রকাশ: ১৮০৭
-
বিষয়বস্তু:
-
একাকী মাঠে কাজ করা তরুণী মেয়ের গান কবিকে মুগ্ধ করে
-
গানটি শেষ হলেও এর আবেগ ও সুর কবির হৃদয়ে দীর্ঘ সময় ধরে অনুরণিত থাকে
-
কবিতাটি প্রকৃতি, অনুভূতি এবং মানুষের অন্তর্মনের স্থায়িত্বকে তুলে ধরে
-
William Wordsworth:
-
Romantic Period-এর প্রধান English কবি
-
Poet Laureate of England (১৮৪৩–১৮৫০)
-
Lake District-এর জন্মস্থানের কারণে তাকে Lake Poet বলা হয়
-
কবিতায় প্রকৃতি ও মানুষের সম্পর্কের গুরুত্ব প্রাধান্য পায়
-
সহজ ও প্রাকৃতিক ভাষায় রচিত কবিতার জন্য বিখ্যাত
Famous Works:
-
Lyrical Ballads
-
The Daffodils
-
Lucy Poems
-
The Solitary Reaper
-
Tintern Abbey
-
The Excursion
-
Michael
-
Ode on Immortality
উত্তর: William Wordsworth

0
Updated: 1 month ago
Idylls of the King is written by -
Created: 4 weeks ago
A
Robert Browning
B
Alfred Tennyson
C
P.B. Shelley
D
Herman Melville
• Idylls of the King:
- এই কবিতাটি রচনা করেন Alfred Tennyson.
- Arthurian legend কে কেন্দ্র করে এই কবিতার পটভূমি রচিত। রাজা আর্থারের বিভিন্ন কাহিনীকে ভিক্টোরিয়ান যুগের আদলে সাজিয়েছেন কবি এখানে।
- Sir Thomas Malory এর লেখা Le Morte D'arthur এর উপর ভিত্তি করেই এটি লেখা। মোট ১২ কি কবিতা স্থান পেয়েছে।
• Alfred Tennyson:
- Alfred, Lord Tennyson, একজন English poet
- He is often regarded as the chief representative of the Victorian age in poetry.
• Some poems of Tennyson:
- The Lotos Eaters,
- Morte D'Arthur,
- Tithonus,
- Ulysses,
- In Memoriam,
- The Charge of the Light Brigade.

0
Updated: 4 weeks ago