"All the perfumes of Arabia will not sweeten this little hand."
This famous line is spoken by-
A
Three Witches
B
Lady Macbeth
C
Macbeth
D
Duncan
উত্তরের বিবরণ
“All the perfumes of Arabia will not sweeten this little hand” হলো William Shakespeare-এর বিখ্যাত নাটক Macbeth-এর একটি উদ্ধৃতি, যা Lady Macbeth Act V, Scene I-তে উচ্চারণ করেছিলেন। এই উক্তি তার গভীর অনুশোচনা ও অপরাধবোধকে প্রকাশ করে। নিচে নাটকটির প্রেক্ষাপট, চরিত্র ও লেখক সম্পর্কিত তথ্য দেওয়া হলো।
-
Macbeth হলো Shakespeare-এর অন্যতম শ্রেষ্ঠ ট্র্যাজেডি, যেখানে একজন স্কটিশ অভিজাত ব্যক্তির পতনের কাহিনি তুলে ধরা হয়েছে।
-
এই ট্র্যাজেডিটি ১৬০৬-০৭ সালের দিকে রচিত হয় এবং ১৬২৩ সালে প্রথম প্রকাশিত হয়।
-
Shakespeare রচিত ট্র্যাজেডিগুলোর মধ্যে এটি সবচেয়ে সংক্ষিপ্ত।
-
নাটকটি Scottish Play নামেও পরিচিত।
-
Macbeth ছিলেন স্কটল্যান্ডের রাজা Duncan-এর একজন বিশ্বস্ত সেনাপতি।
-
স্ত্রীর প্ররোচনায় Macbeth রাজা Duncan-কে হত্যা করেন।
-
পরবর্তীতে Lady Macbeth অনুশোচনায় দগ্ধ হয়ে মানসিক ভারসাম্য হারান এবং পাগলপ্রায় অবস্থায় পতিত হন।
-
ধারণা করা হয় নাটকটি The Gunpowder Plot of 1605 (King James I of England এবং VI of Scotland-কে হত্যার ব্যর্থ প্রচেষ্টা)-এর প্রভাব থেকে রচিত হয়েছিল।
প্রধান চরিত্রসমূহ
-
Macbeth
-
Lady Macbeth
-
Duncan
-
Banquo
-
Three Witches ইত্যাদি
Macbeth-এর কিছু বিখ্যাত উক্তি
-
"All the perfumes of Arabia will not sweeten this little hand."
-
"Fair is foul, and foul is fair."
-
"Life is but a walking shadow."
-
"What's done cannot be undone."
-
"Life is a tale told by an idiot."
-
"Your face is a book, where man may read strange matters."
William Shakespeare (1564–1616)
-
জন্ম Stratford-upon-Avon-এ।
-
তিনি ছিলেন একজন English poet, dramatist এবং actor।
-
তাঁকে English national poet বলা হয়।
-
তাঁকে Bard of Avon বা Swan of Avon নামেও অভিহিত করা হয়।
-
Shakespeare মোট ৩৭টি নাটক ও ১৫৪টি সনেট রচনা করেছেন।
কিছু উল্লেখযোগ্য রচনা
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar।
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night’s Dream।
-
Poem: Shall I Compare Thee to a Summer’s Day (Sonnet 18), The Rape of Lucrece, Venus and Adonis।
0
Updated: 1 month ago
Doctor Faustus was written during -
Created: 2 months ago
A
Elizabethan period
B
Restoration period
C
Middle English period
D
Victorian period
সঠিক উত্তর: ক) Elizabethan period
বিস্তারিত ব্যাখ্যা:
Doctor Faustus:
-
পুরো নাম: The Tragicall History of D. Faustus
-
রচয়িতা: Christopher Marlowe
-
প্রকাশকাল: ১৬০৪
-
কাঠামো: ৫টি acte বিশিষ্ট ট্র্যাজেডি
-
কাহিনী সংক্ষেপ: Faustus একজন পণ্ডিত ডাক্তার, যিনি অসীম জ্ঞান ও ক্ষমতা অর্জনের জন্য শয়তান Mephistopheles-এর সঙ্গে চুক্তি করেন। নাটকে ভালো এবং খারাপ ফেরেশতা তাকে প্রভাবিত করার চেষ্টা করে। Faustus শেষ পর্যন্ত বুঝতে পারেন যে সে ফিরে আসতে পারবে না।
-
Mephistopheles নাটকে পাপ ও শয়তানের প্রতীক।
কিছু বিখ্যাত সংলাপ:
-
"Pluck up your hearts, since fate still rests our friend."
-
"Hell is just a frame of mind."
-
"Fools that will laugh on earth, most weep in hell."
-
"He that loves pleasure must for pleasure fall."
-
"The stars move still, time runs, the clock will strike."
Christopher Marlowe:
-
একজন Elizabethan poet এবং University Wit
-
Shakespeare-এর আগে ইংরেজি নাটকের অন্যতম প্রধান ব্যক্তিত্ব
-
ড্রাম্যাটিক ব্ল্যাঙ্ক ভার্স প্রতিষ্ঠায় বিশেষভাবে পরিচিত
অন্যান্য উল্লেখযোগ্য রচনা (plays):
-
Edward II
-
Hero and Leander
-
Tamburlaine the Great
-
The Jew of Malta
0
Updated: 2 months ago
"The world will be saved by failure."
This is an example of-
Created: 1 month ago
A
Antithesis
B
Simile
C
Paradox
D
Hyperbole
Paradox এবং উদাহরণ
-
Famous Line:
“The world will be saved by failure.”-
এটি একটি Paradox বা কূটাভাস।
-
অর্থ: লাইনটির surface meaning বা আপাত দৃষ্টিতে বক্তব্য স্ববিরোধী মনে হলেও গভীর অর্থ বহন করে।
-
Deep meaning: ব্যর্থতার মধ্য দিয়ে আমরা শিখি, উন্নতি করি এবং মানবজীবন ও সমাজকে বাঁচাই।
-
-
Paradox (কূটাভাস; পরস্পরবিরোধী সত্য):
-
একটি উক্তি বা পরিস্থিতি যা একই সময়ে সত্য এবং অসত্য বলে মনে হয়।
-
ব্যাখ্যা: যা প্রথমে অসম্ভব বা বিপরীত মনে হয়, তার ভিতরে গভীর সত্য থাকে।
-
উদাহরণ:
-
Less is more.
-
I must be cruel only to be kind.
-
Cowards die many times before their deaths.
-
-
-
অন্যান্য সম্পর্কিত অলংকার:
১. Antithesis (পরস্পরবিরোধী ভাবধারার সন্নিবেশ):-
দুটি বিপরীত ভাব একসাথে ব্যবহার করা।
-
উদাহরণ: “To err is human, to forgive divine.”
২. Simile (উপমা):
-
দুই ভিন্ন জিনিসের সরাসরি তুলনা, সাধারণত as বা like দিয়ে।
-
উদাহরণ: “She is as innocent as a lamb.”
৩. Hyperbole (অতিশয়োক্তি):
-
অতিরঞ্জিত বা অত্যুক্তি পূর্ণ উক্তি।
-
উদাহরণ: “Ten thousand saw I at a glance.” (Wordsworth: Daffodils)
-
-
Key Insight:
Paradox আমাদের চিন্তাকে চ্যালেঞ্জ করে এবং আপাতদৃষ্টিতে অসম্ভবকে বোধগম্য করে তোলে।
0
Updated: 1 month ago
Which period is known as the "Golden Period of English Literature"?
Created: 2 months ago
A
The Modern period
B
The Romantic period
C
The Elizabethan period
D
The Victorian period
The Elizabethan Period (1558–1603) is known as the "Golden Period of English Literature".
-
It corresponds to the reign of Queen Elizabeth I.
-
This era saw a remarkable flourishing of English drama, poetry, and prose.
-
Famous writers of this period include William Shakespeare, Christopher Marlowe, Edmund Spenser, and Ben Jonson.
-
It is considered “golden” because of the exceptional quality and enduring influence of its literary works.
0
Updated: 2 months ago