A
দ্বিরুক্ত শব্দ
B
সার্থক শব্দ
C
যুগ্মশব্দ
D
শব্দদ্বিত্ব
উত্তরের বিবরণ
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মাণ অনুযায়ী, নবম-দশম শ্রেণির নতুন সংস্করণে দ্বিরুক্ত শব্দকে শব্দদ্বিত্ব বলা হয়েছে। তবে ৪২তম বিসিএসের প্রশ্নটি পুরাতন সংস্করণ অনুসারে তৈরি হওয়ায়, পুরাতন নিয়ম অনুযায়ী অপশন ‘ক’ (দ্বিরুক্ত শব্দ) সঠিক উত্তর হিসেবে গ্রহণ করা হয়েছে।
• উদাহরণ: 'আমার জ্বর জ্বর লাগছে' – এখানে 'জ্বর-জ্বর' দ্বিরুক্ত শব্দের উদাহরণ।
• শব্দ বা পদের দ্বিরুক্তি: বাক্যে একই পদ বারবার ব্যবহার করাকে পদের দ্বিরুক্তি বলা হয়। বাংলা ভাষায় পদের দ্বিরুক্তির মাধ্যমে বিভিন্ন অর্থ বোঝানো হয়।
• বিশেষ্য পদের দ্বিরুক্তি এবং এর অর্থ:
-
আধিক্য বোঝাতে: রাশি রাশি ধান, থোকা থোকা জাম
-
সামান্য বোঝাতে: আমি আজ জ্বর জ্বর অনুভব করছি
-
পরম্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে: তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ। সে বাড়ি বাড়ি থেকে চাঁদা তুলছে
-
ক্রিয়া বা ক্রিয়া বিশেষণ বোঝাতে: সে ধীরে ধীরে যায়, ফিরে ফিরে তাকায়
-
অনুরূপ বোঝাতে: তার সঙ্গী-সাথী কেউ নেই
-
আগ্রহ বোঝাতে: সে মা মা বলে কাঁদছে

0
Updated: 16 hours ago
বাংলাদেশে 'গ্রাম থিয়েটার'-এর প্রবর্তক কে?
Created: 2 weeks ago
A
মমতাজউদদীন আহমদ
B
আব্দুল্লাহ আল মামুন
C
সেলিম আল দীন
D
রামেন্দু মজুমদার
বাংলাদেশ গ্রাম থিয়েটার এর প্রবর্তক : 'সেলিম আল দীন'।
----------------------
সেলিম আল দীন
- তিনি ছিলেন বাংলা ভাষার আধুনিককাল পর্বের অন্যতম নাট্যকার।
- তিনি ১৯৪৯ সালের ১৮ আগস্ট সীমান্তবর্তী ফেনী জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
- নাট্যকার সেলিম আল দীনের প্রকৃত নাম মইনুদ্দিন আহমেদ ।
- ১৯৬৮ সালে কবি আহসান হাবিব সম্পাদিত ‘দৈনিক পাকিস্তান’ পত্রিকার সাহিত্য সাময়িকীতে আমেরিকার কালো মানুষদের নিয়ে তাঁর প্রথম বাংলা প্রবন্ধ 'নিগ্রো সাহিত্য' প্রকাশিত হয়।
- তাঁর প্রথম রেডিও নাটক 'বিপরীত তমসায়' ১৯৬৯ সালে এবং প্রথম টেলিভিশন নাটক আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় 'লিব্রিয়াম' (পরিবর্তিত নাম ঘুম নেই) প্রচারিত হয় ১৯৭০ সালে।
- ১৯৮৬ সালে তিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে যোগদান এবং উক্ত বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
- ১৯৮১-৮২ সালে নাট্যাচার্য সেলিম আল দীন নাট্য নির্দেশক নাসির উদ্দীন ইউসুফকে নিয়ে সারাদেশে গড়ে তোলেন ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার’।
- বাংলাদেশের বিচিত্র শ্রমজীবী, পেশাজীবী, বাঙালি ও বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাজজীবন ও তাদের আবহমান কালের সংস্কৃতিকে তিনি তাঁর নাটকে মহাকাব্যিক ব্যাপ্তিদান করেছেন।
- ২০০৮ সালের ১৪ জানুয়ারি তাঁর মৃত্যু হয়।
তাঁর রচিত সাহিত্যকর্ম:
• কাব্যগ্রন্থ:
- কবি ও তিমি।
• উপন্যাস:
- অমৃত উপাখ্যান।
• নাটক:
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- বাসন,
- তিনটি মঞ্চ নাটক: মুনতাসির, শকুন্তলা ও কিত্তনখোলা,
- কেরামতমঙ্গল,
- প্রাচ্য,
- কিত্তনখোলা,
- হাতহদাই,
- যৈবতী কন্যার মন,
- চাকা,
- হরগজ,
- একটি মারমা রূপকথা,
- বনপাংশুল,
- স্বর্ণবোয়াল,
- পুত্র ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 2 weeks ago
নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী?
Created: 1 week ago
A
শুকনো
B
সাথে
C
জুতা
D
বুনো
জুতা - জুতা, সহিত - সাথে, বন্য - বুনো, শুষ্ক - শুকনো।

0
Updated: 1 week ago
বাগযন্ত্রের অংশ নয়-
Created: 2 weeks ago
A
দাঁত
B
তালু
C
কান
D
নাক
উচ্চারণ কার্যের সঙ্গে যুক্ত ইন্দ্রিয়সমূহ ১. ঠোঁট, ওষ্ঠ ২. দাঁতের পাটি ৩. দন্তমূল, অগ্র দন্তমূল ৪. অগ্রতালু, শক্ত তালু ৫. পশ্চাত্তালু, নরম তালু, মূর্ধা ৬. আলজিভ ৭. জিহ্বাগ্র ৮. সম্মুখ জিহ্বা ৯. পশ্চাদ জিহ্বা, জিহ্বামূল ১০. নাসা - গহ্বর ১১. স্বর - পল্লব, স্বরতন্ত্রী ও ১২. ফুসফুস।

0
Updated: 2 weeks ago