বাক্যের দুটি অংশ থাকে
A
প্রসাদগুণ, মাধুৰ্যগুণ
B
উপমা, অলংকার
C
উদ্দেশ্য, বিধেয়
D
সাধু, চলিত
উত্তরের বিবরণ
বাক্যের গঠন দুটি প্রধান অংশ নিয়ে তৈরি, যা হলো উদ্দেশ্য এবং বিধেয়। বাক্যের উদ্দেশ্য হলো সেই অংশ যেখানে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়,
আর বিধেয় হলো সেই অংশ যা কর্তা বা উদ্দেশ্য সম্বন্ধে বাক্যে তথ্য বা কার্য প্রকাশ করে। এই দুটি অংশের মাধ্যমে একটি বাক্যের অর্থ সম্পূর্ণ হয়।
-
উদ্দেশ্য: বাক্যের সেই অংশ যেখানে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। উদাহরণস্বরূপ:
-
মামুন বল খেলে।
এখানে 'মামুন' হলো বাক্যের উদ্দেশ্য, কারণ বাক্যটি তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে।
-
-
বিধেয়: কর্তা বা উদ্দেশ্য সম্পর্কে বাক্যে যা কিছু বলা হয়, সেই অংশকে বিধেয় বলে। সাধারণত বিধেয় অংশে ক্রিয়া থাকে। উদাহরণস্বরূপ:
-
মামুন বল খেলে।
এখানে 'বল খেলে' অংশটি বাক্যের বিধেয়, কারণ এটি কর্তা 'মামুন' সম্বন্ধে কার্য প্রকাশ করছে।
-
0
Updated: 1 month ago
নিচের কোনটি অশুদ্ধ?
Created: 2 months ago
A
অহিংস - সহিংস
B
প্রসন্ন - বিষণ্ণ
C
দোষী - নির্দোষী
D
নিষ্পাপ - পাপিনী
বাংলা ভাষায় শব্দের বিপরীত রূপ সবসময় গঠনগতভাবে মিলিয়ে বানানো হয় না। অনেক সময় আমরা ভুল করে দুটো শব্দকে জোড়া দিই, কিন্তু তা সঠিক হয় না। যেমন—
-
"দোষী-নির্দোষী" লেখা অশুদ্ধ।
সঠিক হলো: দোষী ↔ নির্দোষ (অর্থাৎ দোষ আছে যার / দোষ নেই যার)।
আরও কিছু সঠিক বিপরীত শব্দের উদাহরণ—
-
প্রসন্ন ↔ বিষণ্ন
-
অহিংস ↔ সহিংস
-
নিষ্পাপ ↔ পাপী/পাপিনী
এভাবে দেখা যায়, সঠিক বিপরীত শব্দ ব্যবহারের মাধ্যমে অর্থ স্পষ্ট হয়।
উৎস: ভাষা-শিক্ষা — ড. হায়াৎ মামুদ
0
Updated: 2 months ago
সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র?
Created: 1 month ago
A
বিজ্ঞপ্তি
B
অভিযোগ পত্র
C
চুক্তিপত্র
D
প্রতিবেদন
প্রতিবেদন - প্রতিবেদন হচ্ছে কোন নির্দিষ্ট বিষয়ের তথ্য ভিত্তিক বর্ণনা। চুক্তিপত্র - অংশিদারী প্রতিষ্ঠানের চুক্তির বিষয়বস্তু যে দলিলে লিপিবদ্ধ থাকে, তাকে চুক্তিপত্র বলে অভিযোগপত্র - অভিযোগ লেখা থাকে যে পত্রে। বিজ্ঞাপন - বিশেষভাবে জানা বা জ্ঞাপন, সংবাদপত্রের শিরোনাম
0
Updated: 1 month ago
'সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।'- বাক্যটিতে কয়টি ভুল আছে?
Created: 4 weeks ago
A
একটি
B
দুটি
C
তিনটি
D
ভুল নেই
প্রদত্ত বাক্যে তিনটি শব্দের বানান ভুল ছিল। সুনামী, তান্ডব, সর্বশান্ত এর সঠিক রূপ হলো সুনামি, তাণ্ডব, সর্বস্বান্ত। সঠিক বাক্যটি হবে: সুনামির তাণ্ডবে অনেকেই সর্বস্বান্ত হয়েছে।
-
সুনামি (বিশেষ্য): শব্দের উৎস জাপানি ভাষা। অর্থ:
-
সমুদ্রগর্ভে তীব্র ভূকম্পন বা অগ্ন্যুৎপাতের ফলে সমুদ্র উপকূলকে প্লাবিত করে এমন প্রবল জলোচ্ছ্বাস।
-
ইংরেজিতে বলা যায় a powerful sea wave caused by undersea earthquake or volcanic eruption।
-
বেলোর্মি।
-
-
তাণ্ডব (বিশেষ্য): শব্দের উৎস সংস্কৃত ভাষা। অর্থ:
-
তণ্ডুমুনি-উদ্ভাবিত নৃত্য, উদ্যম নৃত্য, বিশেষত শিবের নৃত্য।
-
আলংকারিক অর্থ: প্রলয়ংকর বা ধ্বংসাত্মক ব্যাপার।
-
ইংরেজিতে বলা যায় frenzied dance, especially of Lord Shiva; metaphorically a destructive force।
-
-
সর্বস্বান্ত (বিশেষণ): শব্দের উৎস সংস্কৃত ভাষা। অর্থ:
-
সব সম্পদ হারিয়ে নিঃস্ব হয়েছে এমন।
-
ইংরেজিতে বলা যায় utterly ruined or destitute, having lost everything।
-
0
Updated: 4 weeks ago