বাক্যের দুটি অংশ থাকে

A

প্রসাদগুণ, মাধুৰ্যগুণ

B

উপমা, অলংকার

C

উদ্দেশ্য, বিধেয়

D

সাধু, চলিত

উত্তরের বিবরণ

img

বাক্যের গঠন দুটি প্রধান অংশ নিয়ে তৈরি, যা হলো উদ্দেশ্য এবং বিধেয়। বাক্যের উদ্দেশ্য হলো সেই অংশ যেখানে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়,

আর বিধেয় হলো সেই অংশ যা কর্তা বা উদ্দেশ্য সম্বন্ধে বাক্যে তথ্য বা কার্য প্রকাশ করে। এই দুটি অংশের মাধ্যমে একটি বাক্যের অর্থ সম্পূর্ণ হয়।

  • উদ্দেশ্য: বাক্যের সেই অংশ যেখানে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। উদাহরণস্বরূপ:

    • মামুন বল খেলে।
      এখানে 'মামুন' হলো বাক্যের উদ্দেশ্য, কারণ বাক্যটি তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে।

  • বিধেয়: কর্তা বা উদ্দেশ্য সম্পর্কে বাক্যে যা কিছু বলা হয়, সেই অংশকে বিধেয় বলে। সাধারণত বিধেয় অংশে ক্রিয়া থাকে। উদাহরণস্বরূপ:

    • মামুন বল খেলে।
      এখানে 'বল খেলে' অংশটি বাক্যের বিধেয়, কারণ এটি কর্তা 'মামুন' সম্বন্ধে কার্য প্রকাশ করছে।

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

নিচের কোন ব্যক্তি 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না?

Created: 1 month ago

A

কাজী আবদুল ওদুদ

B

এস ওয়াজেদ আলি

C

আবুল ফজল

D

আবদুল কাদি

Unfavorite

0

Updated: 1 month ago

শুদ্ধ বাক্য নয় কোনটি?

Created: 1 month ago

A

বিদ্বান হলেও তার কোনাে অহংকার নেই।

B

ইশ! যদি পাখির মত পাখা পেতাম।

C

অকারণে ঋণ করিও না।

D

হয়তাে সােহমা আসতে পারে।

Unfavorite

0

Updated: 1 month ago

“ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে”-কে এই দামাল ছেলে?

Created: 1 month ago

A

কাজী নজরুল ইসলাম

B

কামাল পাশা

C

চিত্তরঞ্জন দাস

D

সুভাষ বসু

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD