A
কুমিল্লা
B
নওগাঁ
C
বগুড়া
D
দিনাজপুর
উত্তরের বিবরণ
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। পূর্বে এর নাম ছিল পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর। বগুড়া শহর থেকে প্রায় ১০ কিমি উত্তরে অবস্থিত মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 2 months ago
পুন্ড্রনগর কোন জেলায় অবস্থিত?
Created: 2 months ago
A
কুমিল্লা
B
নওগাঁ
C
বগুড়া
D
দিনাজপুর
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। পূর্বে এর নাম ছিল পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর। বগুড়া শহর থেকে প্রায় ১০ কিমি উত্তরে অবস্থিত মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 2 months ago
বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
Created: 2 months ago
A
সমতট
B
পুন্ড্র
C
বঙ্গ
D
হরিকেল
বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, বগুরা, পাবনা, ফরিদপুর নোয়াখালী, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর নিম্ন জলাভূমি এবং পশ্চিমের উচ্চভূমি যশোর, কুষ্টিয়া, নদীয়া, শান্তিপুর ও ঢাকার বিক্রমপুর সংলগ্ন অঞ্চল ছিল বঙ্গ জনপদের অন্তর্গত। প্রাচীন বঙ্গ ছিল একটি শক্তিশালী রাজ্য। 'ঐতরেয় আরণ্যক', রামায়ণ, মহাভারতে এবং কালিদাসের ‘রঘুবংশ’ গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়।

0
Updated: 2 months ago
হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল-
Created: 2 months ago
A
১৯৪৫ সালের আগস্ট মাসে
B
১৯৪৫ সালের মে মাসে
C
১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে
D
১৯৪৪ সালের আগস্ট মাসে
• লিটলবয় ও ফ্যাটম্যান:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষের পথে, তখন আগস্টের জাপানের — হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র।
- বিশ্বে প্রথম কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল গণবিধ্বংসী মারণাস্ত্র।
- মারা গিয়েছিল হাজার হাজার মানুষ।
- জাপানের হিরোশিমা শহরে — ৬ আগস্ট, ১৯৪৫ সালে বোমা বর্ষণ করে।
- নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো লিটলবয়।
- ৯ আগস্ট, ১৯৪৫ সালে — নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে।
- নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো — ফ্যাটম্যান।
- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট — হ্যারি এস ট্রুম্যান এই পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।
উৎস: History.com.

0
Updated: 2 months ago