সঠিক বানান নয় কোনটি?
A
ধরণি
B
মূর্ছা
C
গুণ
D
প্রানী
উত্তরের বিবরণ
অশুদ্ধ বানান প্রানী। শুদ্ধ বানান প্রাণী। এটি একটি বিশেষ্য পদ এবং মূলত সংস্কৃত থেকে এসেছে। শব্দটি গঠিত প্রাণ + ইন্ দ্বারা। অর্থে এটি মানুষের, পশু-পাখি, কীটপতঙ্গসহ সব ধরনের জীবকে বোঝায়।
অন্য উদাহরণগুলো:
-
ধরণি (বিশেষ্য পদ): অর্থ পৃথিবী, ধরা, বা যে সমস্ত কিছু ধারণ করে।
-
মূর্ছা (বিশেষ্য পদ): অর্থ অচৈতন্য অবস্থা বা মোহপ্রাপ্তি।
-
গুণ (বিশেষ্য পদ): অর্থ ধর্ম, স্বভাব বা প্রকৃতি।
0
Updated: 1 month ago
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
Created: 1 month ago
A
শূণ্য
B
ত্রিভুজ
C
পূন্য
D
ভূবন
শুদ্ধ বানান 'ত্রিভুজ'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- তিনটি সরলরেখা-পরিবেষ্টিত ক্ষেত্র।
অন্যদিকে,
• শুদ্ধ বানান 'শূন্য'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √শ্বন্ + য।
অর্থ:
- পরিমাণ বা আয়তনের অভাব।
• শুদ্ধ বানান 'পুণ্য'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √পূ + উন্য।
অর্থ:
- সৎকর্ম,
- সওয়াব।
• শুদ্ধ বানান 'ভুবন'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √ভূ + অন।
অর্থ:
- পৃথিবী,
- জগৎ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
প্রনয়নী
B
প্রণয়নী
C
প্রণয়িনী
D
প্রণয়নি
• শুদ্ধ বানান - প্রণয়িনী।
- এটি প্রণয়ী এর স্ত্রীবাচক শব্দ।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 1 month ago
কোনটি সঠিক বানান?
Created: 3 months ago
A
নিশিথিনী
B
নীশিথিনী
C
নিশীথিনী
D
নিশিথিনি
নিশীথিনী
0
Updated: 3 months ago