‘Notification’ -এর বাংলা পরিভাষা কোনটি?
A
বিজ্ঞাপন
B
বিজ্ঞপ্তি
C
বিজ্ঞপ্তি ফলক
D
প্রজ্ঞাপন
উত্তরের বিবরণ
‘Notification’ শব্দের বাংলা পারিভাষিক অর্থ হলো প্রজ্ঞাপন। ভাষাগত ও পারিভাষিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ কিছু শব্দ নিম্নরূপ:
-
Announcement – ঘোষণা
-
Advertisement – বিজ্ঞাপন
-
Notice – বিজ্ঞপ্তি
-
Notify – প্রজ্ঞাপিত করা
-
Commandment – ঐশ্বিক আদেশ
-
Declaration – ঘোষণা; বিঘোষণ; প্রখ্যাপন
-
Navigator – নাবিক
-
Negotiation – আলাপ আলোচনা, কথাবার্তা
-
N.B (Nota Bene) – লক্ষ্মনীয়
-
Nominal – নামমাত্র
-
Non-alignment – জোট নিরপেক্ষতা
0
Updated: 1 month ago
'Memorandum' এর পরিভাষা কী?
Created: 1 month ago
A
পরীক্ষাগার
B
গণসংযোগ
C
স্মারকলিপি
D
অবতরণ
'Memorandum ' শব্দের পারিভাষাঃ স্মারকলিপি; চিঠি; চিরকুট; চীরকুট; নোট; ভবিষ্যতে ব্যবহারের জন্য ঘটনাদির তালিকা; ভবিষ্যৎ ব্যবহারের জন্য নোট; স্মরণ রাখতে হবে এমন বিষয়; স্মারক ) দাফতরিক যোগাযোগ সম্পর্কিত অনানুষ্ঠানিকভাবে সম্পন্ন বা স্বাক্ষরিত হয়নি।
0
Updated: 1 month ago
'Rank' শব্দের বাংলা পরিভাষা কী?
Created: 4 weeks ago
A
পদ
B
পদমর্যাদা
C
মাত্রা
D
উচ্চতা
'Rank' শব্দটি মূলত noun হিসেবে ব্যবহৃত হলে তা সামাজিক বা সরকারি কাঠামোর নির্দিষ্ট শ্রেণি বা অবস্থান নির্দেশ করে। বাংলায় এর পরিভাষা পদমর্যাদা। এর সাথে সম্পর্কিত আরও কিছু পরিভাষা রয়েছে, যেগুলো প্রশাসনিক এবং একাডেমিক ক্ষেত্রে ব্যবহৃত হয়।
-
Rank (Noun): A number of persons forming a separate class in a social hierarchy or any graded body অর্থাৎ সামাজিক বা প্রশাসনিক কাঠামোয় এক ধরনের স্তর বা শ্রেণি।
-
Rank (Noun): A social or official position or standing, যেমন armed forces এ ব্যবহৃত পদমর্যাদা।
-
বাংলা পরিভাষা: পদমর্যাদা।
-
Post: এর বাংলা পারিভাষিক শব্দ হলো পদ।
-
Degree: এর বাংলা পারিভাষিক শব্দ হলো মাত্রা।
-
Height: এর বাংলা পারিভাষিক শব্দ হলো উচ্চতা।
0
Updated: 4 weeks ago
'Glossary' শব্দের বাংলা পরিভাষা-
Created: 1 month ago
A
জ্ঞাপনপত্র
B
সর্বসাকল্যে
C
শব্দার্থপঞ্জি
D
গুদামজাত
‘Glossary’ শব্দটি একটি বিশেষ্য, যার অর্থ বাংলায় টীকাপুঞ্জ বা শব্দার্থপঞ্জি। এটি সাধারণত এমন একটি তালিকা যেখানে পরিভাষায় ব্যবহৃত বা অপ্রচলিত শব্দগুলোর ব্যাখ্যা দেওয়া থাকে। একে টীকাগ্রন্থ বা শব্দকোষও বলা যায়।
-
Glossary (noun): টীকাপুঞ্জ, শব্দার্থপঞ্জি, ব্যাখ্যাবিশিষ্ট শব্দের তালিকা, টীকাগ্রন্থ বা শব্দকোষ
-
Hand out: জ্ঞাপনপত্র
-
Collectively / In all / In total: সর্ব-সাকল্যে
কিছু পারাভাষিক শব্দ হলো
-
Hand-bill: ইশতেহার বা প্রচারপত্র
-
Paragraph: অনুচ্ছেদ
-
Pamphlet: পুস্তিকা
-
Notification: প্রজ্ঞাপন
-
Broadcast: সম্প্রচার
-
Advertisement: বিজ্ঞাপন
0
Updated: 1 month ago