Correct Answer: খ) Didactic
-
Didactic কবিতা হলো এমন সাহিত্যিক রূপ যা মূলত শিক্ষা, পাঠ ও জ্ঞান প্রদান করতে লেখা হয়।
-
এর প্রধান লক্ষ্য হলো পাঠকের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে শিক্ষামূলক বার্তা প্রদান।
An Essay on Criticism:
-
এটি Alexander Pope-এর একটি didactic কবিতা, যা heroic couplets (দ্বিপদী ছন্দে) লেখা।
-
কবিতাটি মূলত Horace-এর Ars Poetica থেকে অনুপ্রাণিত, তবে অন্যান্য লেখকদের প্রভাবও এতে বিদ্যমান।
Alexander Pope (1688–1744):
-
ইংরেজি সাহিত্যের একজন উক্তিমূলক (epigrammatic) কবি।
-
Augustan যুগের প্রধান কবি ও ব্যঙ্গরচয়িতা।
-
তাকে ‘Mock Heroic Poet’ বলা হয়।
-
Pope-এর কবিতা সাধারণত জটিল বিষয়বস্তু ও সুরুচিপূর্ণ ভাষায় লেখা, এবং তার কাজ ইংরেজি সাহিত্যে ব্যাপক প্রভাব ফেলেছে।
Notable Works:
-
An Essay on Criticism
-
The Rape of the Lock
-
The Dunciad
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Windsor-Forest
Famous Quotes:
-
"A little learning is a dangerous thing."
-
"To err is human, to forgive, divine."
-
"Fools rush in where angels fear to tread."
-
"Blessed is the man who expects nothing, for he shall never be disappointed."
-
"Hope springs eternal in the human breast."
-
"The proper study of mankind is man."