A
পুকুর
B
নদ-নদী
C
সাগর
D
খাল-বিল
উত্তরের বিবরণ
পৃথিবীর পানি
-
পৃথিবীর ৭৫% পৃষ্ঠই পানি দ্বারা আবৃত।
-
মানুষের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য, তাই পানি কে প্রায়ই “জীবন” বলা হয়।
-
পানির সবচেয়ে বড় উৎস হলো সাগর, মহাসাগর বা সমুদ্র।
-
পৃথিবীর মোট পানির প্রায় ৯০% সমুদ্র থেকে আসে।
-
সমুদ্রের পানিতে প্রচুর লবণ থাকে, তাই সমুদ্রের পানি লোনা পানি (Marine Water) নামে পরিচিত।
-
লবণের কারণে সমুদ্রের পানি পানীয় যোগ্য নয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই অন্য কাজে ব্যবহারও সীমিত।
-
পানির আরেকটি বড় উৎস হলো হিমবাহ ও তুষার স্রোত, যেখানে পানি মূলত বরফ আকারে থাকে। এই উৎসে পৃথিবীর প্রায় ২% পানি অবস্থান করছে।
-
পৃথিবীতে ব্যবহারের উপযোগী পানি মাত্র ১%।
-
ব্যবহার উপযোগী মিঠা পানির উৎস হলো নদ-নদী, খাল-বিল, হ্রদ, পুকুর এবং ভূগর্ভস্থ পানি।

0
Updated: 17 hours ago