A
১২ টি
B
২৪ টি
C
৩১ টি
D
৪৬ টি
উত্তরের বিবরণ
করোটিক স্নায়ু (Cranial Nerves)
-
করোটিক স্নায়ু হলো সেই সব স্নায়ু, যা মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে উৎপন্ন হয়ে করোটিকার ছিদ্রপথ দিয়ে বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে বিস্তৃত হয়।
-
মানুষের দেহে করোটিক স্নায়ু ১২ জোড়া বা ২৪টি থাকে।
-
করোটিক স্নায়ুসমূহের প্রকৃতি হতে পারে:
১. সংবেদী (Sensory) স্নায়ু – সংবেদী অঙ্গ থেকে উদ্দীপনা সংগ্রহ করে মস্তিষ্কে পৌঁছে দেয়।-
উদাহরণ: অলফ্যাক্টরি (Olfactory), অপটিক (Optic)।
২. মটর / আজ্ঞাবাহী (Motor) স্নায়ু – কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নির্দেশ নিয়ে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেয়। -
উদাহরণ: অকুলোমোটর (Oculomotor), ট্রকলিয়ার (Trochlear)।
৩. মিশ্র (Mixed) স্নায়ু – উভয় সংবেদী ও আজ্ঞাবাহী কাজ করে। -
উদাহরণ: ফ্যাসিয়াল (Facial), ট্রাইজেমিনাল (Trigeminal)।
-
অলফ্যাক্টরি স্নায়ু (Olfactory Nerve)
-
উৎপত্তি: অগ্রমস্তিষ্কের অলফ্যাক্টরি লোবের শীর্ষদেশ।
-
বিস্তার: নাসিকা গহ্বরের মিউকাস পর্যন্ত।
-
প্রকৃতি: সংবেদী।
-
কার্য: ঘ্রাণের অনুভূতি মস্তিষ্কে পৌঁছে দেয়।
অন্যান্য তথ্য
-
মানুষের দেহে সুষুম্না কাণ্ড (Spinal Cord) থেকে ৩১ জোড়া বা ৬২টি সুষুম্না স্নায়ু উৎপন্ন হয়।
-
মানুষের জীবকোষে ক্রোমোজোম আছে ২৩ জোড়া বা ৪৬টি।

0
Updated: 17 hours ago
স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি?
Created: 5 days ago
A
কিডনি
B
হৃদপিণ্ড
C
যকৃত
D
মস্তিষ্ক
স্নায়ুতন্ত্র:
- স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ মস্তিষ্ক।
- স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক কে বলে নিউরন।
- মস্তিষ্কের নিউরন থাকে ১০ মিলিয়ন।
- মানুষের মস্তিষ্কের ওজন ১.৩৬ কেজি।
- মস্তিষ্ককে আবৃতকারী পর্দার নাম মেনিনজেস।
- মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা পাওয়াকে বলে স্ট্রোক।
- স্নায়ুকোষের এক-চতুর্থাংশ বা ২৫% ধ্বংস হয়ে গেলে মস্তিষ্কের ক্ষমতা লোপ পেতে থাকে।
- স্নায়ুকোষ ধ্বংস হলে মস্তিষ্কের বিভিন্ন প্রকার রোগ যেমন স্মৃতিভ্রংশ, বুদ্ধিবৈকল্য ইত্যাদি হতে পারে।
উৎস: প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 5 days ago
দেহের কোন অঙ্গাণু মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত থাকে?
Created: 19 hours ago
A
বৃক্ক
B
হৃৎপিণ্ড
C
মস্তিষ্ক
D
ফুসফুস
স্নায়ুতন্ত্র হলো শরীরের প্রধান নিয়ন্ত্রক ও সমন্বয়কারী ব্যবস্থা, যা বিভিন্ন শারীরিক কার্যক্রম এবং আবেগ, বুদ্ধি ও স্মৃতিকে নিয়ন্ত্রণ করে। এর প্রধান অঙ্গ হলো মস্তিষ্ক, যা বিভিন্ন ফাংশনের মাধ্যমে শরীরের সঠিক কার্যক্রম নিশ্চিত করে।
-
প্রধান অঙ্গ: মস্তিষ্ক।
-
গঠন ও কার্যকরী একক: নিউরন।
-
মস্তিষ্কের নিউরনের সংখ্যা: প্রায় ১০ মিলিয়ন।
-
মানব মস্তিষ্কের ওজন: ১.৩৬ কেজি।
-
মস্তিষ্ককে আবৃতকারী পর্দা: মেনিনজেস।
-
রক্তক্ষরণ বা রক্ত প্রবাহে বাধা: স্ট্রোক।
-
স্নায়ুকোষের ক্ষয়: এক-চতুর্থাংশ বা ২৫% ধ্বংস হলে মস্তিষ্কের ক্ষমতা লোপ পেতে থাকে।
-
স্নায়ুকোষ ধ্বংসের প্রভাব: স্মৃতিভ্রংশ, বুদ্ধিবৈকল্য এবং অন্যান্য মস্তিষ্কজনিত রোগ হতে পারে।

0
Updated: 19 hours ago