মৌলিক রাশি কয়টি?
A
৫টি
B
৬টি
C
৭টি
D
৮টি
উত্তরের বিবরণ
রাশি হলো এই বিশ্বে যে কোনো পরিমাপযোগ্য পরিমাণ।
উদাহরণ: একটি লোহার বলের ভর পরিমাপ করা যায়, যেখানে ভর একটি রাশি।
মৌলিক রাশি:
-
যে সকল রাশির পরিমাপ করতে অন্য কোনো রাশির ওপর নির্ভর করতে হয় না, সেগুলোকে মৌলিক রাশি বলা হয়।
-
উদাহরণ: সময় একটি মৌলিক রাশি, কারণ এটি পরিমাপ করতে অন্য রাশির প্রয়োজন নেই।
-
বিজ্ঞানীরা পরিমাপের ক্ষেত্রে সাতটি রাশিকে মৌলিক রাশি হিসেবে চিহ্নিত করেছেন:
-
দৈর্ঘ্য
-
ভর
-
সময়
-
তাপমাত্রা
-
তড়িৎপ্রবাহ
-
দীপন তীব্রতা
-
পদার্থের পরিমাণ
-
যৌগিক বা লব্ধ রাশি:
-
এমন রাশি যেগুলো মাপতে অন্য রাশির প্রয়োজন হয়, সেগুলো যৌগিক বা লব্ধ রাশি।
-
উদাহরণ: বেগ পরিমাপ করতে দূরত্ব এবং সময় জানা প্রয়োজন।
-
বেগ = দূরত্ব ÷ সময়
-
-
অন্যান্য যৌগিক রাশি: ত্বরণ, কাজ, বল, তাপ, বিভব ইত্যাদি।
0
Updated: 1 month ago
স্কেলার রাশি কোনটি?
Created: 1 month ago
A
ওজন
B
সরণ
C
দ্রুতি
D
ত্বরণ
ভৌত রাশি:
-
কিছু ভৌত রাশিকে প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, আবার কিছু রাশির জন্য মান ও দিক উভয় প্রয়োজন।
-
বৈশিষ্ট্য অনুসারে ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে:
ক) স্কেলার রাশি বা অদিক রাশি
খ) ভেক্টর রাশি বা দিক রাশি
ক) স্কেলার রাশি বা অদিক রাশি:
-
যেসব রাশির শুধু মান আছে কিন্তু দিক নেই, তাদেরকে স্কেলার রাশি বলা হয়।
-
উদাহরণ: দৈর্ঘ্য, ভর, সময়, দ্রুতি, কাজ, তাপমাত্রা ইত্যাদি।
খ) ভেক্টর রাশি বা দিক রাশি:
-
যেসব রাশির মান ও দিক উভয়ই আছে, তাদেরকে ভেক্টর রাশি বলা হয়।
-
উদাহরণ: সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল ইত্যাদি।
উৎস: পদার্থ প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
মৌলিক রাশির একক কোনটি?
Created: 1 month ago
A
কেলভিন
B
কিলোগ্রাম
C
ক্যান্ডেলা
D
সবগুলোই
মৌলিক রাশি হলো এমন রাশি যা স্বাধীন ও নিরপেক্ষ, অর্থাৎ এগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। বরং অন্যান্য সকল রাশি এদের উপর নির্ভরশীল।
-
মৌলিক রাশি মোট সাতটি।
-
এগুলো হলো: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ।
মৌলিক একক হলো মৌলিক রাশিগুলোর একক। এগুলো আন্তর্জাতিক একক পদ্ধতিতে (SI) নির্ধারিত।
-
দৈর্ঘ্যের একক → মিটার (m)
-
ভরের একক → কিলোগ্রাম (kg)
-
সময়ের একক → সেকেন্ড (s)
-
তাপমাত্রার একক → কেলভিন (K)
-
তড়িৎ প্রবাহের একক → অ্যাম্পিয়ার (A)
-
দীপন তীব্রতার একক → ক্যান্ডেলা (cd)
-
পদার্থের পরিমাণের একক → মোল (mol)
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোন রাশিটি মৌলিক রাশির উপর নির্ভরশীল?
Created: 1 month ago
A
সময়
B
বেগ
C
ভর
D
তড়িৎপ্রবাহ
রাশি
-
প্রকৃতিতে যে সব পরিমাপযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, তা রাশি নামে পরিচিত।
-
উদাহরণ: একটি লোহার বলের ভর পরিমাপ করা যায়। এখানে ভর একটি রাশি।
মৌলিক রাশি
-
যেগুলো পরিমাপের জন্য অন্য কোন রাশির উপর নির্ভর করতে হয় না, সেগুলোকে মৌলিক রাশি বলা হয়।
-
উদাহরণ: সময় একটি মৌলিক রাশি, কারণ এটি অন্য কোন রাশির উপর নির্ভর করে না।
-
বিজ্ঞানীরা মোট সাতটি মৌলিক রাশি চিহ্নিত করেছেন:
• দৈর্ঘ্য
• ভর
• সময়
• তাপমাত্রা
• তড়িৎপ্রবাহ
• দীপন তীব্রতা
• পদার্থের পরিমাণ
যৌগিক (লব্ধ) রাশি
-
কিছু রাশি অন্য মৌলিক রাশির উপর নির্ভরশীল।
-
উদাহরণ: বেগ পরিমাপ করতে দূরত্ব ও সময় জানা প্রয়োজন। বেগ = দূরত্ব ÷ সময়। তাই বেগ একটি লব্ধ বা যৌগিক রাশি।
-
যৌগিক রাশির উদাহরণ:
• কাজ
• বল
• তাপ
• বেগ
• ত্বরণ
• বিভব
উৎস:
0
Updated: 1 month ago