মৌলিক রাশি কয়টি?
A
৫টি
B
৬টি
C
৭টি
D
৮টি
উত্তরের বিবরণ
রাশি হলো এই বিশ্বে যে কোনো পরিমাপযোগ্য পরিমাণ।
উদাহরণ: একটি লোহার বলের ভর পরিমাপ করা যায়, যেখানে ভর একটি রাশি।
মৌলিক রাশি:
-
যে সকল রাশির পরিমাপ করতে অন্য কোনো রাশির ওপর নির্ভর করতে হয় না, সেগুলোকে মৌলিক রাশি বলা হয়।
-
উদাহরণ: সময় একটি মৌলিক রাশি, কারণ এটি পরিমাপ করতে অন্য রাশির প্রয়োজন নেই।
-
বিজ্ঞানীরা পরিমাপের ক্ষেত্রে সাতটি রাশিকে মৌলিক রাশি হিসেবে চিহ্নিত করেছেন:
-
দৈর্ঘ্য
-
ভর
-
সময়
-
তাপমাত্রা
-
তড়িৎপ্রবাহ
-
দীপন তীব্রতা
-
পদার্থের পরিমাণ
-
যৌগিক বা লব্ধ রাশি:
-
এমন রাশি যেগুলো মাপতে অন্য রাশির প্রয়োজন হয়, সেগুলো যৌগিক বা লব্ধ রাশি।
-
উদাহরণ: বেগ পরিমাপ করতে দূরত্ব এবং সময় জানা প্রয়োজন।
-
বেগ = দূরত্ব ÷ সময়
-
-
অন্যান্য যৌগিক রাশি: ত্বরণ, কাজ, বল, তাপ, বিভব ইত্যাদি।
0
Updated: 1 month ago
স্কেলার রাশি কোনটি?
Created: 1 month ago
A
ওজন
B
সরণ
C
দ্রুতি
D
ত্বরণ
ভৌত রাশি:
-
কিছু ভৌত রাশিকে প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, আবার কিছু রাশির জন্য মান ও দিক উভয় প্রয়োজন।
-
বৈশিষ্ট্য অনুসারে ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে:
ক) স্কেলার রাশি বা অদিক রাশি
খ) ভেক্টর রাশি বা দিক রাশি
ক) স্কেলার রাশি বা অদিক রাশি:
-
যেসব রাশির শুধু মান আছে কিন্তু দিক নেই, তাদেরকে স্কেলার রাশি বলা হয়।
-
উদাহরণ: দৈর্ঘ্য, ভর, সময়, দ্রুতি, কাজ, তাপমাত্রা ইত্যাদি।
খ) ভেক্টর রাশি বা দিক রাশি:
-
যেসব রাশির মান ও দিক উভয়ই আছে, তাদেরকে ভেক্টর রাশি বলা হয়।
-
উদাহরণ: সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল ইত্যাদি।
উৎস: পদার্থ প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
নিচের কোনটি লব্ধ রাশি?
Created: 1 month ago
A
ভর
B
কাজ
C
তাপমাত্রা
D
সময়
ভৌত রাশি এবং তাদের পরিমাপ
বিজ্ঞান অনুযায়ী সবকিছুর পরিমাপ করা প্রয়োজন, কারণ বিজ্ঞানের মূল লক্ষ্য হলো পরিমাপের মাধ্যমে বিষয়গুলোকে নিখুঁতভাবে ব্যাখ্যা করা। যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয়। ভৌতজগতে অসংখ্য রাশি আছে, যেমন- দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন, ওজন, তাপমাত্রা, রং, কাঠিন্য, অবস্থান, বেগ, ভেতরের উপাদান, বিদ্যুৎ পরিবাহিতা, স্থিতিস্থাপকতা, ঘনত্ব, চাপ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি। এই অসংখ্য রাশিমালা পরিমাপের জন্য অনেক সংজ্ঞা ও একক প্রয়োজন হয় না; কেবল সাতটি মৌলিক রাশি এবং তাদের একক ব্যবহার করে অন্য সব একক বের করা যায়।
মৌলিক রাশি:
-
যে সাতটি রাশির সাতটি একক ব্যবহার করে অন্য সব একক নির্ণয় করা যায়, সেগুলোকে মৌলিক রাশি বলা হয়।
-
উদাহরণ: দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা।
-
এই সাতটি মৌলিক রাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এদের একককে SI একক বলা হয়।
লব্ধ রাশি:
-
মৌলিক রাশির সমন্বয়ে যখন কোনো রাশি প্রকাশ করা হয়, তখন তাকে লব্ধ রাশি বলা হয়।
-
উদাহরণ: কাজ, ক্ষমতা, বল, বেগ, ত্বরণ, ঘনত্ব ইত্যাদি।
উৎস:
0
Updated: 1 month ago
স্কেলার রাশি কোনটি?
Created: 2 weeks ago
A
সরণ
B
ত্বরণ
C
কাজ
D
ওজন
রাশি (Quantity) হলো কোনো ভৌত ধর্মের পরিমাপযোগ্য রূপ, যা সংখ্যা ও এককের সাহায্যে প্রকাশ করা যায়। ভৌত রাশিকে প্রকাশের জন্য কখনো শুধু মান প্রয়োজন হয়, আবার কখনো মানের পাশাপাশি দিকও প্রয়োজন হয়। এই বৈশিষ্ট্যের ভিত্তিতে রাশিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়—স্কেলার রাশি (Scalar Quantity) এবং ভেক্টর রাশি (Vector Quantity)।
স্কেলার রাশি বা অদিক রাশি:
যেসব ভৌত রাশির শুধুমাত্র মান থাকে কিন্তু কোনো দিক থাকে না, সেগুলোকে স্কেলার বা অদিক রাশি বলা হয়।
-
স্কেলার রাশি প্রকাশ করা যায় শুধু সংখ্যা ও এককের মাধ্যমে, দিক নির্দিষ্ট করার প্রয়োজন হয় না।
-
উদাহরণ: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, কাজ, শক্তি, দ্রুতি, ঘনত্ব, চাপ, বিভব ইত্যাদি।
-
স্কেলার রাশির যোগ বা বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে করা যায়।
ভেক্টর রাশি বা দিক রাশি:
যেসব ভৌত রাশির মান ও দিক উভয়ই থাকে, সেগুলো ভেক্টর রাশি নামে পরিচিত।
-
ভেক্টর রাশি সাধারণত একটি তীর চিহ্নিত রেখাংশের মাধ্যমে প্রকাশ করা হয়, যেখানে তীরের দৈর্ঘ্য রাশির মান নির্দেশ করে এবং তীরের দিক রাশির দিক নির্দেশ করে।
-
উদাহরণ: সরণ, বেগ, ত্বরণ, বল, ওজন, ঘূর্ণন ভরবেগ, বৈদ্যুতিক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র ইত্যাদি।
-
ভেক্টর রাশির যোগ বা বিয়োগ ভেক্টর নিয়ম অনুসারে সম্পন্ন হয়, যেমন—ত্রিভুজ নিয়ম (Triangle law) বা সামান্তরিক নিয়ম (Parallelogram law)।
-
স্কেলার রাশি কেবল মানের মাধ্যমে বর্ণনা করে, কিন্তু ভেক্টর রাশি মানের পাশাপাশি দিক নির্ধারণ করেই সম্পূর্ণ হয়।
0
Updated: 2 weeks ago