কৃষিজমিতে শৈবাল উৎপাদন বন্ধে কোন লবণ খুবই কার্যকরী ভূমিকা পালন করে?
A
সিলভার ক্লোরাইড
B
ক্যালসিয়াম কার্বোনেট
C
সিলভার সালফেট
D
কপার সালফেট
উত্তরের বিবরণ
কৃষিজমিতে শৈবাল উৎপাদন রোধে তুঁতে বা কপার সালফেট (CuSO4) খুবই কার্যকর ভূমিকা পালন করে।
লবণের ব্যবহার ও প্রকারভেদ:
- 
খাদ্যরসায়নে লবণ: খাবারের স্বাদ বৃদ্ধিতে বিভিন্ন লবণ ব্যবহার করা হয়। - 
উদাহরণ: সোডিয়াম ক্লোরাইড (NaCl), সোডিয়াম গ্লুটামেট (C5H8NO4Na)। 
 
- 
- 
কৃষিতে জীবাণু প্রতিরোধক লবণ: ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রতিরোধে লবণ ব্যবহার করা হয়, যা শৈবাল উৎপাদনও বন্ধ করে। - 
উদাহরণ: তুঁতে বা কপার সালফেট (CuSO4)। 
 
- 
- 
দ্রবণীয়তা অনুসারে লবণ: - 
অধিকাংশ লবণ পানিতে দ্রবণীয়। 
- 
কিছু লবণ পানিতে দ্রবীভূত হয় না, যেমন: ক্যালসিয়াম কার্বোনেট (CaCO3), সিলভার সালফেট (Ag2SO4), সিলভার ক্লোরাইড (AgCl)। 
 
- 
- 
মাটির এসিডিটি নিয়ন্ত্রণে লবণ: - 
উদাহরণ: চুনাপাথর (CaCO3)। 
 
- 
- 
মাটির উর্বরতা বৃদ্ধিতে লবণজাত সার: - 
উদাহরণ: অ্যামোনিয়াম নাইট্রেট (NH4NO3), অ্যামোনিয়াম ফসফেট ((NH4)3PO4), পটাসিয়াম নাইট্রেট (KNO3)। 
 
- 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
মেরিকালচার বলতে কোন আধুনিক চাষকে বুঝায়?
Created: 1 month ago
A
মৎস্য চাষ
B
চিংড়ি চাষ
C
সামদ্রিক মৎস্য চাষ
D
মৌমাছি চাষ
আধুনিক চাষ পদ্ধতি
চিংড়ি চাষ বিষয়ক বিদ্যা → প্রণকালচার (Prawn Culture)
সামুদ্রিক মৎস্য চাষ বিষয়ক বিদ্যা → মেরিকালচার (Mariculture)
মিঠা পানির মৎস্য চাষ বিষয়ক বিদ্যা → পিসিকালচার (Pisciculture)
মৌমাছি পালন বিষয়ক বিদ্যা → এপিকালচার (Apiculture)
রেশম চাষ বিষয়ক বিদ্যা → সেরিকালচার (Sericulture)
পাখি পালন বিষয়ক বিদ্যা → এভিকালচার (Aviculture)
উদ্যান পালন/উদ্যানবিদ্যা বিষয়ক বিদ্যা → হর্টিকালচার (Horticulture)
উৎস: Encyclopedia Britannica
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
মৌমাছি পালন বিষয়ক বিদ্যাকে কী বলা হয়?
Created: 1 month ago
A
এপিকালচার
B
মেরিকালচার
C
সেরিকালচার
D
এভিকালচার
আধুনিক চাষ পদ্ধতি হলো বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ও প্রাণীসম্পদ সঠিকভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নতি সাধনের প্রক্রিয়া। প্রতিটি বিশেষ চাষের জন্য আলাদা শাস্ত্র বা বিদ্যা রয়েছে যা সংশ্লিষ্ট প্রাণী বা উদ্ভিদের যত্ন ও পরিচালনার নিয়ম নির্ধারণ করে।
- 
পাখি পালন: এই বিষয়ে বিদ্যাকে বলা হয় এভিকালচার। 
- 
মৎস্য চাষ: এই বিষয়ে বিদ্যাকে বলা হয় পিসিকালচার। 
- 
মৌমাছি পালন: এই বিষয়ে বিদ্যাকে বলা হয় এপিকালচার। 
- 
রেশম চাষ: এই বিষয়ে বিদ্যাকে বলা হয় সেরিকালচার। 
- 
উদ্যান পালন: এই বিষয়ে বিদ্যাকে বলা হয় হর্টিকালচার। 
- 
চিংডি চাষ: এই বিষয়ে বিদ্যাকে বলা হয় প্রণকালচার। 
- 
সামদ্রিক মৎস্য চাষ: এই বিষয়ে বিদ্যাকে বলা হয় মেরিকালচার। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
বাণিজ্যিকভাবে ফুল, ফল ও শাকসবজি চাষকে কী বলা হয়?
Created: 1 month ago
A
Apiculture
B
Sericulture
C
Pisciculture
D
Horticulture
Horticulture শব্দটি ল্যাটিন hortus (অর্থাৎ উদ্যান) এবং cultura (অর্থাৎ চাষাবাদ) থেকে এসেছে। এটি ফুল, ফল, শাকসবজি ও অলঙ্কারিক উদ্ভিদ চাষের বিদ্যা, যা কৃষির একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে বিবেচিত। আধুনিক কৃষি ও চাষাবাদে ভিন্ন ভিন্ন বিষয়ের জন্য আলাদা আলাদা নাম ব্যবহার করা হয়।
- 
মৌমাছি পালন: এপিকালচার (Apiculture) 
- 
রেশম পোকার চাষ: সেরিকালচার (Sericulture) 
- 
মৎস্য চাষ: পিসিকালচার (Pisciculture) 
- 
পাখি পালন: এভিকালচার (Aviculture) 
- 
উদ্যানবিদ্যা: হর্টিকালচার (Horticulture) 
- 
চিংড়ি পালন: প্রনকালচার (Prawn Culture) 
- 
মুক্তা চাষ: পার্লকালচার (Pearl Culture) 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago