ক্ষার ধাতু পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত? 

Edit edit

A

গ্রুপ-1

B

গ্রুপ-2

C

গ্রুপ-11

D

গ্রুপ-17

উত্তরের বিবরণ

img

ক্ষার ধাতু হলো পর্যায় সারণিতে গ্রুপ-1-এ হাইড্রোজেন ব্যতীত অবস্থিত মৌলসমূহ। উদাহরণস্বরূপ Li, Na, K, Rb প্রত্যেকটি ক্ষার ধাতু। এদের বৈশিষ্ট্য হলো:

  • প্রত্যেকটি পানির সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার উৎপন্ন করে।

  • এরা একটি মাত্র ইলেকট্রন দান করে ধনাত্মক একযোজী আয়নে পরিণত হয়।

  • আয়নিক বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করতে সক্ষম।

মৃৎক্ষার ধাতু হলো পর্যায় সারণিতে গ্রুপ-2-এ অবস্থিত মৌলসমূহ। উদাহরণ: Be, Mg, Ca, Sr। এদের বৈশিষ্ট্য হলো:

  • ক্ষার ধাতুর মতোই তড়িৎ ধনাত্মক মৌল

  • দুটি ইলেকট্রন দান করে দ্বিধনাত্মক আয়নে পরিণত হয়।

  • অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সাইড যৌগ গঠন করে।

  • এদের অক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে ক্ষারীয় দ্রবন তৈরি করে।

  • মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে উপস্থিত থাকায় এদের মৃৎক্ষার ধাতু বলা হয়।

মুদ্রা ধাতু হলো পর্যায় সারণিতে গ্রুপ-11-এ থাকা তিনটি মৌল: কপার বা তামা (Cu), রূপা (Ag) এবং সোনা (Au)। এদের বৈশিষ্ট্য হলো:

  • অত্যন্ত উজ্জ্বল ধাতব স্বভাব

  • বর্তমানে সংকর ধাতুর তৈরি মুদ্রা প্রচলিত রয়েছে।


Unfavorite

0

Updated: 18 hours ago

Related MCQ

সংকর ধাতু পিতলের প্রধান উপাদান কী? 

Created: 1 week ago

A

টিন

B

কপার

C

কার্বন

D

জিংক

Unfavorite

0

Updated: 1 week ago

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD