কে ‘কর্তব্যের নৈতিকতা’র ধারণা প্রবর্তন কৱেন?
A
হ্যারল্ড উইলসন
B
এডওয়ার্ড ওসবর্ন উইলসন
C
জন স্টুয়ার্ট মিল
D
ইমানুয়েল কান্ট
উত্তরের বিবরণ
ইমানুয়েল কান্ট ছিলেন একজন প্রখ্যাত জার্মান নীতিবিজ্ঞানী, যিনি নৈতিকতা ও দার্শনিক চিন্তাধারায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তিনি ‘কর্তব্যের জন্য কর্তব্য’ ধারণার প্রবর্তক হিসেবে পরিচিত এবং তার নীতিবিদ্যার মূলকথা তিনটি বিষয়কে কেন্দ্র করে: সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য, এবং শর্তহীন আদেশ।
-
নীতিশাস্ত্রে তাঁর গুরুত্বপূর্ণ রচনা:
-
Groundwork for Metaphysics of Morals
-
Critique of Pure Reason
-
Critique of Practical Reason
-
Critique of Judgement
-
0
Updated: 1 month ago
“On Liberty” গ্রন্থটি কার লেখা?
Created: 3 weeks ago
A
জন স্টুয়ার্ট মিল
B
সক্রেটিস
C
জন লক
D
জ্যাঁ জাক রুশো
জন স্টুয়ার্ট মিল একজন ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ এবং উপযোগবাদের (Utilitarianism) প্রবক্তা। তাঁর মতে, মানুষের মৌলিক শক্তির বলিষ্ঠ, অব্যাহত ও বিভিন্নমুখী প্রকাশই স্বাধীনতা।
জন স্টুয়ার্ট মিলের প্রধান গ্রন্থসমূহ:
-
Considerations on Representative Government
-
Examination of Sir William Hamilton's Philosophy
-
On Liberty
-
Principles of Political Economy
-
The Subjection of Women
-
Utilitarianism
অন্য দার্শনিক ও তাদের বিখ্যাত গ্রন্থ:
-
প্লেটো: The Republic
-
জন লক: An Essay Concerning Human Understanding, Two Treatises of Government
0
Updated: 3 weeks ago
গোল্ডেন মিন (Golden Mean) হলো-
Created: 1 month ago
A
সমস্ত সম্ভাব্য কর্মের গড়
B
দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা
C
ত্রিভুজের দুটি বাহন ভূ-কেন্দ্রিক সম্পর্ক
D
একটি প্রাচীন দার্শনিক ধারার নাম
গোল্ডেন মিন (Golden Mean)
- গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যক হলো একটি দার্শনিক মতবাদ।
- গ্রিক দার্শনিক এরিষ্টটল এই ধারণার প্রবর্তক।
- দুটি চরম পন্থার মধ্যবর্তী কোন পন্থাকে সুবর্ণ মধ্যক বলে।
- যেমন: একদিকে খুবই প্রাচুর্য এবং অন্যদিকে খুবই অভাব।
উৎস: Britannica.
0
Updated: 1 month ago
আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?
Created: 1 month ago
A
সত্য ও ন্যায়
B
সার্থকতা
C
শঠতা
D
অসহিষ্ণুতা
মূল্যবোধ
-
Value শব্দটি মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ।
-
মানুষের চিন্তা-ভাবনা, উদ্দেশ্য, সংকল্প, আদর্শ ও জীবনের লক্ষ্য একসাথে মিলে তার আচরণ ও কর্মকাণ্ডকে পরিচালনা করে—এসবের সমষ্টিকেই মূল্যবোধ বলা হয়।
-
মূল্যবোধের মাধ্যমেই আমরা ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, নৈতিকতা-অনৈতিকতা, সততা, সৌজন্যবোধ, শিষ্টাচার, সহনশীলতা, সহমর্মিতা ইত্যাদি বিচার করতে পারি।
-
আমাদের স্থায়ী বা চিরন্তন মূল্যবোধ হলো সত্য ও ন্যায়।
-
বিপরীতে, শঠতা, অসহিষ্ণুতা, অসততা ইত্যাদি হলো চিরন্তন মূল্যবোধের বিরোধী বৈশিষ্ট্য।
উৎস: পৌরনীতি ও সুশাসন, ১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি), প্রফেসর মোঃ মোজাম্মেল হক
0
Updated: 1 month ago