A
মেঘনা মােহনায়
B
সুন্দরবনের দক্ষিণে
C
পদ্মা এবং যমুনার সংযােগস্থলে
D
টেকনাফের দক্ষিণে
উত্তরের বিবরণ
বঙ্গবন্ধু দ্বীপ বাংলাদেশের সুন্দরবনের দক্ষিণে অবস্থিত একটি ছোট দ্বীপ, যা পুটুনির দ্বীপ নামেও পরিচিত। এটি মংলা উপজেলার সুন্দরবনের ‘দুবলার চর’ থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত।
১৯৯২ সালে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এক জন নীরব ভক্ত, মালেক ফরাজী, নতুনভাবে উদ্ভূত এই চরটি দেখতে পান এবং তখন থেকেই এটি জনমানবহীন ছিল।
-
বঙ্গবন্ধু দ্বীপ সুন্দরবনের দক্ষিণে অবস্থিত।
-
দ্বীপটি পুটুনির দ্বীপ নামেও পরিচিত।
-
এটি খুলনা বিভাগের বাগেরহাট জেলার মংলা উপজেলার সুন্দরবনের ‘দুবলার চর’ থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থান করছে।
-
১৯৯২ সালে মাছ ধরার সময় মালেক ফরাজী নামের একজন মৎস শিকারী নতুন উদ্ভূত এই চরটি দেখতে পান।
-
তিনি জনমানবহীন এই দ্বীপটির নাম দেন ‘বঙ্গবন্ধু দ্বীপ’ এবং সেখানে একটি সাইনবোর্ড স্থাপন করেন।
-
২০০৪ সালের পর থেকে দ্বীপটির আয়তন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং এটি স্থিতিশীল অবস্থায় রয়েছে।
-
বঙ্গবন্ধু দ্বীপ বর্তমানে একটি নতুন পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত।

0
Updated: 19 hours ago
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
Created: 5 days ago
A
মহেশখালী
B
নিঝুম দ্বীপ
C
সেন্ট মার্টিন
D
হাতিয়া
বাংলাদেশের বিশেষ দ্বীপসমূহ:
-
প্রবাল দ্বীপ: সেন্টমার্টিন (নারিকেল জিঞ্জিরা)।
-
পাহাড়ী দ্বীপ: মহেশখালী; আদিনাথ পাহাড় ও আদিনাথ মন্দির।
-
সন্দ্বীপ: প্রাচীনকালে বাণিজ্যিক জাহাজ নির্মাণ।
-
কুতুবদিয়া: বাতিঘর অবস্থান।

0
Updated: 5 days ago