A
ECOSOC
B
FAO
C
WHO
D
HRC
উত্তরের বিবরণ
WHO বা World Health Organization জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যা বিশ্বব্যাপী জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করে। ৭ এপ্রিল, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত এবং এর মহাপরিচালক হলেন টেড্রোস আধানম গেব্রেইসাস।
সংস্থাটি ১৯৪টি সদস্য দেশের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। WHO-এর মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী স্বাস্থ্যসম্মত ও উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা। বাংলাদেশ ১৯৭২ সালে WHO-এর সদস্যপদ লাভ করে জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।
মূল তথ্যসমূহ:
-
WHO-এর পূর্ণরূপ: World Health Organization
-
প্রতিষ্ঠাকাল: ৭ এপ্রিল, ১৯৪৮
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস
-
বর্তমান সদস্য দেশ: ১৯৪টি
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৬১টি
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: International Health Conference, জাতিসংঘের উদ্যোগে
-
WHO জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য এবং সদস্য দেশগুলোর জনস্বাস্থ্যের উন্নয়নে কাজ করে
সংগঠনের কার্যক্রম:
-
বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়নের জন্য সদস্য দেশগুলোর স্বাস্থ্য মন্ত্রণালয়, সরকারি স্বাস্থ্য সংস্থা, এনজিও এবং জনসাধারণের সাথে নিবিড়ভাবে কাজ করে
-
রোগ-বালাই, নতুন রোগ সংক্রমণ বা জরুরি স্বাস্থ্য ইস্যুতে নেতৃত্ব প্রদান
-
উদাহরণস্বরূপ COVID-19 মোকাবেলার প্রক্রিয়া:
-
৩১ ডিসেম্বর ২০১৯: চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা সংক্রমণ নিয়ে WHO-কে অবহিত করে চীনা সরকার
-
৩০ জানুয়ারি ২০২০: WHO বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে
-
১১ ফেব্রুয়ারি ২০২০: রোগের নামকরণ COVID-19 করা হয়
-
১১ মার্চ ২০২০: COVID-19 কে মহামারি (Pandemic) হিসেবে ঘোষণা করা হয়
-
বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ ২০২০, এবং প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ ২০২০
-

0
Updated: 20 hours ago
কে প্রথম 'গ্লোবাল ভিলেজ' ধারাটির উপস্থাপন করেন?
Created: 1 month ago
A
হার্বার্ট মার্শাল ম্যাকলুহান
B
রবার্ট কিংসলে
C
হেনরি জি. ম্যাকমিলান
D
ডব্লিউ জি. পেরি
গ্লোবাল ভিলেজ (Global Village):
‘গ্লোবাল ভিলেজ’ ধারণাটি প্রথম উপস্থাপন করেন কানাডীয় গণযোগাযোগ বিশেষজ্ঞ মার্শাল ম্যাকলুহান।
-
গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলতে বোঝায় এমন এক সমাজ, যেখানে পৃথিবীর সব মানুষ ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত থেকে একে অপরকে সেবা দেয়।
-
মার্শাল ম্যাকলুহান টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন এবং ‘দি মিডিয়াম ইজ দি মেসেজ’ ও ‘গ্লোবাল ভিলেজ’ ধারণার প্রবক্তা হিসেবে পরিচিত।
-
১৯৬২ সালে তাঁর বই The Gutenberg Galaxy: The Making of Typographic Man এবং ১৯৬৪ সালে Understanding Media গ্রন্থে তিনি ‘গ্লোবাল ভিলেজ’ ধারণা তুলে ধরেন।
-
তাঁর সময়ে ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তার ঘটে, যা সময় ও দূরত্বকে সংকুচিত করে পৃথিবীকে একটি গ্রামের মতো করে ফেলে।
-
তিনি এই প্রযুক্তির বিস্তৃতিকে ‘ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম’ (Electronic Nervous System) বলে আখ্যায়িত করেন, যা পৃথিবীকে গ্লোবাল ভিলেজে রূপান্তরিত করেছে।

0
Updated: 1 month ago
IUCN কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 2 days ago
A
১৯১২ সালে
B
১৯৪৮ সালে
C
১৯৭২ সালে
D
১৯৯২ সালে
IUCN (International Union for Conservation of Nature)
-
প্রতিষ্ঠা: ৫ অক্টোবর, ১৯৪৮
-
প্রতিষ্ঠানের স্থান: ফন্টেনব্লিউ, ফ্রান্স
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড
-
উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণ
-
সদস্য দেশ: ১৬০-এরও বেশি দেশ
-
উল্লেখযোগ্য ঘটনা: ১৯৭৮ সালে রাশিয়ার আশখাবাদে ১৪তম অধিবেশন অনুষ্ঠিত
সূত্র: IUCN ওয়েবসাইট

0
Updated: 2 days ago
জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়ােগ প্রতিবেদন প্রকাশ করে?
Created: 21 hours ago
A
WTO
B
MIGA
C
World Bank
D
UNCTAD
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন বা UNCTAD হলো জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যা আন্তর্জাতিক বাণিজ্য, উন্নয়ন ও অর্থনৈতিক ন্যায্যতা প্রতিষ্ঠায় কাজ করে থাকে। এটি উন্নয়নশীল দেশগুলোকে বৈশ্বিক অর্থনীতিতে সমান সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।
-
পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development (জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন)
-
প্রতিষ্ঠা: ১৯৬৪ সালে
-
ধরন: জাতিসংঘের একটি বিশেষ সংস্থা
-
অবস্থান: জেনেভা, সুইজারল্যান্ড (সদরদপ্তর)
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৯৫
-
অধীনতা: জাতিসংঘের সাধারণ পরিষদ
-
মূল কার্যক্রম: উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও টেকসই উন্নয়নে সহায়তা করা এবং বৈশ্বিক অর্থনীতিতে ন্যায্যতা প্রতিষ্ঠা
-
গুরুত্বপূর্ণ প্রকাশনা: প্রতিবছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন (World Investment Report) প্রকাশ করে
উল্লেখযোগ্যভাবে, UNCTAD এর বিশ্ব বিনিয়োগ রিপোর্ট ২০২৩-এ জানানো হয়েছে যে উন্নয়নশীল দেশগুলো টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনের পথে একটি বড় বিনিয়োগ ঘাটতির মুখোমুখি হচ্ছে। ২০১৫ সালে এই ঘাটতি যেখানে ছিল প্রায় ২.৫ ট্রিলিয়ন ডলার, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ ট্রিলিয়ন ডলার প্রতি বছর।
UNCTAD প্রতিবছর আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে, যার মধ্যে রয়েছে:
-
The Trade and Development Report
-
The Trade and Environment Review
-
The World Investment Report
-
The Least Developed Countries Report
-
The Technology and Innovation Report
-
Digital Economy Report

0
Updated: 21 hours ago