জাতিসংঘের কোন সংস্থাটি করােনা ভাইরাসকে 'pandemic' ঘােষণা করেছে?
A
ECOSOC
B
FAO
C
WHO
D
HRC
উত্তরের বিবরণ
WHO বা World Health Organization জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যা বিশ্বব্যাপী জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করে। ৭ এপ্রিল, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত এবং এর মহাপরিচালক হলেন টেড্রোস আধানম গেব্রেইসাস।
সংস্থাটি ১৯৪টি সদস্য দেশের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। WHO-এর মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী স্বাস্থ্যসম্মত ও উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা। বাংলাদেশ ১৯৭২ সালে WHO-এর সদস্যপদ লাভ করে জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।
মূল তথ্যসমূহ:
-
WHO-এর পূর্ণরূপ: World Health Organization
-
প্রতিষ্ঠাকাল: ৭ এপ্রিল, ১৯৪৮
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস
-
বর্তমান সদস্য দেশ: ১৯৪টি
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৬১টি
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: International Health Conference, জাতিসংঘের উদ্যোগে
-
WHO জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য এবং সদস্য দেশগুলোর জনস্বাস্থ্যের উন্নয়নে কাজ করে
সংগঠনের কার্যক্রম:
-
বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়নের জন্য সদস্য দেশগুলোর স্বাস্থ্য মন্ত্রণালয়, সরকারি স্বাস্থ্য সংস্থা, এনজিও এবং জনসাধারণের সাথে নিবিড়ভাবে কাজ করে
-
রোগ-বালাই, নতুন রোগ সংক্রমণ বা জরুরি স্বাস্থ্য ইস্যুতে নেতৃত্ব প্রদান
-
উদাহরণস্বরূপ COVID-19 মোকাবেলার প্রক্রিয়া:
-
৩১ ডিসেম্বর ২০১৯: চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা সংক্রমণ নিয়ে WHO-কে অবহিত করে চীনা সরকার
-
৩০ জানুয়ারি ২০২০: WHO বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে
-
১১ ফেব্রুয়ারি ২০২০: রোগের নামকরণ COVID-19 করা হয়
-
১১ মার্চ ২০২০: COVID-19 কে মহামারি (Pandemic) হিসেবে ঘোষণা করা হয়
-
বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ ২০২০, এবং প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ ২০২০
-
0
Updated: 1 month ago
Greenpeace International কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
Created: 1 month ago
A
১৯৭১ সালে
B
১৯৭২ সালে
C
১৯৭৩ সালে
D
১৯৭৫ সালে
Greenpeace International – সংক্ষিপ্ত নোট
-
প্রতিষ্ঠা: ১৯৭১ সালে, ভ্যাঙ্কুভার (ব্রিটিশ কলম্বিয়া, কানাডা)
-
সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস
-
ধরণ: আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন
ইতিহাস ও প্রেক্ষাপট
-
১৯৭১ সালে আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা প্রতিরোধ আন্দোলনের মধ্য দিয়ে সংগঠনটির জন্ম হয়।
-
এর সূচনায় ভূমিকা রাখেন: বব হান্টার, ডেভিড ম্যাকটেগার্ট, ডরোথি স্টোয়ি, আরভিং স্টোয়ি প্রমুখ।
-
মূল সংগঠন ছিল Don't Make a Wave Committee (১৯৬৯), যা ১৯৭১ সালে Greenpeace নামে পরিচিতি পায়।
উদ্দেশ্য ও কার্যক্রম
-
পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নিশ্চিত করা।
-
পারমাণবিক শক্তির ব্যবহার ও বোমা পরীক্ষা বন্ধে প্রচারণা।
-
বৈশ্বিক পরিবেশ রক্ষা:
-
গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধ
-
অতিরিক্ত মৎস্য শিকার নিয়ন্ত্রণ
-
বাণিজ্যিক তিমি শিকার বন্ধ
-
বন উজাড় ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস রোধ
-
উৎস: Greenpeace International ওয়েবসাইট
0
Updated: 1 month ago
কে প্রথম 'গ্লোবাল ভিলেজ' ধারাটির উপস্থাপন করেন?
Created: 3 months ago
A
হার্বার্ট মার্শাল ম্যাকলুহান
B
রবার্ট কিংসলে
C
হেনরি জি. ম্যাকমিলান
D
ডব্লিউ জি. পেরি
গ্লোবাল ভিলেজ (Global Village):
‘গ্লোবাল ভিলেজ’ ধারণাটি প্রথম উপস্থাপন করেন কানাডীয় গণযোগাযোগ বিশেষজ্ঞ মার্শাল ম্যাকলুহান।
-
গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলতে বোঝায় এমন এক সমাজ, যেখানে পৃথিবীর সব মানুষ ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত থেকে একে অপরকে সেবা দেয়।
-
মার্শাল ম্যাকলুহান টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন এবং ‘দি মিডিয়াম ইজ দি মেসেজ’ ও ‘গ্লোবাল ভিলেজ’ ধারণার প্রবক্তা হিসেবে পরিচিত।
-
১৯৬২ সালে তাঁর বই The Gutenberg Galaxy: The Making of Typographic Man এবং ১৯৬৪ সালে Understanding Media গ্রন্থে তিনি ‘গ্লোবাল ভিলেজ’ ধারণা তুলে ধরেন।
-
তাঁর সময়ে ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তার ঘটে, যা সময় ও দূরত্বকে সংকুচিত করে পৃথিবীকে একটি গ্রামের মতো করে ফেলে।
-
তিনি এই প্রযুক্তির বিস্তৃতিকে ‘ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম’ (Electronic Nervous System) বলে আখ্যায়িত করেন, যা পৃথিবীকে গ্লোবাল ভিলেজে রূপান্তরিত করেছে।
0
Updated: 3 months ago
কোন সংস্থাটি বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপাচার করে?
Created: 1 month ago
A
সেইভ দ্যা চিলড্রেন
B
কেয়ার
C
অক্সফাম
D
স্মাইল ট্রেন
স্মাইল ট্রেন একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা, যা মূলত শিশুদের জন্য মানবিক স্বাস্থ্যসেবার কাজে নিবেদিত। সংস্থাটি জন্মগত ঠোঁট ও তালুকাটা সমস্যায় আক্রান্ত শিশুদের জন্য বিনামূল্যে অস্ত্রোপচার ও চিকিৎসা সেবা প্রদান করে থাকে।
-
এটি একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা।
-
বিশ্বব্যাপী শিশুদের ঠোঁট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপচার করে থাকে।
-
সংস্থাটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
-
এটি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা।
0
Updated: 1 month ago