জাতিসংঘের কোন সংস্থাটি করােনা ভাইরাসকে 'pandemic' ঘােষণা করেছে?
A
ECOSOC
B
FAO
C
WHO
D
HRC
উত্তরের বিবরণ
WHO বা World Health Organization জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যা বিশ্বব্যাপী জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করে। ৭ এপ্রিল, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত এবং এর মহাপরিচালক হলেন টেড্রোস আধানম গেব্রেইসাস।
সংস্থাটি ১৯৪টি সদস্য দেশের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। WHO-এর মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী স্বাস্থ্যসম্মত ও উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা। বাংলাদেশ ১৯৭২ সালে WHO-এর সদস্যপদ লাভ করে জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।
মূল তথ্যসমূহ:
-
WHO-এর পূর্ণরূপ: World Health Organization
-
প্রতিষ্ঠাকাল: ৭ এপ্রিল, ১৯৪৮
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস
-
বর্তমান সদস্য দেশ: ১৯৪টি
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৬১টি
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: International Health Conference, জাতিসংঘের উদ্যোগে
-
WHO জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য এবং সদস্য দেশগুলোর জনস্বাস্থ্যের উন্নয়নে কাজ করে
সংগঠনের কার্যক্রম:
-
বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়নের জন্য সদস্য দেশগুলোর স্বাস্থ্য মন্ত্রণালয়, সরকারি স্বাস্থ্য সংস্থা, এনজিও এবং জনসাধারণের সাথে নিবিড়ভাবে কাজ করে
-
রোগ-বালাই, নতুন রোগ সংক্রমণ বা জরুরি স্বাস্থ্য ইস্যুতে নেতৃত্ব প্রদান
-
উদাহরণস্বরূপ COVID-19 মোকাবেলার প্রক্রিয়া:
-
৩১ ডিসেম্বর ২০১৯: চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা সংক্রমণ নিয়ে WHO-কে অবহিত করে চীনা সরকার
-
৩০ জানুয়ারি ২০২০: WHO বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে
-
১১ ফেব্রুয়ারি ২০২০: রোগের নামকরণ COVID-19 করা হয়
-
১১ মার্চ ২০২০: COVID-19 কে মহামারি (Pandemic) হিসেবে ঘোষণা করা হয়
-
বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ ২০২০, এবং প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ ২০২০
-
0
Updated: 1 month ago
জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়ােগ প্রতিবেদন প্রকাশ করে?
Created: 1 month ago
A
WTO
B
MIGA
C
World Bank
D
UNCTAD
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন বা UNCTAD হলো জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যা আন্তর্জাতিক বাণিজ্য, উন্নয়ন ও অর্থনৈতিক ন্যায্যতা প্রতিষ্ঠায় কাজ করে থাকে। এটি উন্নয়নশীল দেশগুলোকে বৈশ্বিক অর্থনীতিতে সমান সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।
-
পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development (জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন)
-
প্রতিষ্ঠা: ১৯৬৪ সালে
-
ধরন: জাতিসংঘের একটি বিশেষ সংস্থা
-
অবস্থান: জেনেভা, সুইজারল্যান্ড (সদরদপ্তর)
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৯৫
-
অধীনতা: জাতিসংঘের সাধারণ পরিষদ
-
মূল কার্যক্রম: উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও টেকসই উন্নয়নে সহায়তা করা এবং বৈশ্বিক অর্থনীতিতে ন্যায্যতা প্রতিষ্ঠা
-
গুরুত্বপূর্ণ প্রকাশনা: প্রতিবছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন (World Investment Report) প্রকাশ করে
উল্লেখযোগ্যভাবে, UNCTAD এর বিশ্ব বিনিয়োগ রিপোর্ট ২০২৩-এ জানানো হয়েছে যে উন্নয়নশীল দেশগুলো টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনের পথে একটি বড় বিনিয়োগ ঘাটতির মুখোমুখি হচ্ছে। ২০১৫ সালে এই ঘাটতি যেখানে ছিল প্রায় ২.৫ ট্রিলিয়ন ডলার, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ ট্রিলিয়ন ডলার প্রতি বছর।
UNCTAD প্রতিবছর আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে, যার মধ্যে রয়েছে:
-
The Trade and Development Report
-
The Trade and Environment Review
-
The World Investment Report
-
The Least Developed Countries Report
-
The Technology and Innovation Report
-
Digital Economy Report
0
Updated: 1 month ago
Greenpeace International কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
Created: 1 month ago
A
১৯৭১ সালে
B
১৯৭২ সালে
C
১৯৭৩ সালে
D
১৯৭৫ সালে
Greenpeace International – সংক্ষিপ্ত নোট
-
প্রতিষ্ঠা: ১৯৭১ সালে, ভ্যাঙ্কুভার (ব্রিটিশ কলম্বিয়া, কানাডা)
-
সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস
-
ধরণ: আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন
ইতিহাস ও প্রেক্ষাপট
-
১৯৭১ সালে আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা প্রতিরোধ আন্দোলনের মধ্য দিয়ে সংগঠনটির জন্ম হয়।
-
এর সূচনায় ভূমিকা রাখেন: বব হান্টার, ডেভিড ম্যাকটেগার্ট, ডরোথি স্টোয়ি, আরভিং স্টোয়ি প্রমুখ।
-
মূল সংগঠন ছিল Don't Make a Wave Committee (১৯৬৯), যা ১৯৭১ সালে Greenpeace নামে পরিচিতি পায়।
উদ্দেশ্য ও কার্যক্রম
-
পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নিশ্চিত করা।
-
পারমাণবিক শক্তির ব্যবহার ও বোমা পরীক্ষা বন্ধে প্রচারণা।
-
বৈশ্বিক পরিবেশ রক্ষা:
-
গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধ
-
অতিরিক্ত মৎস্য শিকার নিয়ন্ত্রণ
-
বাণিজ্যিক তিমি শিকার বন্ধ
-
বন উজাড় ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস রোধ
-
উৎস: Greenpeace International ওয়েবসাইট
0
Updated: 1 month ago
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল-
Created: 3 months ago
A
৪ এপ্রিল, ১৯৪৯
B
৩ জানুয়ারি, ১৯৫৪
C
২৬ মে ১৯৫৫
D
১ ফেব্রুয়ারি, ১৯৫৬
NATO (North Atlantic Treaty Organisation) হলো একটি আন্তর্জাতিক সামরিক সহযোগিতামূলক জোট, যা ৪ এপ্রিল ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে এই সংস্থা গঠিত হয় মূলত পশ্চিম ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে। প্রতিষ্ঠার সময় ১২টি দেশ ছিল এর সদস্য, আর বর্তমানে এটি ৩২টি দেশের সমন্বয়ে গঠিত।
NATO-এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত এবং বর্তমানে এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মার্ক রুট। মুসলিম দেশের মধ্যে আলবেনিয়া ও তুরস্ক এই জোটের সদস্য। সম্প্রতি সুইডেন ৩২তম সদস্য হিসেবে যোগদান করেছে।
এই সংস্থাটি একটি আন্তঃসরকারি সামরিক জোট, যা মূলত সদস্য দেশগুলোর সম্মিলিত প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। NATO-এর মূল আদর্শ বা স্লোগান হল "A mind unfettered in deliberation" অর্থাৎ অবাধ আলোচনা ও চিন্তার মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ।
NATO-এর প্রথম ইউরোপের বাইরে অনুষ্ঠিত মিশন হয়েছিল আফগানিস্তানে, ২০০৩ সালে।
উৎস: NATO-এর অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 3 months ago