A
রাশিয়া
B
ডেনমার্ক
C
সুইডেন
D
ইংল্যান্ড
উত্তরের বিবরণ
ফিনল্যান্ড উত্তর ইউরোপের নর্ডিক অঞ্চলে অবস্থিত এবং “হাজার হ্রদের দেশ” হিসেবে পরিচিত। দেশের প্রাকৃতিক দৃশ্য প্রধানত ঘন বন ও অসংখ্য হ্রদে পরিপূর্ণ। ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর হলো হেলসিঙ্কি, এবং দেশের পশ্চিম সীমান্ত সুইডেনের সাথে এবং পূর্ব সীমান্ত রাশিয়ার সাথে সংযোগযুক্ত। ইতিহাস অনুযায়ী, ১৮০৯ সালের পূর্ব পর্যন্ত ফিনল্যান্ড দীর্ঘ সময় সুইডেনের উপনিবেশ ছিল এবং সেই সময় সুইডেন ফিনল্যান্ডকে তাদের উপনিবেশ হিসেবে ব্যবহার করতো। ফিনল্যান্ডের আইনসভা এডুসকুন্টা নামে পরিচিত।
উল্লেখযোগ্য তথ্য:
-
কয়েক হাজার বছর আগে ফিনল্যান্ড সম্পূর্ণ বরফে ঢাকা ছিল।
-
বরফের চাপে ভূমির স্থানে স্থানীয়ভাবে অবনমন ঘটে, যা হাজার হাজার হ্রদের সৃষ্টি করেছে।

0
Updated: 20 hours ago
কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?
Created: 1 month ago
A
অছি পরিষদ
B
সাধারণ পরিষদ
C
নিরাপত্তা পরিষদ
D
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গসংস্থা
জাতিসংঘের কার্যক্রম পরিচালনার জন্য এর ছয়টি প্রধান অঙ্গসংস্থা রয়েছে। এরা হলো:
-
সাধারণ পরিষদ (General Assembly)
-
নিরাপত্তা পরিষদ (Security Council)
-
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council)
-
আন্তর্জাতিক বিচার আদালত (International Court of Justice)
-
অছি পরিষদ (Trusteeship Council)
-
জাতিসংঘ সচিবালয় (Secretariat)
নিরাপত্তা পরিষদ (UN Security Council)
-
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মোট ১৫ সদস্যের সমন্বয়ে গঠিত।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী পাঁচটি পরাশক্তি এই পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রয়েছে।
-
এই পাঁচটি দেশ হচ্ছে: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।
-
একত্রে এদের ‘পি-৫ (P-5)’ নামে ডাকা হয়।
-
নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতেই সাধারণ পরিষদ নতুন সদস্য রাষ্ট্রকে জাতিসংঘে অন্তর্ভুক্ত করে।
-
মহাসচিব নিয়োগ এবং আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক নির্বাচনের ক্ষেত্রেও নিরাপত্তা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
মহাসচিব নির্বাচন হয় নিরাপত্তা পরিষদের সুপারিশে এবং সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
-
জাতিসংঘ সনদের ২৩ নম্বর অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্যদের সম্পর্কে বিশদভাবে উল্লেখ রয়েছে।
অস্থায়ী সদস্য
-
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা নির্বাচিত হন দুই বছরের মেয়াদে।
-
বর্তমানে পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো:
-
২০২৪ সালের মেয়াদে: ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক, সুইজারল্যান্ড।
-
২০২৫ সালের মেয়াদে: আলজেরিয়া, গায়ানা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া।
উৎস: UN Security Council (আধিকারিক ওয়েবসাইট)
-

0
Updated: 1 month ago
কোন দেশের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট?
Created: 1 week ago
A
মিয়ানমার
B
চীন
C
সিঙ্গাপুর
D
ব্রুনাই
মিয়ানমার (বার্মা)
-
রাজধানী: নেপিদো
-
মুদ্রা: কিয়াট
-
প্রধান ভাষা: বার্মিজ
-
বর্তমান প্রেসিডেন্ট: মিন্ট সোয়ে
-
সীমান্ত রক্ষী বাহিনী: বর্ডার গার্ড পুলিশ (BGP)
-
আইনসভা: দ্বি-কক্ষ বিশিষ্ট
সংক্ষিপ্ত রাজনৈতিক ইতিহাস:
মিয়ানমার ১৯৬২ থেকে ২০১১ পর্যন্ত প্রায় ৪৭ বছর ধরে জান্তা শাসনের অধীনে ছিল। ২০১১ সালে সামরিক বাহিনী সীমিত ক্ষমতা দিয়ে বেসামরিক সরকারের হাতে নিয়ন্ত্রণ হস্তান্তর করে। ২০১৫ সালে অং সাং সু চি’র নেতৃত্বে এনএলডি দল নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। কিন্তু ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সাং সু চি ও তার সরকার উৎখাত হয়।
আইনসভা কাঠামো:
মিয়ানমারের আইনসভা দুই কক্ষে বিভক্ত:
-
নিম্নকক্ষ: পিথু হুততাও
-
উচ্চকক্ষ: অ্যামিয়োথা হুততাও
তুলনামূলক তথ্য:
চীন, সিঙ্গাপুর, ও ব্রুনাই-এর আইনসভা এককক্ষ বিশিষ্ট।
উৎস: Britannica

0
Updated: 1 week ago
ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Created: 1 week ago
A
ইস্টানা আইল্যান্ড
B
সেনার আয়ল্যান্ড
C
ম্যারিনা বে
D
সেন্তোসা
২০১৮ সালে অনুষ্ঠিত উত্তর কোরিয়া–যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলন, যাকে সাধারণভাবে সিঙ্গাপুর সামিট বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। এই শীর্ষ সম্মেলনটি ১২ জুন ২০১৮ তারিখে সিঙ্গাপুরের ক্যাপেলা হোটেল, সেন্টোসাতে অনুষ্ঠিত হয়।
উৎস: BBC

0
Updated: 1 week ago