এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
A
জিব্রাল্টার প্রণালী
B
বসফরাস প্রণালী
C
বাব এল মান্দেব প্রণালী
D
বেরিং প্রণালী
উত্তরের বিবরণ
বাব এল-মান্দেব প্রণালী একটি গুরুত্বপূর্ণ জলপথ যা এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে এবং ভারত মহাসাগর, লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে সংযোগ স্থাপন করে। এটি আরব উপদ্বীপের ইয়েমেন এবং আফ্রিকার জিবুতি, ইরিত্রিয়া ও সোমালিয়ার মধ্যে অবস্থান করছে।
-
বাব এল-মান্দেব প্রণালী আরবি ভাষায় বাব আল-মান্দব নামে পরিচিত, যার অর্থ 'কান্নার দ্বার'।
-
প্রণালীটি ৩২ কিমি প্রশস্ত এবং পেরিম দ্বীপ দ্বারা দুটি চ্যানেলে বিভক্ত।
-
পশ্চিম চ্যানেলটি ২৬ কিমি প্রশস্ত,
-
পূর্ব চ্যানেলটি ৩ কিমি প্রশস্ত।
-
-
সুয়েজ খালের সঙ্গে সংযুক্ত থাকায় এটি ভূমধ্যসাগর ও পূর্ব এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ রচনা করে।
অন্যান্য প্রধান প্রণালীসমূহের মধ্যে:
-
জিব্রাল্টার প্রণালী আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে।
-
বেরিং প্রণালী এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে।
-
বসফরাস প্রণালী এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে।
0
Updated: 1 month ago
কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
Created: 2 months ago
A
১৭৮৯
B
১৭৯১
C
১৭৯৫
D
১৮০০
ফরাসি বিপ্লব (১৭৮৯-১৭৯৯)
-
ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনীতি, সমাজ ও চিন্তার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করে।
-
এর মূল স্লোগান ছিল "স্বাধীনতা, সাম্য, মৈত্রী"।
-
১৭৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে জনগণ রাজতন্ত্রের দমননীতির প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করলে বিপ্লব শুরু হয়।
-
বিপ্লব প্রায় ১০ বছর ধরে চলে এবং ১৭৯৯ সালে শেষ হয়।
অতিরিক্ত তথ্য
-
বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
-
ফরাসি বিপ্লবের অনুপ্রেরণার পেছনে লেখনীর মাধ্যমে বড় ভূমিকা রেখেছিলেন রুশো ও ভলতেয়ার।
-
নেপোলিয়ন বোনাপার্টকে বলা হয় "ফরাসি বিপ্লবের শিশু"।
উৎস: Britannica.
0
Updated: 2 months ago
বাংলাদেশ সদস্য নয় :
Created: 3 weeks ago
A
ILO
B
SAARC
C
NATO
D
BIMSTEC
বাংলাদেশ কূটনৈতিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একটি পুরস্কার প্রবর্তন করেছে, যা প্রথমবার দেওয়া হয় মুজিববর্ষ ২০২০ উপলক্ষে। এই পুরস্কার মূলত কূটনৈতিক কর্মকাণ্ডে অসামান্য সাফল্য দেখানো কূটনীতিকদের জন্য।
-
২০২০ সালে প্রবর্তিত এই পুরস্কারের প্রথম নাম ছিল বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স।
-
পরে নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স (Bangabandhu Medal for Diplomatic Excellence) রাখা হয়।
-
পুরস্কারটি প্রদান করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
প্রতি বছর একজন বাংলাদেশি কূটনীতিক এবং বাংলাদেশে কর্মরত একজন বিদেশি কূটনীতিককে এ পদক দেওয়া হবে।
-
২০২২ সালে এই পুরস্কারটি লাভ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি।
0
Updated: 3 weeks ago
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
Created: 2 months ago
A
৮০ বিলিয়ন ডলার
B
১০০ বিলিয়ন ডলার
C
১৫০ বিলিয়ন ডলার
D
২০০ বিলিয়ন ডলার
গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund)
গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF) গঠিত হয় ২০১০ সালে, যার মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলিকে সহায়তা করা।
ফান্ডটির মাধ্যমে এসব দেশকে অর্থ সহায়তা প্রদান করা হয় যাতে তারা কার্বন নির্গমন কমাতে পারে এবং জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলা করতে সক্ষম হয়।
ফান্ডটি প্রথম ঘোষণা করা হয় মেক্সিকোর ক্যানকুনে অনুষ্ঠিত COP-16 সম্মেলনে, যেখানে বিশ্বের নেতারা বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতি সম্মতি জানায়। সম্মেলনের সময়, দরিদ্র দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।
সদর দফতর: ইনচন, দক্ষিণ কোরিয়া।
উৎস: Green Climate Fund ওয়েবসাইট
0
Updated: 2 months ago