ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
A
রাশিয়া
B
ডেনমার্ক
C
সুইডেন
D
ইংল্যান্ড
উত্তরের বিবরণ
ফিনল্যান্ড উত্তর ইউরোপের নর্ডিক অঞ্চলে অবস্থিত এবং “হাজার হ্রদের দেশ” হিসেবে পরিচিত। দেশের প্রাকৃতিক দৃশ্য প্রধানত ঘন বন ও অসংখ্য হ্রদে পরিপূর্ণ। ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর হলো হেলসিঙ্কি, এবং দেশের পশ্চিম সীমান্ত সুইডেনের সাথে এবং পূর্ব সীমান্ত রাশিয়ার সাথে সংযোগযুক্ত। ইতিহাস অনুযায়ী, ১৮০৯ সালের পূর্ব পর্যন্ত ফিনল্যান্ড দীর্ঘ সময় সুইডেনের উপনিবেশ ছিল এবং সেই সময় সুইডেন ফিনল্যান্ডকে তাদের উপনিবেশ হিসেবে ব্যবহার করতো। ফিনল্যান্ডের আইনসভা এডুসকুন্টা নামে পরিচিত।
উল্লেখযোগ্য তথ্য:
-
কয়েক হাজার বছর আগে ফিনল্যান্ড সম্পূর্ণ বরফে ঢাকা ছিল।
-
বরফের চাপে ভূমির স্থানে স্থানীয়ভাবে অবনমন ঘটে, যা হাজার হাজার হ্রদের সৃষ্টি করেছে।
0
Updated: 1 month ago
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা-
Created: 2 months ago
A
২
B
৩
C
৪
D
১
ভারতের প্রধানমন্ত্রী
-
নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
-
তার শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শুধুমাত্র মরিশাসের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।
-
নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি (BJP) থেকে নির্বাচিত হন এবং তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী।
ভারত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
-
ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ।
-
রাজধানী: নয়া দিল্লি।
-
মুদ্রা: ভারতীয় রুপি।
-
প্রধান নদী: গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র।
-
১৯৪৭ সালে ভারত দুইভাগে বিভক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়: হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান।
-
২৬ জানুয়ারি ১৯৫০ সালে ভারতীয় সংবিধান কার্যকর হয়। তাই এই দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।
-
২১ এপ্রিলকে সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালন করা হয়।
উৎস: টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট, নরেন্দ্র মোদী ওয়েবসাইট, Britannica.
0
Updated: 2 months ago
ক্ষুদ্রতম মহাদেশ :
Created: 3 weeks ago
A
অস্ট্রেলিয়া
B
ইউরোপ
C
আফ্রিকা
D
দক্ষিণ আমেরিকা
বিশ্বের বিভিন্ন মহাদেশের আয়তন এবং অস্ট্রেলিয়ার বিশেষত্ব
বিশ্বের মহাদেশগুলো আয়তন অনুযায়ী বিভিন্ন এবং প্রতিটি মহাদেশের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। নিচে Word Atlas অনুযায়ী মহাদেশগুলোর আয়তন তালিকাভুক্ত করা হলো:
-
এশিয়া (Asia) - ৪৪,৫৭৯,০০০ বর্গকিলোমিটার। এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এবং সবচেয়ে বেশি জনসংখ্যার অধিকারী।
-
আফ্রিকা (Africa) - ৩০,৩৭০,০০০ বর্গকিলোমিটার। আফ্রিকা তার বৈচিত্র্যপূর্ণ জলবায়ু ও প্রাকৃতিক সম্পদের জন্য পরিচিত।
-
উত্তর আমেরিকা (North America) - ২৪,৭০৯,০০০ বর্গকিলোমিটার। এখানে বিভিন্ন দেশের মধ্যে বৈচিত্র্যময় ভূ-প্রকৃতি রয়েছে।
-
দক্ষিণ আমেরিকা (South America) - ১৭,৮৪০,০০০ বর্গকিলোমিটার। অ্যামাজন রেইনফরেস্ট এবং বড় নদী যেমন অ্যামাজন রিভার এই মহাদেশকে বিশেষ করেছে।
-
এন্টার্কটিকা (Antarctica) - ১৪,২০০,০০০ বর্গকিলোমিটার। পৃথিবীর শীতলতম মহাদেশ, যা প্রায় সম্পূর্ণ বরফে ঢাকা।
-
ইউরোপ (Europe) - ১০,১৮০,০০০ বর্গকিলোমিটার। ইউরোপ তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত।
-
অস্ট্রেলিয়া (Australia) - ৮,৫২৫,৯৮৯ বর্গকিলোমিটার। Australia is the world’s smallest continent and the second least populated.
অস্ট্রেলিয়ার বিশেষ কিছু তথ্য:
-
অস্ট্রেলিয়া মহাদেশকে কখনো কখনো Oceania নামেও বলা হয়। This term is used to differentiate the region from the country of Australia, but Oceania itself is not a continent; it’s a continental grouping.
-
অস্ট্রেলিয়া হলো বিশ্বের একমাত্র দেশ যা একই সঙ্গে মহাদেশও বটে।
0
Updated: 3 weeks ago
জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
Created: 1 month ago
A
১১
B
১৫
C
১৭
D
২১
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) হলো ২০১৫ সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে নির্ধারিত একটি আন্তর্জাতিক কাঠামো, যা বিশ্বের সকল দেশের জন্য ২০৩০ সালের মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করতে গৃহীত হয়।
এর মূল নীতি হলো “Leaving no one behind”, অর্থাৎ কারও পিছনে ফেলা হবে না। এই লক্ষ্যমাত্রাগুলো বাস্তবায়নের জন্য ১৭টি প্রধান লক্ষ্য এবং ১৬৯টি নির্দিষ্ট টার্গেট নির্ধারণ করা হয়েছে।
এর মেয়াদকাল ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত এবং বাস্তবায়ন শুরু হয় ১ জানুয়ারি, ২০১৬ থেকে, যার শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০৩০।
এসডিজির ১৭টি মূল লক্ষ্যমাত্রা হলো:
-
দারিদ্র্য বিলোপ
-
ক্ষুধা মুক্তি
-
সুস্বাস্থ্য ও কল্যাণ
-
মানসম্মত শিক্ষা
-
লিঙ্গ সমতা
-
নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন
-
সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি
-
শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
-
শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
-
অসমতার হ্রাস
-
টেকসই নগর ও জনপদ
-
পরিমিত ভোগ ও উৎপাদন
-
জলবায়ু কার্যক্রম
-
জলজ জীবন
-
স্থলজ জীবন
-
শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
-
অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব
0
Updated: 1 month ago