আন্তর্জাতিক বিচার আদালত রােহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
A
৩টি
B
২টি
C
৫টি
D
৪টি
উত্তরের বিবরণ
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার করা মামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) ২৩ জানুয়ারি ২০২০ তারিখে মিয়ানমারের প্রতি চারটি অন্তর্বর্তী নির্দেশনা জারি করে।
এই মামলায় মিয়ানমারকে ২০২১ সালের ৩১ জুলাইয়ের মধ্যে তার পক্ষের বক্তব্য আদালতে পেশ করতে বলা হয়। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত সংক্রান্ত মূল তথ্যগুলো হলো:
-
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ) হলো জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
-
এটি ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে।
-
সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
-
বর্তমান প্রেসিডেন্ট: নওয়াফ সালাম।
-
বিচারক সংখ্যা: ১৫ জন।
-
বিচারক নির্বাচন করা হয় জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের মাধ্যমে, একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য, এবং আদালতের সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
-
এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধের জন্য রাষ্ট্র ও ব্যক্তিদের বিচার করতে সক্ষম।
0
Updated: 20 hours ago
'মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
Created: 3 weeks ago
A
বাংলাদেশ-মায়ানমার
B
মিয়ানমার-চীন
C
বাংলাদেশ-ভারত
D
ভারত-মায়ানমার
মংডু ও বাংলাদেশের সীমান্ত
-
মংডু:
মংডু হলো মায়ানমারের রাখাইন প্রদেশের একটি জেলা শহর, যা বাংলাদেশের কক্সবাজার জেলার সীমান্তে অবস্থিত। মংডু ও বাংলাদেশের টেকনাফ শহরকে আলাদা করেছে নাফ নদী। এছাড়া, টেকনাফ-মংডু সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্যও চলে। -
বাংলাদেশের সীমান্তজেলা:
বাংলাদেশের মোট ৩২টি জেলা সীমান্ত সংলগ্ন। এর মধ্যে:-
৩০টি জেলা ভারতের সঙ্গে সীমান্ত ভাগ করে।
-
৩টি জেলা (কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান) মায়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করে।
-
রাঙ্গামাটি জেলা বিশেষ, কারণ এটি একমাত্র জেলা যা ভারত ও মায়ানমার—দুই দেশের সাথেই সীমান্তযুক্ত।
-
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন, পত্রিকা রিপোর্ট।
0
Updated: 3 weeks ago
২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি?
Created: 1 week ago
A
জলবায়ু উষ্ণতা প্রতিরোধ তহবিল গড়ি
B
প্লাস্টিক (plastic) দূষণকে পরাজিত করি
C
সবুজ বিশ্ব গড়ে তুলি
D
জলবায়ু উষ্ণতাকে রুখে দেই
২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত বিশ্বের পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয়গুলি বিভিন্ন বছর অনুযায়ী আলাদা ছিল। সেগুলো হলো:
-
২০১৮: “প্লাস্টিক দূষণকে পরাস্ত করুন” – প্লাস্টিকের অপচয় ও দূষণ কমানো।
-
২০১৯: “Beat Air Pollution” – বায়ু দূষণ রোধের ওপর গুরুত্বারোপ।
-
২০২০: “Time for Nature” – প্রকৃতির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান।
-
২০২১: “Ecosystem Restoration” – ইকোসিস্টেম পুনরুদ্ধার।
-
২০২২: “Only One Earth” – একমাত্র পৃথিবী রক্ষার বার্তা।
-
২০২৩: “Solving Plastic Pollution” – পুনরায় প্লাস্টিক দূষণ মোকাবেলা।
-
২০২৪: “Restore Land, Stop Desertification; Achieve Drought Resilience” – ভূমি পুনরুদ্ধার ও খরা প্রতিরোধে সচেতনতা।
এই তথ্য UNEP (United Nations Environment Programme) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত।
0
Updated: 1 week ago
কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?
Created: 3 weeks ago
A
নাইজেরিয়া
B
ভারত
C
মালয়েশিয়া
D
তুরস্ক
ভারত D-8 দেশের মধ্যে নেই।
D-8 এর সংক্ষিপ্ত পরিচিতি:
-
পূর্ণরূপ: Developing Eight (উন্নয়নশীল আট দেশ)।
-
উদ্দেশ্য: মুসলিম বিশ্বের উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো।
-
প্রতিষ্ঠার সময়: ১৫ জুন ১৯৯৭।
-
প্রতিষ্ঠা ঘোষণা: ইস্তানবুল ডিক্লারেশন।
-
সদরদপ্তর: ইস্তানবুল, তুরস্ক।
-
সদস্য দেশ: শুরুতে ৮টি দেশ, বর্তমানে ৯টি দেশ।
-
সদস্যরা: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং আজারবাইজান।
-
উল্লেখযোগ্য: ডিসেম্বর ২০২৪-এ আজারবাইজান ৯ম সদস্য হিসেবে যোগ দিয়েছে।
-
-
বর্তমান মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
-
শীর্ষ সম্মেলন: প্রতি দুই বছর পর অনুষ্ঠিত হয়।
উৎস: Developing Eight ওয়েবসাইট।
0
Updated: 3 weeks ago