জাতিসংঘ নামকরণ করেন -
A
রুজভেল্ট
B
স্টালিন
C
চার্চিল
D
দ্যা গল
উত্তরের বিবরণ
জাতিসংঘ হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, যা শান্তি প্রতিষ্ঠা, সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন রাষ্ট্রের বিরোধ নিষ্পত্তিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। এ সংস্থার মূল তথ্য ও ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকগুলো নিচে দেওয়া হলো।
জাতিসংঘ
-
জাতিসংঘ (United Nations) একটি আন্তর্জাতিক সংস্থা।
-
সংস্থার সদর দফতর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
-
শাখা অফিস রয়েছে জেনেভা, ভিয়েনা ও নাইরোবিতে।
-
পৃথিবীর প্রায় প্রতিটি স্বাধীন দেশই এর সদস্য।
-
‘United Nations’ নামটির ধারণা দেন ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
-
আন্তর্জাতিক উত্তেজনা হ্রাস ও বিভিন্ন রাষ্ট্রের বিরোধ মীমাংসায় জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
-
যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ছিলেন তিনি এবং ১৯৩৩ থেকে ১৯৪৫ পর্যন্ত টানা ১২ বছর ক্ষমতায় ছিলেন।
-
তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি ৪ মেয়াদে নির্বাচিত হয়েছিলেন।
-
তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিংশ শতাব্দীর দুটি বড় সংকট—গ্রেট ডিপ্রেশন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ—অতিক্রম করে।
অতিরিক্ত তথ্য
-
যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারে তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ‘নিউ ডিল’ (New Deal) চালু করেন, যা ১৯৩৩ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত কার্যকর ছিল।
-
৭ ডিসেম্বর ১৯৪১ সালে জাপানের পার্ল হারবার আক্রমণের পর যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে।
-
তিনি ‘সৎ প্রতিবেশি নীতি’ (Good Neighbor Policy)-র প্রবক্তা ছিলেন, যা লাতিন আমেরিকান দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে পূর্বেকার হস্তক্ষেপমূলক নীতির বিকল্প হিসেবে গৃহীত হয়।
-
১৯৪২ সালের ১ জানুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি প্রথমবারের মতো ‘United Nations’ নামটি ব্যবহার করেন।
0
Updated: 1 month ago
কোন সম্মেলনে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়?
Created: 3 weeks ago
A
ইয়াল্টা সম্মেলন
B
পটসডাম সম্মেলন
C
সান ফ্রান্সিসকো সম্মেলন
D
ব্রেটন উডস সম্মেলন
সান ফ্রান্সিসকো সম্মেলন ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপনকারী ঐতিহাসিক সভা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি স্থায়ী শান্তিপূর্ণ বৈশ্বিক ব্যবস্থা গঠনের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল।
-
সম্মেলনের সময়কাল: ২৫ এপ্রিল থেকে ২৬ জুন, ১৯৪৫
-
স্থান: সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
পরিচিতি: জাতিসংঘ প্রতিষ্ঠা সম্মেলন (United Nations Conference on International Organization)
-
উপলব্ধি: এই সম্মেলনে জাতিসংঘ সনদ (UN Charter) স্বাক্ষরিত হয়।
সম্মেলনের মূল উদ্দেশ্য:
জাতিসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে এমন একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা, যা ভবিষ্যতে যুদ্ধ ও সংঘাত প্রতিরোধ করবে এবং বিশ্বে স্থায়ী শান্তি ও নিরাপত্তা রক্ষা করবে।
অংশগ্রহণকারী দেশ:
-
সম্মেলনে ৫০টি দেশ অংশ নেয় এবং তারা জাতিসংঘের সংবিধান বা চার্টার অনুমোদন করে।
-
এই দেশগুলোর অধিকাংশই ছিল মিত্রশক্তি (Allied Powers)-এর সদস্য।
-
উল্লেখযোগ্য অংশগ্রহণকারী দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন ও ফ্রান্স।
জাতিসংঘ প্রতিষ্ঠা ও স্বীকৃতি:
-
১৯৪৫ সালের ২৪ অক্টোবর, নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ অধিকাংশ প্রতিষ্ঠাতা রাষ্ট্র জাতিসংঘ সনদ অনুমোদন করে।
-
এর মাধ্যমেই জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
-
তাই ২৪ অক্টোবর দিনটি বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস (United Nations Day) হিসেবে পালিত হয়।
0
Updated: 3 weeks ago
জাতিসংঘ সনদ (UN Charter) স্বাক্ষরিত হয় কোন সালে?
Created: 1 month ago
A
১৯৪৫ সালে
B
১৯৫৫ সালে
C
১৯৩৯ সালে
D
১৯১৯ সালে
জাতিসংঘ সনদ (UN Charter) হলো জাতিসংঘের প্রতিষ্ঠাতা দলিল, যা আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও সহযোগিতার ভিত্তিতে রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক গড়ে তোলার জন্য গৃহীত।
-
স্বাক্ষর ও কার্যকর:
-
স্বাক্ষর: ২৬ জুন, ১৯৪৫
-
কার্যকর: ২৪ অক্টোবর, ১৯৪৫
-
-
সম্মেলন সম্পর্কিত তথ্য:
-
স্থান: সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী দেশ: ৫০টি দেশ
-
0
Updated: 1 month ago
সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে কয়টি দেশ অংশগ্রহণ করে?
Created: 3 months ago
A
২০
B
২৩
C
২১
D
২২
চিহ্নিত উত্তরটি ভুল
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: ভিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: ভিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল।
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।
উল্লেখ্য,
- ১৩তম আসর ভারতের মোট ১০টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- গুজরাটের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার।
- উদ্বোধন ও ফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে।
উৎস: ICC Cricket ওয়েবসাইট
0
Updated: 3 months ago