নিচের কোনটি বিসর্গ সন্ধি সাধিত শব্দ?
A
সম্মান
B
নিশ্চয়
C
ষষ্ঠ
D
সন্তাপ
উত্তরের বিবরণ
বিসর্গসন্ধি
সংজ্ঞা:
বিসর্গসন্ধি হলো সেই সন্ধি যেখানে শব্দের শেষে থাকা বিসর্গ (ঃ) বিভিন্ন প্রভাবে পরিবর্তিত হয় বা অপরিবর্তিত থাকে।
বিসর্গের প্রধান পরিবর্তন:
-
বিসর্গ বিদ্যমান থাকে:
-
মনঃ + কষ্ট = মনঃকষ্ট
-
অধঃ + পতন = অধঃপতন
-
বয়ঃ + সন্ধি = বয়ঃসন্ধি
-
-
বিসর্গ ‘ও’তে রূপান্তরিত হয়:
-
মনঃ + যোগ = মনোযোগ
-
তিরঃ + ধান = তিরোধান
-
তপঃ + বন = তপোবন
-
-
বিসর্গ ‘র্’ হয়:
-
নিঃ + আকার = নিরাকার
-
পুনঃ + মিলন = পুনর্মিলন
-
আশীঃ + বাদ = আশীর্বাদ
-
-
বিসর্গ শ/ষ/স্ হয়:
-
নিঃ + চয় = নিঃচয় / নিশ্চয়
-
দুঃ + কর = দুষ্কর
-
পুরঃ + কার = পুরস্কার
-
-
পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়:
-
নিঃ + রব = নীরব
-
নিঃ + রস = নীরস
-
নিঃ + রোগ = নীরোগ
-
0
Updated: 1 month ago
বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কী বলা হয়?
Created: 1 month ago
A
কারক
B
পদ
C
অক্ষর
D
প্রত্যয়
বাংলা ভাষার ব্যাকরণে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো সঠিকভাবে বোঝা জরুরি। নিচে সেগুলো সংক্ষেপে তুলে ধরা হলো।
-
পদ হলো বিভক্তিযুক্ত শব্দ। অর্থাৎ, কোনো শব্দে বিভক্তি যুক্ত হলেই তা পদ হিসেবে গণ্য হয়।
-
বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দেই বিভক্তি থাকে।
-
যেসব শব্দে বিভক্তি প্রকাশ পায় না, সেখানে শূন্য বিভক্তি বিদ্যমান থাকে। তাই বাক্যের প্রতিটি শব্দই পদ।
-
পদ প্রধানত দুই ধরনের হয়— সব্যয় পদ ও অব্যয় পদ।
-
কারক হলো ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক।
-
কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ও অনুসর্গ যোগ হয়।
-
অক্ষর (ইংরেজি নাম: syllable) হলো অল্প প্রয়াসে একবারে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। তাই একে শব্দাংশও বলা হয়।
-
প্রত্যয় হলো এমন কিছু অর্থহীন শব্দাংশ, যা শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে।
0
Updated: 1 month ago
নিচের কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
শশিভূষন
B
কুজ্ঝটীকা
C
ইন্দ্রীয়
D
দৌরাত্ম্য
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- শুদ্ধ বানান- দৌরাত্ম্য।
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ-
- দুরাত্মার কাজ, উৎপীড়ন, পাপাচার।
অন্যদিকে,
- ’শশিভূষন’ শব্দের শুদ্ধরূপ- শশিভূষণ।
- ’কুজ্ঝটীকা’ শব্দের শুদ্ধরূপ- কুজ্ঝটিকা।
- ’ইন্দ্রীয়’ শব্দের শুদ্ধরূপ- ইন্দ্রিয়।
0
Updated: 1 month ago
'কেউকেটা' বাগ্ধারার অর্থ কী?
Created: 1 month ago
A
বিশিষ্ট ব্যক্তি
B
নির্মম আত্মীয়
C
নীরস ও অনমনীয়
D
তোষামোদকারী
'কেউকেটা' বাগ্ধারার অর্থ হলো বিশিষ্ট ব্যক্তি। এর পাশাপাশি আরও কিছু বাগ্ধারা রয়েছে যেগুলোর ভিন্ন অর্থ রয়েছে।
-
কংস-মামা: নির্মম আত্মীয়
-
কাঠখোট্টা: নীরস ও অনমনীয়
-
খয়ের খাঁ: তোষামোদকারী
উৎস:
0
Updated: 1 month ago