A
নাইজেরিয়া
B
গাম্বিয়া
C
বাংলাদেশ
D
আলজেরিয়া
উত্তরের বিবরণ
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ)–এ মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে মামলা দায়ের করেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবু বকর মারি তামবাদু।
-
পূর্ণ নাম: ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
-
অবস্থান: সদরদপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে
-
প্রতিষ্ঠাকাল: ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত
-
কার্যক্রম শুরু: ১৯৪৬ সালে
-
বর্তমান প্রেসিডেন্ট: নওয়াফ সালাম
-
বিচারক সংখ্যা: ১৫ জন
-
বিচারক নির্বাচন: জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের মাধ্যমে নির্বাচিত
-
মেয়াদ: একজন বিচারক ৯ বছরের জন্য এবং একজন সভাপতি ৩ বছরের জন্য নির্বাচিত হন
-
কার্যক্ষেত্র: এই আদালত মূলত রাষ্ট্রসমূহের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে। এছাড়াও গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধের বিষয়ে রায় প্রদান করে।

0
Updated: 21 hours ago
বিশ্ব প্রাণী দিবস হচ্ছে-
Created: 3 weeks ago
A
৪ অক্টোবর
B
২৩ অক্টোবর
C
২৯ জুন
D
১১ ফেব্রুয়ারি
বিশ্ব ও আন্তর্জাতিক দিবসসমূহ
-
বিশ্ব প্রাণী দিবস – ৪ অক্টোবর।
বিশ্ব প্রাণী দিবস প্রতি বছর ৪ অক্টোবর পালিত হয়। এদিন বিশ্বের বিভিন্ন দেশে পশু অধিকার ও তাদের কল্যাণের জন্য সচেতনতা বাড়ানো হয়। -
বিশ্ব বন দিবস – ২১ মার্চ।
বনের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে মানুষকে সচেতন করতে পালিত হয়। -
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস – ৩ মে।
সাংবাদিকতার স্বাধীনতা ও স্বচ্ছ তথ্যপ্রবাহ নিশ্চিত করার গুরুত্বকে তুলে ধরার জন্য পালন করা হয়। -
জাতীয় উৎপাদনশীলতা দিবস – ২ অক্টোবর।
দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পালিত হয়। -
বিশ্ব নারী দিবস – ৮ মার্চ।
নারী ক্ষমতায়ন, সমতা ও নারীর অধিকারকে সমর্থন জানাতে পালিত হয়। -
বিশ্ব তামাকমুক্ত দিবস – ৩১ মে।
তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য পালন করা হয়। -
বিশ্ব ধরিত্রী দিবস – ২২ এপ্রিল।
পরিবেশ সংরক্ষণ ও পৃথিবীর সম্পদের সুরক্ষার গুরুত্ব বোঝাতে পালিত হয়। -
বিশ্ব শিক্ষক দিবস – ৫ অক্টোবর।
শিক্ষকের ভূমিকা ও তাদের অবদানের স্বীকৃতি জানাতে পালন করা হয়। -
বিশ্ব তুলা দিবস – ৭ অক্টোবর।
তুলা শিল্প ও এর কৃষকদের অবদানের প্রতি গুরুত্ব আরোপ করতে পালন করা হয়। -
জাতীয় তামাকমুক্ত দিবস – ৯ অক্টোবর।
দেশে তামাকমুক্ত জীবনযাপনের জন্য মানুষকে সচেতন করতে পালিত হয়।
উৎস: ব্রিটানিকা, জাতিসংঘ ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago
১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল?
Created: 1 week ago
A
৫০
B
৫১
C
৪৮
D
৪৯
জাতিসংঘ (United Nations Organization)
জাতিসংঘ হলো বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা, যা জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
-
সনদ স্বাক্ষর: ২৬ জুন, ১৯৪৫
-
প্রতিষ্ঠা: ২৪ অক্টোবর, ১৯৪৫
-
স্বাক্ষরের স্থান: সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি দেশ (পোল্যান্ডকে অন্তর্ভুক্ত করে)
-
বিশেষ তথ্য: পোল্যান্ড সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলেন না, তবে ১৫ অক্টোবর সনদে স্বাক্ষর করায় প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গণ্য।
-
-
বর্তমান সদস্য: ১৯৩টি দেশ
-
সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান
-
মহাসচিব: আন্তোনিও গুতেরেস
-
সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
দাপ্তরিক ভাষা: ৬টি (ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ, আরবি)
-
কার্যকরী ভাষা: ২টি (ইংরেজি ও ফ্রেঞ্চ)
-
স্থায়ী পর্যবেক্ষক: ২টি (ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন)
সংক্ষিপ্ত বিবরণ:
১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত সান ফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থেকে জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন। সনদ কার্যকর হওয়ার মাধ্যমে ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। পোল্যান্ডসহ প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল ৫১টি।
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট

0
Updated: 1 week ago
জাতিসংঘের স্থায়ী সদস্য:
Created: 2 weeks ago
A
জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন
C
যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া
D
উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসলায়েল, চীন
জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদ
জাতিসংঘ (United Nations, UN)
-
বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা।
-
এটি পূর্বের জাতিপুঞ্জ (League of Nations) এর উত্তরসূরী।
-
সনদ স্বাক্ষর: ২৬ জুন ১৯৪৫, স্থান: সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র।
-
প্রতিষ্ঠা: ২৪ অক্টোবর ১৯৪৫।
-
প্রাথমিক সদস্য সংখ্যা: ৫১টি, বর্তমান সদস্য: ১৯৩টি।
-
সর্বশেষ যোগ হওয়া দেশ: দক্ষিণ সুদান।
-
সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
-
দাপ্তরিক ভাষা: ৬টি (ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ, আরবি)।
-
কার্যকরী ভাষা: ২টি (ইংরেজি ও ফ্রেঞ্চ)।
-
স্থায়ী পর্যবেক্ষক: ২টি (ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন)।
জাতিসংঘের প্রধান ৬টি অঙ্গসংস্থা:
-
সাধারণ পরিষদ (General Assembly)
-
নিরাপত্তা পরিষদ (Security Council)
-
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council)
-
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice)
-
তত্ত্বাবধায়ক পরিষদ (Trusteeship Council)
-
সচিবালয় (Secretariat)
নিরাপত্তা পরিষদ (UN Security Council)
-
মোট ১৫ সদস্য নিয়ে গঠিত।
-
স্থায়ী সদস্য: ৫টি দেশ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পরাশক্তি:
-
চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
-
এ পাঁচ দেশকে একত্রে P-৫ বলা হয়।
-
-
নিরাপত্তা পরিষদ নতুন সদস্যের জন্য সাধারণ পরিষদকে সুপারিশ করে।
-
মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগেও নিরাপত্তা পরিষদের সুপারিশ প্রয়োজন।
-
মহাসচিব নির্বাচিত হন নিরাপত্তা পরিষদের সুপারিশ এবং সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটে।
-
নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কিত নিয়ম জাতিসংঘ সনদ, ২৩ নং অনুচ্ছেদে উল্লেখ আছে।
অস্থায়ী সদস্য:
-
নির্বাচিত হয় ২ বছরের জন্য।
-
বর্তমান দশটি অস্থায়ী সদস্য:
-
২০২৪: ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক, সুইজারল্যান্ড
-
২০২৫: আলজেরিয়া, গায়ানা, কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া
-
উৎস: UN Security Council ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago