A
ভাষণ
B
কৃষক
C
ভাষা
D
আষাঢ়
উত্তরের বিবরণ
• 'ঋ' এবং ঋ কারের পর 'ষ' হয়।
যেমন-
- ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি, ইত্যাদি।
• কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়।
যেমন-
- ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি।

0
Updated: 21 hours ago
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
Created: 1 week ago
A
সংস্কৃত
B
আরবি
C
ফারসি
D
ইংরেজি
বাংলা ভাষায় সমাসের ব্যবহার সংস্কৃত ব্যাকরণের প্রভাবেই এসেছে। সমাস প্রাচীন সংস্কৃত ব্যাকরণে পাণিনির "অষ্টাধ্যায়ী" গ্রন্থে বিশেষভাবে আলোচিত হয়েছে।

0
Updated: 1 week ago
’অতীন্দ্রিয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 21 hours ago
A
অতী + ইন্দ্রিয়
B
অতি + ইন্দ্রিয়
C
অতি + ঈন্দ্রিয়
D
অতি + ইন্দ্রীয়
‘অতীন্দ্রিয়’ শব্দের সন্ধি বিশ্লেষণ
-
শব্দটি: অতীন্দ্রিয়
-
সন্ধি বিচ্ছেদ: অতি + ইন্দ্রিয় = অতীন্দ্রিয়
-
ধরনের সন্ধি: স্বরসন্ধি
স্বরসন্ধি সংজ্ঞা:
-
দুটি স্বরধ্বনির সংযোগ ঘটলে যে মিলন ঘটে তাকে স্বরসন্ধি বলে।
উদাহরণসমূহ:
-
অতি + ইন্দ্রিয় = অতীন্দ্রিয়
-
পরি + ঈক্ষা = পরীক্ষা
-
মরু + উদ্যান = মরূদ্যান
-
শুভ + ইচ্ছা = শুভেচ্ছা
-
সূর্য + উদয় = সূর্যোদয়
-
মহা + ঋষি = মহর্ষি
-
শীত + ঋত = শীতার্ত
-
জন + এক = জনৈক
-
বন + ওষধি = বনৌষধি
নোট:
-
স্বরসন্ধি মূলত ভাষার স্বরধ্বনির মিলনকে সহজ এবং স্বরবর্ণের সুরক্ষা বজায় রাখার জন্য ঘটে।

0
Updated: 21 hours ago
সারাংশ কোন পুরুষে লিখতে হয়?
Created: 5 days ago
A
উত্তম পুরুষ
B
প্রথম পুরুষ
C
মধ্যম পুরুষ
D
উপরের সবগুলো
সারাংশ প্রথম পুরুষে লিখতে হয়য়। সারাংশ এর ভাষা সহজ ও সাবলীল হওয়া দরকার। বাক্যের বক্তা যে বিশেষ্য বা সর্বনামের দ্বারা বক্তা ও শ্রোতার বাইরে অন্য কাওরে নির্দেশ করে, তাকে প্রথম পুরুষ বলে। প্রথম পুরুষ ব্যবহার করলে বাক্যের গঠন সহজ ও সাবলীল হয়। এই জন্য প্রথম পুরুষ ব্যবহার করা হয়।

0
Updated: 5 days ago