A
উঃ + শৃঙ্খল
B
উচ্ + চ্ঙ্খল
C
উৎ + শৃঙ্খল
D
উদ + শৃঙ্খল
উত্তরের বিবরণ
• ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি নিয়মে গঠিত সন্ধি:
- ৎ বা দ্ এবং পরে হ থাকলে দুইয়ে মিলে দ্ধ হয় এবং শ্ থাকলে দুইয়ে মিলে চ্ছ হয়।
যেমন:
- উৎ + হার = উদ্ধার,
- উৎ + হৃত = উদ্ধৃত,
- পদ্ + হতি = পদ্ধতি,
- তদ্ + হিত = তদ্ধিত,
- উৎ + শৃঙ্খল = উচ্ছৃঙ্খল, ইত্যাদি।

0
Updated: 21 hours ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 2 weeks ago
A
শান্তনা
B
সান্ত্বনা
C
সান্তনা
D
সান্তণা
বাংলা শব্দ সান্ত্বনা এসেছে সংস্কৃত শব্দ सान्त्वन (সান্ত্বন) থেকে। এর অর্থ হলো—মনের দুঃখ মোচন করার জন্য বলা বা করা সান্ত্বনামূলক কথা বা কাজ।
-
শান্তনা (ক) ❌ → ভুল, কারণ "শান্ত" থেকে এভাবে কোনো গ্রহণযোগ্য শব্দ গঠিত হয়নি।
-
সান্তনা (গ) ❌ → ভুল, কারণ এখানে "ত্ব" ধ্বনিটি বাদ পড়েছে।
-
সান্তণা (ঘ) ❌ → ভুল, এটি অপ্রচলিত ও অশুদ্ধ রূপ।
তাই শুদ্ধ বানান হলো “সান্ত্বনা”।

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি বিসর্গ সন্ধি সাধিত শব্দ?
Created: 20 hours ago
A
সম্মান
B
নিশ্চয়
C
ষষ্ঠ
D
সন্তাপ
বিসর্গসন্ধি
সংজ্ঞা:
বিসর্গসন্ধি হলো সেই সন্ধি যেখানে শব্দের শেষে থাকা বিসর্গ (ঃ) বিভিন্ন প্রভাবে পরিবর্তিত হয় বা অপরিবর্তিত থাকে।
বিসর্গের প্রধান পরিবর্তন:
-
বিসর্গ বিদ্যমান থাকে:
-
মনঃ + কষ্ট = মনঃকষ্ট
-
অধঃ + পতন = অধঃপতন
-
বয়ঃ + সন্ধি = বয়ঃসন্ধি
-
-
বিসর্গ ‘ও’তে রূপান্তরিত হয়:
-
মনঃ + যোগ = মনোযোগ
-
তিরঃ + ধান = তিরোধান
-
তপঃ + বন = তপোবন
-
-
বিসর্গ ‘র্’ হয়:
-
নিঃ + আকার = নিরাকার
-
পুনঃ + মিলন = পুনর্মিলন
-
আশীঃ + বাদ = আশীর্বাদ
-
-
বিসর্গ শ/ষ/স্ হয়:
-
নিঃ + চয় = নিঃচয় / নিশ্চয়
-
দুঃ + কর = দুষ্কর
-
পুরঃ + কার = পুরস্কার
-
-
পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়:
-
নিঃ + রব = নীরব
-
নিঃ + রস = নীরস
-
নিঃ + রোগ = নীরোগ
-

0
Updated: 20 hours ago
চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে?
Created: 1 week ago
A
২৩ নং পদ
B
২১ নং পদ
C
৩৪ নং পদ
D
৪৮ নং পদ
চর্যাপদ ও ২৩ নং পদ
চর্যাপদ:
বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র লিখিত নিদর্শন
অন্যান্য নাম: চর্যাচর্যবিনিশ্চয়, চর্যাগীতিকোষ, চর্যাগীতি
মোট ৫১টি পদ
প্রাপ্ত পদ: সাড়ে ৪৬টি
২৩ নং পদ:
খণ্ডিত আকারে পাওয়া গেছে
পাওয়া গেছে: ৬টি পদ
অনুপস্থিত: ৪টি পদ
রচয়িতা: ভুসুকুপা
অন্যান্য হারিয়ে যাওয়া পদসমূহ:
২৪, ২৫, ৪৮ নং পদও পাওয়া যায়নি
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago