নিচের কোন শব্দে ‘ণ’ এর ব্যবহার অশুদ্ধ?
A
ব্যাকরণ
B
দুর্ণিবার
C
উষ্ণ
D
উষ্ণ
উত্তরের বিবরণ
• ‘ণ’ এর ব্যবহার অশুদ্ধ - দুর্ণিবার।
• সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না।
- এরূপ ক্ষেত্রে ‘ন’ হয়।
- যেমন- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক ইত্যাদি।
অন্যদিকে,
- ঋ, র, ষ - এর পরে 'ণ' হয়।
যেমন:
- ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।
0
Updated: 1 month ago
"চৌকা > চৌকো" - কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
Created: 1 month ago
A
প্রগত স্বরসঙ্গতি
B
পরাগত স্বরসঙ্গতি
C
মধ্যগত স্বরসঙ্গতি
D
অন্যোন্য স্বরসঙ্গতি
স্বরসঙ্গতি:
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যথা-
• প্রগত স্বরসঙ্গতি:
আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- মুলা > মুলো;
- শিকা > শিকে;
- চৌকা > চৌকো;
- তুলা > তুলো।
• পরাগত স্বরসঙ্গতি:
অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- আখো > আখুয়া > এখো;
- দেশি > দিশি।
• মধ্যগত স্বরসঙ্গতি:
আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসঙ্গতি হয়।
যেমন:
- বিলাতি > বিলিতি।
• অন্যোন্য স্বরসঙ্গতি:
আদ্য ও অন্ত্য দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অন্যোন্য স্বরসঙ্গতি হয়।
যেমন:
- মোজা > মুজো।
0
Updated: 1 month ago
'দোয়াব' - বলতে কী বোঝায়?
Created: 3 weeks ago
A
দু বার ফল ধরে যে গাছে
B
দুবার বলা
C
দুই নদীর মধ্যবর্তী স্থান
D
দু ভাষা জানে যে
'দুই নদীর মধ্যবর্তী স্থান' কে এক কথায় বলা হয় দোয়াব। এ শব্দটি ভূগোল ও ভাষাবিজ্ঞানে সমানভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে নদী অববাহিকার বর্ণনায়। নিচে অনুরূপ কিছু একক শব্দের উদাহরণ দেওয়া হলো—
-
দু ভাষা জানে যে — দোভাষী
-
দুবার বলা — দ্বিরুক্তি
-
দু বার ফল ধরে যে গাছে — দোফলা
0
Updated: 3 weeks ago
‘শিরে-সংক্রান্তি’ বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
আসন্ন বিপদ
B
মাথা ব্যাথা
C
মহাবিপদ
D
মাথার বোঝা
'শিরে - সংক্রান্তি' বাগধারাটির অর্থ আসন্ন বিপদ। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ - আসন্ন বিপদ ও উপস্থিত মহাবিপদ। শিরঃপীড়া - শব্দের অর্থ মাথার যন্ত্রণা, মাথা ধরা।
0
Updated: 1 month ago