আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?
A
নাইজেরিয়া
B
গাম্বিয়া
C
বাংলাদেশ
D
আলজেরিয়া
উত্তরের বিবরণ
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ)–এ মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে মামলা দায়ের করেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবু বকর মারি তামবাদু।
-
পূর্ণ নাম: ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
-
অবস্থান: সদরদপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে
-
প্রতিষ্ঠাকাল: ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত
-
কার্যক্রম শুরু: ১৯৪৬ সালে
-
বর্তমান প্রেসিডেন্ট: নওয়াফ সালাম
-
বিচারক সংখ্যা: ১৫ জন
-
বিচারক নির্বাচন: জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের মাধ্যমে নির্বাচিত
-
মেয়াদ: একজন বিচারক ৯ বছরের জন্য এবং একজন সভাপতি ৩ বছরের জন্য নির্বাচিত হন
-
কার্যক্ষেত্র: এই আদালত মূলত রাষ্ট্রসমূহের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে। এছাড়াও গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধের বিষয়ে রায় প্রদান করে।
0
Updated: 1 month ago
'The lady with the Lamp' নামে পরিচিত-
Created: 1 month ago
A
হেলেন কেলার
B
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
C
মাদার তেরেসা
D
সরােজিনী নাইডু
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত এবং ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন এবং লন্ডনে ১৯১০ সালের ১৩ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি Lady with the Lamp নামে পরিচিত।
-
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইতালীয় নাগরিক ছিলেন।
-
১৮৬০ সালে তিনি লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অব নার্সিং নামে পরিচিত।
-
তিনি ক্রিমিয়ার যুদ্ধে (১৮৫৩–১৮৫৬) আহত সৈন্যদের চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখেন, দিনে কাজ করে রাতের বেলায় চিকিৎসা প্রদান করতেন।
-
এই অসাধারণ চিকিৎসা সেবার জন্য তাকে ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নামে সম্মানিত করা হয়।
-
১৮৮৩ সালে রানি ভিক্টোরিয়া তাকে ‘রয়েল রেডক্রস’ পদক প্রদান করেন।
-
১৯০৭ সালে তিনি প্রথম নারী হিসেবে ‘অর্ডার অব মেরিট’ খেতাব লাভ করেন।
-
১৯০৮ সালে লন্ডন নগরী তাকে ‘অনারারি ফ্রিডম’ উপাধি প্রদান করে।
0
Updated: 1 month ago
কোন দেশে সমুদ্র বন্দর নাই?
Created: 3 weeks ago
A
মালদ্বীপ
B
নেপাল
C
গ্রীস
D
ভেনেজুয়েলা
সমুদ্র বন্দরহীন দেশ বলতে বোঝায় সেই সব দেশ যাদের সরাসরি সমুদ্র সীমা নেই। এই ধরনের দেশগুলোকে স্থল বেষ্টিত দেশ (Landlocked country) বলা হয়, কারণ এরা সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্য করার জন্য অন্য দেশের বন্দরের উপর নির্ভরশীল।
-
এশিয়ার কিছু স্থল বেষ্টিত দেশ হলো:
-
আফগানিস্তান
-
আর্মেনিয়া
-
আজারবাইজান
-
ভুটান
-
তুর্কমেনিস্তান
-
কাজাখস্তান
-
কিরগিজস্তান
-
লাওস
-
মঙ্গোলিয়া
-
নেপাল
-
তাজিকিস্তান
-
উজবেকিস্তান
-
0
Updated: 3 weeks ago
United Nations Framework Convention on Climate Change-এর মূল আলােচ্য বিষয়-
Created: 1 month ago
A
জীবাশ্ম জ্বালানীর ব্যবহার নিয়ন্ত্রণ
B
গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন
C
সমুদ্রের উচ্চতা বৃদ্ধি
D
বৈশ্বিক মরুকরণ প্রক্রিয়া এবং বনায়ন
UNFCCC বা United Nations Framework Convention on Climate Change হলো জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত একটি বৈশ্বিক চুক্তি, যা মূলত জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ ও গ্রিনহাউজ গ্যাস নির্গমনের হার স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রতিষ্ঠিত। এই চুক্তি প্রথম সাক্ষরিত হয় ১৯৯২ সালে এবং ১৯৯৪ সালে কার্যকর হয়,
যার সদর দপ্তর বর্তমানে জার্মানির বন শহরে অবস্থিত। UNFCCC-এর অধীনে বিভিন্ন দেশ জলবায়ু সম্পর্কিত নীতি ও পরিকল্পনা নির্ধারণে অংশগ্রহণ করে।
-
সাক্ষরের স্থান: রিও ডি জেনেরিও, ব্রাজিল
-
সদর দপ্তর: বন, জার্মানি
-
সাক্ষরিত দেশ: ১৯৮টি
-
প্রাথমিক সম্মেলন: ১৯৯২ সালের ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন (UNCED) শীর্ষ সম্মেলনে
-
মূল লক্ষ্য: বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাস নির্গমনের হার এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে জলবায়ু ও মানবিক পরিবেশের ক্ষতি না হয়
-
Conference of the Parties (COP): UNFCCC-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ, যা প্রতিবছর অনুষ্ঠিত হয়ে কার্যক্রম পর্যবেক্ষণ, পর্যালোচনা ও নতুন জলবায়ু পরিকল্পনা গ্রহণ করে
-
সেক্রেটারিয়েটের ভূমিকা: UNFCCC-এর দপ্তরের প্রত্যক্ষ সহযোগিতায় ১৯৯৭ সালে কিয়োটো প্রটোকল এবং ২০১৫ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়
-
দপ্তর প্রতিষ্ঠা: ১৯৯২ সালে, প্রাথমিকভাবে সুইজারল্যান্ডের জেনেভায় (১৯৯২-১৯৯৫) এবং পরবর্তীতে জার্মানির বন শহরে স্থানান্তরিত।
0
Updated: 1 month ago