’অতীন্দ্রিয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
A
অতী + ইন্দ্রিয়
B
অতি + ইন্দ্রিয়
C
অতি + ঈন্দ্রিয়
D
অতি + ইন্দ্রীয়
উত্তরের বিবরণ
‘অতীন্দ্রিয়’ শব্দের সন্ধি বিশ্লেষণ
-
শব্দটি: অতীন্দ্রিয়
-
সন্ধি বিচ্ছেদ: অতি + ইন্দ্রিয় = অতীন্দ্রিয়
-
ধরনের সন্ধি: স্বরসন্ধি
স্বরসন্ধি সংজ্ঞা:
-
দুটি স্বরধ্বনির সংযোগ ঘটলে যে মিলন ঘটে তাকে স্বরসন্ধি বলে।
উদাহরণসমূহ:
-
অতি + ইন্দ্রিয় = অতীন্দ্রিয়
-
পরি + ঈক্ষা = পরীক্ষা
-
মরু + উদ্যান = মরূদ্যান
-
শুভ + ইচ্ছা = শুভেচ্ছা
-
সূর্য + উদয় = সূর্যোদয়
-
মহা + ঋষি = মহর্ষি
-
শীত + ঋত = শীতার্ত
-
জন + এক = জনৈক
-
বন + ওষধি = বনৌষধি
নোট:
-
স্বরসন্ধি মূলত ভাষার স্বরধ্বনির মিলনকে সহজ এবং স্বরবর্ণের সুরক্ষা বজায় রাখার জন্য ঘটে।
0
Updated: 1 month ago
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
Created: 1 month ago
A
আমি সাক্ষী দিব না।
B
একটা গোপনীয় কথা বলি।
C
এ কথা প্রমাণ হয়েছে।
D
অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
শুদ্ধ বাক্য: একটা গোপনীয় কথা বলি।
কিছু অশুদ্ধ ও শুদ্ধ বাক্যের উদাহরণ:
-
অশুদ্ধ: আমি সাক্ষী দিব না।
শুদ্ধ: আমি সাক্ষ্য দিব না। -
অশুদ্ধ: এ কথা প্রমাণ হয়েছে।
শুদ্ধ: এ কথা প্রমাণিত হয়েছে। -
অশুদ্ধ: অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
শুদ্ধ: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
(উৎস:
0
Updated: 1 month ago
'গরুর গাড়ি = গরুরগাড়ি' - এটি কোন তৎপুরুষ সমাসের উদাহরণ?
Created: 1 month ago
A
ষষ্ঠী তৎপুরুষ
B
দ্বিতীয় তৎপুরুষ
C
অলুক তৎপুরুষ
D
তৃতীয় তৎপুরুষ
বাংলা ব্যাকরণে অলুক তৎপুরুষ সমাস এমন সমাস যা কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না।
-
উদাহরণ:
-
তেলে ভাজা = তেলেভাজা
-
গরুর গাড়ি = গরুরগাড়ি
-
খেলার মাঠ = খেলারমাঠ
-
0
Updated: 1 month ago
সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম-
Created: 1 month ago
A
সমাস
B
সন্ধি
C
প্রকৃতি
D
কারক
• সন্ধি:
- সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি।
যেমন
- আশা + অতীত = আশাতীত।
- হিম + আলয় = হিমালয়।
• সন্ধির উদ্দেশ্য:
- সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা এবং
- ধ্বনিগত মাধুর্য সম্পাদন। যেমন- 'আশা' ও
- 'অতীত' উচ্চারণে যে আয়াস প্রয়োজন, 'আশাতীত' তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয়।
- সেরূপ 'হিম আলয়' বলতে যেরূপ শোনা যায়, 'হিমালয়' তার চেয়ে সহজে উচ্চারিত এবং শ্রুতিমধুর।
0
Updated: 1 month ago