'আরেক ফাল্গুন' উপন্যাসের রচয়িতা কে? 

Edit edit

A

জহির রায়হান 

B

সৈয়দ ওয়ালীউল্লাহ 

C

মানিক বন্দোপাধ্যায় 

D

সৈয়দ শামসুল হক

উত্তরের বিবরণ

img

 'আরেক ফাল্গুন' উপন্যাস:

জহির রায়হান রচিত ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটি বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন এবং ১৯৫৫ সালে ২১শে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতাকে ভিত্তি করে লেখা।

এই উপন্যাসে ১৯৪৮ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ভাষা আন্দোলন, জনতার সংগ্রাম, ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ এবং তাদের প্রেম-প্রণয়ের চিত্র তুলে ধরা হয়েছে।

উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬৮ সালে। এর বিখ্যাত সংলাপ: "আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।"


জহির রায়হান:

  • জন্ম: ১৯৩৫ সালে, ফেনী জেলার মজিপুর গ্রামে।
  • মূল নাম: মোহাম্মদ জহিরুল্লাহ।
  • তিনি ছিলেন একজন নিপুণ চলচ্চিত্র নির্মাতা ও শক্তিশালী কথাসাহিত্যিক।
  • তাঁর উপন্যাস ‘হাজার বছর ধরে’ এর জন্য তিনি আদমজী পুরস্কার লাভ করেন।


জহির রায়হানের উপন্যাসসমূহ:

  • শেষ বিকেলের মেয়ে
  • হাজার বছর ধরে
  • আরেক ফাল্গুন
  • বরফ গলা নদী
  • আর কত দিন
  • কয়েকটি মৃত্যু


তাঁর পরিচালিত চলচ্চিত্র:

  • Stop Genocide (প্রামাণ্যচিত্র)
  • Let There Be Light (ইংরেজি ভাষায়)
  • কাঁচের দেয়াল
  • বেহুলা
  • সঙ্গম
  • জীবন থেকে নেয়া


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD