A
মাইকেল মধুসূদন দত্ত
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
অমিয় চক্রবর্তী
D
বিষ্ণু দে
উত্তরের বিবরণ
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার। তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার সনেট প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।

0
Updated: 2 months ago
মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে-
Created: 2 months ago
A
মহাকাব্যে
B
নাটকে
C
পত্রকাব্যে
D
সনেটে
মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম
মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম তাঁর সনেট বা চতুর্দশপদী কবিতাবলিতে বিশেষভাবে প্রকাশ পেয়েছে। ‘বঙ্গভাষা’, ‘কপোতাক্ষ নদ’ ইত্যাদি কবিতায় তাঁর দেশপ্রেম প্রবলভাবে ফুটে উঠেছে।
মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সাহিত্যচর্চা:
-
জন্ম: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে, এক জমিদার পরিবারে।
-
পিতা: রাজনারায়ণ দত্ত, কলকাতার একজন প্রতিষ্ঠিত উকিল।
-
মাতা: জাহ্নবী দেবী।
-
শিক্ষা: মা জাহ্নবীর তত্ত্বাবধানে শুরু এবং পরবর্তীতে ১৮৩৩ সালে হিন্দু কলেজে ভর্তি হয়ে বাংলা, সংস্কৃত ও ফারসি ভাষা শেখেন।
-
সাহিত্যচর্চা শুরু: হিন্দু কলেজে অধ্যয়নের সময় থেকে কবিতা লিখতেন এবং তার রচনা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হতো যেমন — জ্ঞানান্বেষণ, Bengal Spectator, Literary Gleamer ইত্যাদি।
-
ধর্মান্তর: ১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি, ১৯ বছর বয়সে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন এবং তখন ‘মাইকেল’ শব্দটি তার নামের সঙ্গে যুক্ত হয়।
সাহিত্য অবদান:
-
বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাট্যকার ও সনেট প্রবর্তক।
-
অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রবর্তক ও প্রয়োগকারী, যা প্রথমবার ‘পদ্মাবতী’ নাটকে ব্যবহৃত হয়।
-
প্রথম অমিত্রাক্ষর ছন্দে রচিত কাব্যগ্রন্থ: তিলোত্তমাসম্ভব কাব্য।
-
প্রথম ইংরেজি কাব্যগ্রন্থ: দ্য ক্যাপটিভ লেডি।
-
বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী লেখক হিসেবে পরিচিত।
রচিত কাব্যগ্রন্থ:
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
রচিত নাটক:
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
-
মায়াকানন
রচিত প্রহসন:
-
একেই কি বলে সভ্যতা
-
বুড় সালিকের ঘাড়ে রোঁ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
সনেটের ক'টি অংশ?
Created: 1 week ago
A
একটি
B
দুটি
C
তিনটি
D
চারটি
সনেট (Sonnet):
সনেট এক ধরনের গীতিমূলক কবিতা, যা চৌদ্দটি চরণ ও প্রতিটি চরণে চৌদ্দ মাত্রা নিয়ে গঠিত হয়। এ ধরনের কবিতা "চতুর্দশপদী" নামেও পরিচিত।
একটি আদর্শ সনেট সাধারণত দুটি পর্বে বিভক্ত থাকে—প্রথম অংশটি অষ্টচরণ বিশিষ্ট, যাকে বলা হয় অষ্টক (Octave), এবং দ্বিতীয় অংশটি ছয় চরণ নিয়ে গঠিত, যাকে বলা হয় ষটক (Sestet)।
সনেট ধারার সূচনা করেন ইতালির প্রখ্যাত কবি পেত্রার্ক, যিনি এই কাব্যরূপের জনক হিসেবে পরিচিত। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত, যিনি প্রথম এই কাঠামোয় বাংলা কবিতা রচনা করেন।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 week ago
সনেট কবিতার প্রবর্তক কে?
Created: 5 days ago
A
দ্বিজেন্দ্র লাল রায়
B
রজনীকান্ত সেন
C
মাইকেল মধুসূদন দত্ত
D
অতুলপ্রসাদ সেন
বাংলা সনেটের প্রবর্তক: মাইকেল মধুসূদন দত্ত
বাংলা ভাষায় সনেট বা চতুর্দশপদী কবিতা লেখার সূচনা করেন মাইকেল মধুসূদন দত্ত।
তাঁর লেখা “চতুর্দশপদী কবিতাবলী”-ই বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন।
🔹 সনেটের ইতিহাস:
-
সনেট প্রথম তৈরি হয় ১৩শ শতকে ইতালিতে।
-
ইংল্যান্ডে এটি জনপ্রিয় করেন স্যার থমাস ওয়াইয়াট এবং হেনরি হাওয়ার্ড।
● মাইকেল মধুসূদন দত্ত
-
তিনি একজন বিখ্যাত কবি, নাট্যকার এবং মহাকবি।
-
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে, কপোতাক্ষ নদীর তীরে।
🔹 বাংলা সাহিত্যে তাঁর গুরুত্বপূর্ণ অবদান:
-
বাংলা সনেটের সূচনা করেন।
-
বাংলা অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
-
প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন নাটক ‘পদ্মাবতী’-তে (২য় অঙ্ক, ২য় গর্ভাঙ্কে)।
-
সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে লেখা প্রথম কাব্য: ‘তিলোত্তমাসম্ভব কাব্য’।
-
🔹 তাঁর প্রথম কাব্যগ্রন্থ:
-
‘The Captive Lady’ – এটি ইংরেজিতে লেখা।
● মাইকেলের ছদ্মনাম
-
Timothy Penpoem
-
দত্তকুলোদ্ভব কবি
-
A Native
● তাঁর রচিত কাব্য
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
● তাঁর রচিত নাটক
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
-
মায়াকানন
● রচিত প্রহসন (হাস্যরসাত্মক নাটক)
-
একেই কি বলে সভ্যতা
-
বুড়ো সালিকের ঘাড়ে রোঁ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর

0
Updated: 5 days ago