বাংলা বানানে ’ণত্ব বিধান’ কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য?
A
তদ্ভব শব্দে
B
দেশি শব্দে
C
বিদেশি শব্দে
D
তৎসম শব্দে
উত্তরের বিবরণ
ণত্ব বিধান:
- বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ণ ধ্বনির ব্যবহার নেই।
- বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয় না।
- কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন-এর ব্যবহার আছে।
- তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়।
- তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্য
0
Updated: 1 month ago
ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী – নিচের কোন নিয়মে হয়েছে?
Created: 2 months ago
A
আ + ঈ = এ
B
অ + ঈ = এ
C
আ + ই = এ
D
অ + ই = এ
এখানে, ঢাকা শব্দের শেষের আ এবং ঈশ্বরী শব্দের প্রথমের ঈ ধ্বনি মিলিত হয়ে এ ধ্বনিতে পরিবর্তিত হয়েছে, যার ফলে শব্দটি হয়েছে ঢাকেশ্বরী।
0
Updated: 2 months ago
’গোরা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
ঠাণ্ডা
B
চাপল
C
কালা
D
পাতলা
• ’গোরা’ শব্দের অর্থ- ফরসা, শ্বেতাঙ্গ।
- ’গোরা’ শব্দের বিপরীত শব্দ- ’কালা’।
অন্যদিকে,
- ’পাতলা’ শব্দের বিপরীত শব্দ- গাঢ়।
- ’ঠাণ্ডা’ শব্দের বিপরীত শব্দ- গরম।
- ’চাপল’ শব্দের বিপরীত শব্দ- গম্ভীর।
0
Updated: 1 month ago
প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় প্রকাশিত হয়?
Created: 2 weeks ago
A
বাংলা ভাষায়
B
ইংরেজি ভাষায়
C
ফরাসি ভাষায়
D
পর্তুগিজ ভাষায়
বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস শুরু হয় আঠারো শতকের মাঝামাঝি সময় থেকে। তখন বাংলা ভাষা ও সাহিত্য গঠনের প্রাথমিক ধাপ চলছিল। ধীরে ধীরে বিভিন্ন ভাষায় রচিত ব্যাকরণগ্রন্থের মাধ্যমে বাংলা ব্যাকরণের ভিত্তি প্রতিষ্ঠিত হয়।
প্রথম পর্যায়
-
প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে।
-
এটি পর্তুগিজ ভাষায় রচিত হয়, লেখক ছিলেন মনোএল দা আসসুম্পসাঁউ।
-
তিনি তাঁর বাংলা-পর্তুগিজ অভিধানের ভূমিকাংশ হিসেবে এই ব্যাকরণ রচনা করেছিলেন।
ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ
-
১৭৭৮ সালে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত A Grammar of the Bengal Language প্রকাশিত হয়।
-
এটি ইংরেজি ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ হিসেবে পরিচিত।
-
পরবর্তীতে ১৮০১ সালে উইলিয়াম কেরি রচনা করেন A Grammar of the Bengalee Language।
-
এই গ্রন্থটির বঙ্গানুবাদ করেন জন রবিনসন ১৮৪৬ সালে।
বাংলা ভাষায় রচিত ব্যাকরণ
-
১৮৩৩ সালে রামমোহন রায় রচনা করেন গৌড়ীয় ব্যাকরণ।
-
এটি বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ হিসেবে স্বীকৃত।
0
Updated: 2 weeks ago