A
I enjoy reading books.
B
Although it was raining, we went out.
C
She runs every morning.
D
They play football on weekends.
উত্তরের বিবরণ
• Subordinate Clause:
- যে Clause এ একটি subject & একটি Finite verb থাকার পরেও পূর্ণ অর্থ প্রকাশের জন্যে Principal Clause এর উপর নির্ভরশীল তাকে Subordinate Clause বলে।
• Subordinate Clause তিন প্রকার। যথা-
1. Noun Clause.
2. Adjective Clause.
3. Adverbial Clause.
• Subordinate Clause সাধারণত নিম্নলিখিত Word গুলো দিয়ে আরম্ভ হয়;
- Who, When, How, Where, Which, If, As, Although, That, Why, So that, In order that, Whom, Hardly, Scarcely, Barely, No sooner,
• যদি Although it was raining; এই clause টি একা বা স্বাধীনভাবে কোথাও ব্যবহার করা হয় তাহলে তা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না।
- অর্থ প্রকাশের জন্য অন্য একটি Principal Clause এর উপর এটি নির্ভরশীল। যেখানে we went out. ব্যবহার করলে অর্থ প্রকাশ করছে।
- তাই এটি একটি Subordinate Clause.
• বাকি অপশনসমূহ প্রত্যেকটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে; তাই এরা Principal Clause.

0
Updated: 22 hours ago
I met the man who helped me yesterday.
The underlined part is an example of -
Created: 22 hours ago
A
Independent Clause
B
Noun Clause
C
Subordinate Clause
D
Principal Clause
Subordinate Clause
সংজ্ঞা:
যে Clause-এ একটি Subject এবং একটি Finite Verb থাকা সত্ত্বেও পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না এবং অর্থ সম্পূর্ণ করার জন্য Principal Clause-এর উপর নির্ভরশীল থাকে তাকে Subordinate Clause বলে।
Subordinate Clause-এর প্রকারভেদ:
Subordinate Clause সাধারণত তিন প্রকার—
-
Noun Clause → Principal Clause-এ Noun-এর কাজ করে।
-
Example: I know that he is honest.
(এখানে that he is honest একটি Noun Clause, কারণ এটি I know বাক্যের Object হিসেবে ব্যবহৃত হয়েছে।)
-
-
Adjective Clause → Principal Clause-এর কোনো Noun বা Pronoun-কে বিশেষণ হিসেবে বর্ণনা করে।
-
Example: The boy who helped me yesterday is my friend.
(এখানে who helped me yesterday একটি Adjective Clause, যা The boy কে বর্ণনা করছে।)
-
-
Adverbial Clause → Principal Clause-এর Verb, Adjective বা Adverb-কে বিশেষণ করে, এবং সাধারণত সময়, কারণ, উদ্দেশ্য, শর্ত, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।
-
Example: He went home because he was tired.
(এখানে because he was tired একটি Adverbial Clause, যা কারণ প্রকাশ করছে।)
-
Subordinate Clause সাধারণত যে Word গুলো দিয়ে শুরু হয়:
-
Who, Whom, Which, That, When, Where, Why, How, If, Although, As, So that, In order that, Hardly, Scarcely, Barely, No sooner ইত্যাদি।
উদাহরণ বিশ্লেষণ:
-
who helped me yesterday → এখানে Subject (who) ও Finite Verb (helped) আছে, কিন্তু বাক্যটি একা পূর্ণ অর্থ প্রকাশ করছে না।
-
অর্থ সম্পূর্ণ করতে হলে Principal Clause যেমন I met the man যুক্ত করতে হয় → I met the man who helped me yesterday.
-
তাই who helped me yesterday হলো একটি Subordinate Clause, বিশেষ করে এটি একটি Adjective Clause কারণ এটি the man কে বর্ণনা করছে।
আপনি চাইলে আমি প্রতিটি Clause-এর জন্য বাংলায়ও আলাদা উদাহরণ তৈরি করে দিতে পারি কি?

0
Updated: 22 hours ago
I'd love to come, only I have to work. Here, 'only' is -
Created: 5 days ago
A
Noun
B
Adjective
C
Preposition
D
Conjunction
ব্যাখ্যা
Only (conjunction):
-
English meaning: except that; but
-
Bangla meaning: শুধুমাত্র; কিন্তু
-
দুটি independent clause যুক্ত করতে ব্যবহৃত হয়, যেখানে প্রথমটিতে কোনো ইচ্ছা বা সম্ভাবনা থাকে এবং দ্বিতীয়টিতে সেই ইচ্ছাকে সীমিত বা বাধাগ্রস্ত করে।
Example (Oxford Dictionary অনুযায়ী):
-
I'd love to come, only I have to work.
-
It tastes like chicken, only stronger.

0
Updated: 5 days ago
Once celebrated for her ethical journalism, she was now accused of writing _____ articles to appease corporate sponsors.
Created: 3 days ago
A
didactic
B
erudite
C
sycophantic
D
trenchant
• Complete sentence:
Once celebrated for her ethical journalism, she was now accused of writing sycophantic articles to appease corporate sponsors.
-
Bangla meaning: একসময় তার নীতিবান সাংবাদিকতার জন্য বিখ্যাত হলেও, এখন তার বিরুদ্ধে কর্পোরেট পৃষ্ঠপোষকদের খুশি করার জন্য চাটুকারপূর্ণ প্রবন্ধ লেখার অভিযোগ আনা হচ্ছে।
• Given options:
-
ক) didactic — শিক্ষামূলক; নীতিমূলক
-
খ) erudite — (আনুষ্ঠানিক) পাণ্ডিত্যপূর্ণ
-
গ) sycophantic — মোসাহেবি; চাটুকারপূর্ণ; তোষামোদি
-
ঘ) trenchant — (ভাষা) প্রবল; তীক্ষ্ণ ও মর্মভেদী
-
ঙ) impudent — বেহায়া; ধৃষ্ট; নির্লজ্জ
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — গ) sycophantic
-
কারণ বাক্যটি সাংবাদিকের পূর্বের নীতিগত খ্যাতির সাথে "কর্পোরেট স্পনসরদের খুশি করার" জন্য নিবন্ধ লেখার তার বর্তমান আচরণের তুলনা করে।
-
Sycophantic means obsequiously flattering or excessively praiseful to gain favor—perfectly describing unethical writing to please sponsors.
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 3 days ago