’উচ্ছৃঙ্খল’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
A
উঃ + শৃঙ্খল
B
উচ্ + চ্ঙ্খল
C
উৎ + শৃঙ্খল
D
উদ + শৃঙ্খল
উত্তরের বিবরণ
• ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি নিয়মে গঠিত সন্ধি:
- ৎ বা দ্ এবং পরে হ থাকলে দুইয়ে মিলে দ্ধ হয় এবং শ্ থাকলে দুইয়ে মিলে চ্ছ হয়।
যেমন:
- উৎ + হার = উদ্ধার,
- উৎ + হৃত = উদ্ধৃত,
- পদ্ + হতি = পদ্ধতি,
- তদ্ + হিত = তদ্ধিত,
- উৎ + শৃঙ্খল = উচ্ছৃঙ্খল, ইত্যাদি।
0
Updated: 1 month ago
'তরঙ্গিত' কোন ধরনের প্রত্যয় সাধিত শব্দ?
Created: 1 month ago
A
বিদেশি তদ্ধিত প্রত্যয়
B
সংস্কৃত কৃৎ প্রত্যয়
C
বাংলা কৃৎ প্রত্যয়
D
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
কয়েকটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় হলো:
• ইল্-প্রত্যয়: উপকরণজাত বিশেষণ গঠনে-
- পঙ্ক + ইল্ = পঙ্কিল,
- ঊর্মি + ইল্ = ঊর্মিল,
- ফেন + ইল্ = ফেনিল।
• ইত-প্রত্যয়: উপকরণজাত বিশেষণ গঠনে-
- কুসুম + ইত = কুসুমিত,
- তরঙ্গ + ইত = তরঙ্গিত,
- কণ্টক + ইত = কণ্টকিত।
• ইমন্-প্রত্যয়: বিশেষ্য গঠনে-
- নীল + ইমন = নীলিমা।
- মহৎ + ইমন = মহিমা।
উৎস:
0
Updated: 1 month ago
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়-
Created: 2 months ago
A
কার
B
অণু
C
ফলা
D
রেফ
কারবর্ণঃ স্বরবর্ণের ১০টি ছোট রূপ আছে, যেগুলোকে বলা হয় সংক্ষিপ্ত স্বর বা কারবর্ণ। এই কারবর্ণগুলো হলো—
া, ি, ী, ু, ূ, ৃ, ে, ৈ, ো, ৌ
কারবর্ণের বৈশিষ্ট্য
-
কারবর্ণ একা ব্যবহার হয় না।
-
এগুলো ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়— কখনো আগে, পরে, উপরে বা নিচে।
-
কোনো ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হসন্তচিহ্ন না থাকলে, ধরে নেওয়া হয় সেখানে [অ] স্বর যুক্ত আছে।
অনুবর্ণঃ অনুবর্ণ হলো ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপ।
উদাহরণ:
-
ফলা
-
রেফ
-
বর্ণসংক্ষেপ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
0
Updated: 2 months ago
'জ্বর' শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়?
Created: 1 month ago
A
সামান্য
B
আধিক্য
C
আতিশয্য
D
অনুরূপ
দ্বিরুক্ত শব্দ
-
সংজ্ঞা: কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, তা দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত বা বিশেষ অর্থ প্রকাশ করে। এইভাবে পরপর দুইবার ব্যবহৃত শব্দকে দ্বিরুক্ত বলা হয়।
উদাহরণ:
-
'জ্বর' → জ্বর জ্বর (সামান্য অর্থ প্রকাশ পায়)
বিশেষ্য পদের দ্বিরুক্তির অর্থ:
-
আধিক্য বোঝাতে: রাশি রাশি ধান, থোকা থোকা জাম
-
সামান্য বোঝাতে: আমি আজ জ্বর জ্বর অনুভব করছি
-
পরম্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে: তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ
-
ক্রিয়া বিশেষণ বোঝাতে: সে ধীরে ধীরে যায়
-
অনুরূপ বোঝাতে: তার সঙ্গী-সাথী কেউ নেই
-
আগ্রহ বোঝাতে: সে মা মা বলে কাঁদছে
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago