A
Noun Phrase
B
Adjective Phrase
C
Adverbial Phrase
D
None of these
উত্তরের বিবরণ
• Noun Phrase
-
যে শব্দগুচ্ছ (phrase) Noun-এর কাজ করতে পারে, তাকে Noun Phrase বলা হয়।
-
Noun Phrase সাধারণত একটি Noun বা Pronoun-এর কাজ করে।
-
Noun Phrase প্রায়শই Adjective দ্বারা modify হয়।
-
বাক্যে Noun Phrase বিভিন্ন ভূমিকা পালন করতে পারে, যেমন:
-
Subject হিসেবে
-
Object of a verb হিসেবে
-
Object of a preposition হিসেবে
-
Subject complement হিসেবে
-
Object complement হিসেবে
-
-
Example: প্রদত্ত বাক্যে "to visit Paris next summer" phrase টি Verb (hopes) এর Object হিসেবে ব্যবহৃত।
-
Infinitive marker (to + verb) যদি বাক্যে Subject বা Object হিসেবে আসে, তখন এটি Noun Phrase হিসেবে গণ্য হয়।
-
Correct Answer: She hopes to visit Paris next summer.
-
এখানে underlined phrase হলো Noun Phrase।
-

0
Updated: 22 hours ago
The label can easily be detached _____ the package.
Created: 3 weeks ago
A
in
B
from
C
of
D
for
• Detach from:
Meaning: বিচ্ছিন্ন।
Example sentence: He is detached from his family.
Complete sentence: The label can easily be detached from the package.
• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Detach এর সাথে 'বিচ্ছিন্ন' অর্থ বুঝাতে from বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে from বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে from বসবে।

0
Updated: 3 weeks ago
Which “but” is a preposition?
Created: 3 days ago
A
It is but right to admit our faults.
B
What can we do but sit and wait?
C
We tried hard, but did not succeed.
D
There is no one but likes him.
“What can we do but sit and wait?”
এখানে but হলো একটি preposition, কারণ এটি except অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ বাক্যটি বোঝায়: “আমরা *কিছুই করতে পারি না, শুধু বসে অপেক্ষা ছাড়া।”
But (Preposition):
Used as except, apart from, or other than.
উদাহরণ:
-
In Dhaka, we were never anything but poor.
-
I trusted no one but him.
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
It is but right to admit our faults.
-
এখানে but right শব্দকে modify করছে, তাই এটি preposition নয়।
-
-
We tried hard, but did not succeed.
-
এখানে but হলো conjunction, কারণ এটি দুটি clause কে যুক্ত করেছে।
-
-
There is no one but likes him.
-
এখানে but pronoun-এর কাজ করছে, কারণ এটি no one কে modify করছে।
-
উৎস: Macmillan Dictionary, Cambridge Dictionary and Brainly.in

0
Updated: 3 days ago
She is committed to _______ her skills.
Created: 2 weeks ago
A
improving
B
be improved
C
be improving
D
improve
Use of Verb+ing after Certain Phrases with “to”
-
সাধারণত to এর পর Verb এর base form আসে, তবে কিছু বিশেষ phrase বা expression এর পরে verb+ing ব্যবহার হয়।
প্রধান phrase সমূহ:
-
With a view to
-
With an eye to
-
Accustomed to
-
Adhere to
-
Adverse to
-
Addicted to
-
Committed to
-
Confess to
-
Devoted to
-
Look forward to
-
Conducive to
-
Be used to
-
Get used to
Correct Sentence Example:
-
She is committed to improving her skills.
-
এখানে committed to phrase এর পরে improving ব্যবহার করা হয়েছে।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain

0
Updated: 2 weeks ago