২০২০ সালে প্রকাশিত “আইনের শাসন” সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
A
ডেনমার্ক
B
নরওয়ে
C
জার্মানি
D
সিঙ্গাপুর
উত্তরের বিবরণ
২০২০ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা World Justice Project (WJP) প্রকাশিত বৈশ্বিক আইনের শাসন সূচকে শীর্ষ দেশ হিসেবে নির্বাচিত হয় ডেনমার্ক। এই প্রতিষ্ঠানটি বিশ্বের আইন ব্যবস্থা ও সুশাসনের অবস্থা মূল্যায়ন করে প্রতিবছর একটি সূচক প্রকাশ করে থাকে।
-
World Justice Project (WJP) একটি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান।
-
এটি বিশ্বব্যাপী আইন ব্যবস্থা ও সুশাসন নিয়ে কাজ করে।
-
২০০৯ সাল থেকে প্রতিবছর বিভিন্ন দেশের আইন ব্যবস্থা ও সুশাসনের অবস্থা মূল্যায়ন করে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে।
-
প্রতিবেদনটি WJP Rule of Law Index শিরোনামে প্রকাশিত হয়।
আইনের শাসনের সূচক তৈরিতে যে ৮টি বিষয় বিবেচনা করা হয়:
-
রাষ্ট্রীয় ক্ষমতার সীমাবদ্ধতা
-
নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ
-
জননিরাপত্তা
-
মৌলিক অধিকার
-
দুর্নীতি
-
সরকারি তথ্য প্রকাশ
-
দেওয়ানি বিচার
-
ফৌজদারি বিচার
World Justice Project Rule of Law Index 2023 অনুযায়ী:
-
প্রকাশকাল: অক্টোবর, ২০২৩
-
অন্তর্ভুক্ত দেশ: ১৪২টি
প্রতিবেদনের শীর্ষ দেশসমূহ:
-
ডেনমার্ক
-
নরওয়ে
-
ফিনল্যান্ড
সর্বনিম্ন অবস্থান: ভেনেজুয়েলা
বাংলাদেশের অবস্থান: ১২৭তম
উৎস: World Justice Project ওয়েবসাইট
0
Updated: 1 month ago
আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
মিশর
B
ইরান
C
ইরাক
D
সিরিয়া
আলেপ্পো শহর (সিরিয়া)
-
আলেপ্পো শহরটি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে, ভূমধ্যসাগর এবং মেসোপটেমিয়ার মাঝে অবস্থিত।
-
এটি সিরিয়ার বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর।
-
প্রাচীন কালে আলেপ্পোকে “হালাব” বলা হত।
-
শহরটি পলিও-ব্যাবিলনিয় সময় থেকে পরিচিত।
-
আলেপ্পোতে প্রাথমিকভাবে শাসন করত ইন্দো-ইউরোপীয় হিটাইটরা।
-
পরে এখানে রাজত্ব করেছে আসিরিয়ান, গ্রিক, পারস্য, রোমান, বাইজানটাইন ও আরব শাসকরা।
-
ক্রুসেড যুদ্ধের পর মঙ্গোল ও ওসমানীয়রা শহরটি দখল করেছিল।
সিরিয়া
-
সিরিয়া পশ্চিম এশিয়ায়, আরব উপদ্বীপের উত্তরে এবং ভূমধ্যসাগরের পাশে অবস্থিত।
-
১৯৪৬ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে।
-
রাজধানী: দামেস্ক।
-
প্রধান শহর: আলেপ্পো, ইদলিব ও পালমিরা।
-
মুদ্রা: সিরিয়ান পাউন্ড।
উৎস: Britannica
0
Updated: 2 months ago
ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়?
Created: 1 month ago
A
২১ এপ্রিল
B
২ অক্টোবর
C
২৬ জানুয়ারি
D
১০ মে
ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ এবং এর স্বাধীনতা লাভের দিন হলো ১৫ আগস্ট, ১৯৪৭। ভারতের সংবিধান কার্যকর হয় ২৬ জানুয়ারি, ১৯৫০ এবং একই তারিখে দেশটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা পায়।
এছাড়া ভারতে প্রতি বছর ২১ এপ্রিল সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালন করা হয়, আর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। ভারতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো:
-
জাতীয় প্রতীক: অশোকচক্র
-
অঙ্গরাজ্য: ২৮টি
-
আইনসভা: দ্বি-কক্ষ বিশিষ্ট, যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)
-
লোকসভার আসন সংখ্যা: ৫৪৩টি
-
রাজ্যসভার আসন সংখ্যা: ২৪৫টি
ভারতের নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য:
-
প্রথম প্রধানমন্ত্রী: জওহরলাল নেহরু
-
প্রথম রাষ্ট্রপতি: ড. রাজেন্দ্র প্রসাদ
-
প্রথম মুসলিম রাষ্ট্রপতি: জাকির হোসেন
-
প্রথম নারী রাষ্ট্রপতি: প্রতিভা পাতিল
-
বর্তমান প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদী
-
বর্তমান রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)
0
Updated: 1 month ago
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। কোন দেশটি সম্প্রতি ইসরাইলের সাথে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে?
Created: 1 month ago
A
সৌদি আরব
B
কুয়েত সংযুক্ত
C
আরব আমিরাত ( ভুল উত্তর )
D
ওমান
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
0
Updated: 1 month ago