A
Vaccum
B
Vacuum
C
Vacume
D
Vaccume
উত্তরের বিবরণ
• Vacuum (Noun, Verb, Adjective)
-
English meaning: A space entirely empty of matter, including air or any other gas; also used as a verb meaning to clean with a vacuum cleaner.
-
Bangla meaning: সম্পূর্ণ বায়ুশূন্য বা বস্তুশূন্য স্থান; শূন্য; শূন্যায়ন করা।
• Example sentences:
-
The scientist worked in a vacuum to prevent contamination.
-
বিজ্ঞানী দূষণ এড়াতে বাতাসহীন বা শূন্যস্থানে কাজ করছিল।
-
-
She vacuumed the carpet thoroughly before the guests arrived.
-
অতিথির আগমনের আগে তিনি কার্পেটটি ভালোভাবে শূন্যায়ন করলেন।
-
-
In space, objects move freely in a vacuum.
-
মহাকাশে বস্তুগুলি শূন্যস্থানে স্বাধীনভাবে চলতে থাকে।
-

0
Updated: 22 hours ago
One of the four sentences, given below is grammatically wrong. Choose the wrong sentence:
Created: 1 month ago
A
The land is belonged to an old lady.
B
They parted from one another suddenly.
C
The leader expressed himself forcibly.
D
Mother bought me an ice cream.
ভুল বাক্য: The land is belonged to an old lady.
কারণ: এখানে is belonged ভুল, কারণ belong ক্রিয়াটির passive form হয় না।
সঠিক বাক্য: The land belonged to an old lady.
বাংলা অর্থ: জমিটি একজন বৃদ্ধা মহিলার ছিল।
বাকি বাক্যগুলো সঠিক:
খ) They parted from one another suddenly.
বাংলা অর্থ: হঠাৎ করেই তারা একে অপরের থেকে আলাদা হয়ে গেল।
গ) The leader expressed himself forcibly.
বাংলা অর্থ: নেতা জোর দিয়ে নিজের কথা প্রকাশ করলেন।
ঘ) Mother bought me an ice cream.
বাংলা অর্থ: মা আমাকে একটি আইসক্রিম কিনে দিলেন।

0
Updated: 1 month ago
My father was in front of me.
Identify the underlined phrase-
Created: 3 weeks ago
A
Adjective phrase
B
Prepositional phrase
C
Noun phrase
D
Verbal phrase
Correct Answer
খ) Prepositional phrase ✅
Explanation:
-
In front of me একটি prepositional phrase কারণ এটি preposition “in front of” দিয়ে শুরু হয়েছে এবং “me” তার object হিসেবে রয়েছে।
-
সুতরাং পুরো বাক্যাংশটি prepositional phrase।
In front of
-
Bangla Meaning: আগেই, আগেভাগেই, কারো উপস্থিতিতে, মুখোমুখি হয়ে, সামনাসামনি, সম্মুখে, সামনে।
-
English Meaning: close to the front part of something.
Other Options
ক) Adjective phrase: → adjective phrase noun কে modify করে, কিন্তু in front of me স্থান নির্দেশ করছে, noun modify করছে না।
গ) Noun phrase: → noun phrase-এর মূল শব্দ noun হয়। এখানে এটি noun নয়, বরং position বোঝাচ্ছে।
ঘ) Verbal phrase: → verb বা verb-form (যেমন to go, having eaten) থাকা উচিত। এখানে নেই।

0
Updated: 3 weeks ago
To put the cart before the horse -
Created: 1 month ago
A
to offer a person what he cannot eat
B
to force a person to do something
C
to raise obstacle
D
to reverse the natural order of things
Put the cart before the horse
English Meaning: Doing something in the wrong order / doing something before its proper time.
Bangla Meaning: যা আগে করা উচিত, সেটা না করে পরের কাজ আগে করা / কাজের সঠিক ধারাবাহিকতা না মেনে উল্টোভাবে করা।
Example Sentence (English):
Aren’t you putting the cart before the horse by deciding what to wear for the wedding before you've even been invited?
Example Sentence (Bangla):
তোমাকে এখনো বিয়েতে দাওয়াতই দেওয়া হয়নি, অথচ তুমি এখনই ভাবছো কী পরবে – এটা তো অনেকটা আগে ঘোড়া না জুড়ে গাড়ি ঠেলে দেওয়ার মতো!
Source: Live MCQ Lecture.

0
Updated: 1 month ago