সামরিক ভাষায় 'WMD' অর্থ কী?
A
Weapons of Mass Destruction
B
Worldwide Mass Destruction
C
Weapons of Missile Defence
D
Weapons for Massive Destruction
উত্তরের বিবরণ
WMD-এর পূর্ণরূপ হলো Weapons of Mass Destruction বা গণবিধ্বংসী অস্ত্র। এই শব্দটি প্রথম ব্যবহৃত হয় ১৯৩৭ সালে বোমারু বিমানের ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতা বোঝাতে।
পরবর্তীতে এটি এমন সব অস্ত্রকে বোঝাতে ব্যবহার করা হয় যা স্বল্প সময়ে বিপুল পরিমাণ প্রাণহানি ও ধ্বংস ডেকে আনতে পারে। ২০০৩ সালে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার আশঙ্কায় মার্কিন নেতৃত্বাধীন জোট দেশটিতে আক্রমণ চালায়।
Weapons of Mass Destruction-এর অন্তর্ভুক্ত অস্ত্রগুলো হলো
- 
Nuclear Weapon 
- 
Chemical Weapon 
- 
Biological Weapon 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
বাংলাদেশ সদস্য নয় :
Created: 3 weeks ago
A
ILO
B
SAARC
C
NATO
D
BIMSTEC
বাংলাদেশ কূটনৈতিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একটি পুরস্কার প্রবর্তন করেছে, যা প্রথমবার দেওয়া হয় মুজিববর্ষ ২০২০ উপলক্ষে। এই পুরস্কার মূলত কূটনৈতিক কর্মকাণ্ডে অসামান্য সাফল্য দেখানো কূটনীতিকদের জন্য।
- 
২০২০ সালে প্রবর্তিত এই পুরস্কারের প্রথম নাম ছিল বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স। 
- 
পরে নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স (Bangabandhu Medal for Diplomatic Excellence) রাখা হয়। 
- 
পুরস্কারটি প্রদান করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। 
- 
প্রতি বছর একজন বাংলাদেশি কূটনীতিক এবং বাংলাদেশে কর্মরত একজন বিদেশি কূটনীতিককে এ পদক দেওয়া হবে। 
- 
২০২২ সালে এই পুরস্কারটি লাভ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে?
Created: 1 month ago
A
১০ আগস্ট, ২০২০
B
১৯ সেপ্টেম্বর, ২০২০
C
১৮ অক্টোবর, ২০২০
D
১৫ জুলাই, ২০২০
১৯ সেপ্টেম্বর, ২০২০ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে। এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সীমিত করার চেষ্টা করে এবং বিভিন্ন আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করে।
- 
তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২০ 
- 
মূল ঘটনা: মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর নিষেধাজ্ঞা পুনঃপ্রয়োগ করে 
- 
উদ্দেশ্য: ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ড ও আন্তর্জাতিক লেনদেন নিয়ন্ত্রণ করা 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে?
Created: 1 month ago
A
ত্রিঙ্কোমালী
B
হাম্বানটোটা
C
গল বন্দর
D
পোর্ট অব কলম্বো
শ্রীলংকা
- 
শ্রীলংকা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। 
- 
এটি ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম এবং আরব সাগরের দক্ষিণ-পূর্বে। 
- 
রাজধানী: শ্রী জয়বর্ধনপুর কোট্টে। 
- 
বৃহত্তম শহর: কলম্বো। 
- 
মুদ্রা: শ্রীলঙ্কান রুপি। 
গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর
শ্রীলঙ্কার দক্ষিণে কলম্বোর পরে হাম্বানটোটা সমুদ্রবন্দর দ্বিতীয় বৃহত্তম বন্দর। এটি ৯ ডিসেম্বর ২০১৭ সালে চীনের কাছে ৯৯ বছরের জন্য লিজে দেওয়া হয়। বন্দরটি কখনও কখনও মাগামপুরা মাহিন্দা রাজাপাকসে পোর্ট নামে পরিচিত।
উৎস: Britannica
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago