সামরিক ভাষায় 'WMD' অর্থ কী?
A
Weapons of Mass Destruction
B
Worldwide Mass Destruction
C
Weapons of Missile Defence
D
Weapons for Massive Destruction
উত্তরের বিবরণ
WMD-এর পূর্ণরূপ হলো Weapons of Mass Destruction বা গণবিধ্বংসী অস্ত্র। এই শব্দটি প্রথম ব্যবহৃত হয় ১৯৩৭ সালে বোমারু বিমানের ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতা বোঝাতে।
পরবর্তীতে এটি এমন সব অস্ত্রকে বোঝাতে ব্যবহার করা হয় যা স্বল্প সময়ে বিপুল পরিমাণ প্রাণহানি ও ধ্বংস ডেকে আনতে পারে। ২০০৩ সালে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার আশঙ্কায় মার্কিন নেতৃত্বাধীন জোট দেশটিতে আক্রমণ চালায়।
Weapons of Mass Destruction-এর অন্তর্ভুক্ত অস্ত্রগুলো হলো
-
Nuclear Weapon
-
Chemical Weapon
-
Biological Weapon
0
Updated: 1 month ago
কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?
Created: 3 months ago
A
হংকং
B
শ্রীলংকা
C
ম্যাকাউ
D
বাংলাদেশ
ম্যাকাও
-
ম্যাকাও চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে পরিচিত।
-
এটি আগে পর্তুগালের উপনিবেশ ছিল।
-
চীন সাগরে অবস্থিত এই দ্বীপটি এশিয়ায় ইউরোপীয় উপনিবেশের মধ্যে সর্বশেষটি ছিল।
⇒ দ্বৈত অর্থনীতি:
-
চীনের ‘এক দেশ, দুই নীতি’ নীতির আওতায় হংকং ও ম্যাকাও অঞ্চলগুলোকে নিজেদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
-
১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটিশ শাসন থেকে হংকং এবং ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগালের শাসন থেকে ম্যাকাও ৫০ বছরের জন্য চীনের অধীনে আসে।
-
হংকং-এর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই এই “এক দেশ, দুই নীতি” নীতি গৃহীত হয়েছে।
-
ম্যাকাও হলো ২০শ শতাব্দীর শেষ দিকে উপনিবেশবাদের অবসান ঘটিয়ে স্বাধীনতা লাভ করা সর্বশেষ অঞ্চল।
উৎস: i) Britannica
ii) World Atlas
0
Updated: 3 months ago
নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত?
Created: 2 months ago
A
ভারত
B
চীন
C
মিয়ানমার
D
আফগানিস্তান
চীন: সর্বাধিক সীমান্তবর্তী দেশ
চীন, যা পূর্ব এশিয়ায় অবস্থিত, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। এর রাজধানী বেইজিং এবং সরকারি মুদ্রা ইউয়ান। দেশের প্রধান ভাষা মান্দারিন এবং আইনসভা হলো ন্যাশনাল পিপলস কংগ্রেস। বর্তমানে রাষ্ট্রপতি শি জিন পিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
চীনের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো এর বৃহৎ সংখ্যক প্রতিবেশী দেশ। চীনের সঙ্গে মোট ১৪টি দেশের স্থল সীমান্ত আছে। এই দেশগুলো হলো:
-
আফগানিস্তান
-
ভুটান
-
ভারত
-
কাজাখস্তান
-
কিরগিজস্তান
-
লাওস
-
মঙ্গোলিয়া
-
মায়ানমার
-
নেপাল
-
উত্তর কোরিয়া
-
পাকিস্তান
-
রাশিয়া
-
তাজিকিস্তান
-
ভিয়েতনাম
তুলনামূলকভাবে, ভারতের সঙ্গে ৮টি দেশ, মিয়ানমারের সঙ্গে ৫টি দেশ এবং আফগানিস্তানের সঙ্গে ৬টি দেশের সীমান্ত রয়েছে।
সর্বাধিক সংখ্যক প্রতিবেশী দেশ দ্বারা পরিবেষ্টিত রাষ্ট্রের তালিকা:
-
চীন – ১৪টি দেশ
-
রাশিয়া – ১৪টি দেশ
-
ব্রাজিল – ১০টি দেশ
-
কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র – ৯টি দেশ
-
জার্মানি – ৯টি দেশ
উৎস: WorldAtlas
0
Updated: 2 months ago
১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল?
Created: 1 month ago
A
৫০
B
৫১
C
৪৮
D
৪৯
জাতিসংঘ (United Nations Organization)
জাতিসংঘ হলো বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা, যা জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
-
সনদ স্বাক্ষর: ২৬ জুন, ১৯৪৫
-
প্রতিষ্ঠা: ২৪ অক্টোবর, ১৯৪৫
-
স্বাক্ষরের স্থান: সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি দেশ (পোল্যান্ডকে অন্তর্ভুক্ত করে)
-
বিশেষ তথ্য: পোল্যান্ড সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলেন না, তবে ১৫ অক্টোবর সনদে স্বাক্ষর করায় প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গণ্য।
-
-
বর্তমান সদস্য: ১৯৩টি দেশ
-
সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান
-
মহাসচিব: আন্তোনিও গুতেরেস
-
সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
দাপ্তরিক ভাষা: ৬টি (ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ, আরবি)
-
কার্যকরী ভাষা: ২টি (ইংরেজি ও ফ্রেঞ্চ)
-
স্থায়ী পর্যবেক্ষক: ২টি (ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন)
সংক্ষিপ্ত বিবরণ:
১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত সান ফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থেকে জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন। সনদ কার্যকর হওয়ার মাধ্যমে ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। পোল্যান্ডসহ প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল ৫১টি।
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট
0
Updated: 1 month ago