ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
A
সুইডেন
B
যুক্তরাষ্ট্র
C
যুক্তরাজ্য
D
জার্মানি
উত্তরের বিবরণ
Transparency International একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা যা জার্মানিতে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থা বিশ্বব্যাপী দুর্নীতি প্রতিরোধে কাজ করে এবং প্রতিবছর দুর্নীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে।
-
প্রতিষ্ঠা সাল: ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: পিটার ইজেন
-
সদর দপ্তর: বার্লিন, জার্মানি
-
এটি একটি জার্মান ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন
-
প্রতিবছর দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে, যা বিশ্বের বিভিন্ন দেশের দুর্নীতির মাত্রা মূল্যায়ন করে
অতিরিক্তভাবে, Transparency International বিভিন্ন দেশের সরকার, বেসরকারি খাত এবং নাগরিক সমাজের সঙ্গে একত্রে কাজ করে দুর্নীতির বিরুদ্ধে নীতি প্রণয়ন ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।
0
Updated: 1 month ago
V20-এর মূল উদ্দেশ্য কী?
Created: 1 month ago
A
জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণা চালানো
B
আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন করা
C
টেকসই কৃষি উন্নয়ন প্রচার করা
D
জলবায়ু অর্থায়নের গতিশীলতা বৃদ্ধি করা
V20
-
সংজ্ঞা: V20 অর্থমন্ত্রীরা হল CVF-এর অর্থমন্ত্রীদের একটি নিবেদিতসংলাপ ও কর্মমুখী প্ল্যাটফর্ম, যা তাদের উন্নয়ন-ইতিবাচক জলবায়ু কর্মসূচীকে বাস্তব অর্থনীতির অর্থায়ন, বিনিয়োগ ও ফলাফলে রূপান্তরিত করে।
-
প্রতিষ্ঠার প্রেক্ষাপট: জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে অর্থনৈতিক ও আর্থিক প্রতিক্রিয়া জোরদার করার প্রচেষ্টা হিসেবে CVF-এর কোস্টারিকা অ্যাকশন প্ল্যান (২০১৩-২০১৫) থেকে V20 তৈরির আহ্বান জানানো হয়।
-
প্রতিষ্ঠার তারিখ ও স্থান: ৮ অক্টোবর, ২০১৫; পেরুর লিমা। ফিলিপাইনের অর্থ সচিব এইচই সিজার ভি. পুরিসিমার সভাপতিত্বে V20 অর্থমন্ত্রীদের উদ্বোধনী সভার মাধ্যমে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর ২০১৫ সালের বার্ষিক সভার সাথে মিলিত হয়ে প্রতিষ্ঠিত হয়।
-
সদস্যরা: প্রতিটি সদস্য দেশের অর্থমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকসহ প্রাসঙ্গিক আর্থিক প্রতিষ্ঠানগুলি।
V20-এর লক্ষ্য:
-
সরকারি ও বেসরকারি জলবায়ু অর্থায়নের গতিশীলতা বৃদ্ধি করা।
-
জলবায়ু কর্মকাণ্ডের অর্থনৈতিক ও আর্থিক দিকগুলির সর্বোত্তম অনুশীলন ভাগ করা ও বিনিময় করা।
-
জলবায়ু অর্থায়নের জন্য নতুন ও উন্নত পদ্ধতি বিকাশ করা।
-
যৌথ ওকালতি ও অন্যান্য সম্মিলিত কর্মকাণ্ডে অংশগ্রহণ করা।
0
Updated: 1 month ago
নিম্নের কোন সংগঠনটি FAO এর সদস্য হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
EU
B
SAARC
C
AU
D
NATO
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষির টেকসই উন্নয়নে কাজ করে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি কৃষি, খাদ্য উৎপাদন এবং পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
-
প্রতিষ্ঠা সাল: ১৯৪৫
-
সদরদপ্তর: ইতালির রাজধানী রোম
-
বর্তমান মহাপরিচালক: চীনের কু ডংগিউ
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৯৪টি দেশ
-
বিশেষ সদস্য: সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন
-
বিশ্ব খাদ্য দিবস: সংস্থার প্রতিষ্ঠা দিবস ১৬ অক্টোবর প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়
-
বাংলাদেশের সদস্যপদ: বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে
0
Updated: 1 month ago
আফ্রিকান ইউনিয়ন (AU) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৬১ সালে
B
১৯৬৩ সালে
C
২০০২ সালে
D
২০০৪ সালে
আফ্রিকান ইউনিয়ন (African Union):-
-
একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশসমূহকে নিয়ে গঠিত।
-
প্রতিষ্ঠা: ৯ জুলাই, ২০০২।
-
সদস্য সংখ্যা: ৫৫টি দেশ।
-
সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
-
সর্বশেষ সদস্য দেশ: মরক্কো।
-
বর্তমান চেয়ারপারসন: জোয়াও ম্যানুয়েল গনসালভেস লরেনকো (অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি)।
🔹 পূর্বসূরি প্রতিষ্ঠান (African Unity):
-
১৯৬৩ সালের ২৫ মে, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকার ৩২টি স্বাধীন দেশের প্রধানগণ Organization of African Unity (OAU) প্রতিষ্ঠা করেন।
-
এর মূল লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক নীতি সমন্বয় করে আফ্রিকা মহাদেশকে ইউরোপ ও আমেরিকার ঔপনিবেশিক প্রভাব ও শোষণ থেকে মুক্ত রাখা এবং উন্নয়নের পথে এগিয়ে নেওয়া।
🔹 আফ্রিকান ইউনিয়নের গঠন:
-
১৯৯৯ সালের সেপ্টেম্বরে লিবিয়ার সিরতি শহরে, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফীর আহ্বানে আফ্রিকান ঐক্য সংঘকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়।
-
এর ধারাবাহিকতায়, ২০০১ সালের ২৬ মে, আদ্দিস আবাবায় আনুষ্ঠানিকভাবে আফ্রিকান ইউনিয়ন গঠিত হয়।
-
পরবর্তীতে ২০০২ সালের ৯ জুলাই, আফ্রিকান ঐক্য সংঘ (OAU)-এর পরিবর্তে কার্যক্রম শুরু করে আফ্রিকান ইউনিয়ন (AU)।
উৎস: African Union ওয়েবসাইট।
0
Updated: 1 month ago