The antonym of the word "Wicked" is -
A
Sinful
B
Immoral
C
Moral
D
Clemency
উত্তরের বিবরণ
• Wicked (Adjective, Adverb)
- English Meaning: Morally very bad.
- Bangla Meaning: - (ব্যক্তি বা তার কাজ) মন্দ; খারাপ; ভ্রান্ত, অসৎ; অন্যায়; নীতিবিগর্হিত।
• Synonym: Evil, Sinful, Immoral, Unlawful.
• Antonym: Righteous, Good, Moral, Virtuous.
• উল্লিখিত অপশনগুলো,
- Immoral - নীতিবিগর্হিত; অসাধু;
- Sinful - অন্যায়; অনাচারী; পাপময়;
- Moral - নৈতিক; নীতিঘটিত;
- Clemency - ক্ষমাশীলতা; নম্রতা।
0
Updated: 1 month ago
What is the gender of the word "Abbot"?
Created: 1 month ago
A
Masculine Gender
B
Feminine Gender
C
Common Gender
D
Neuter Gender
সঠিক উত্তর হলো Masculine Gender। “Abbot” শব্দটি একটি মঠের প্রধান পুরুষ সন্ন্যাসীকে বোঝায়। তাই এটি পুংলিঙ্গ অর্থাৎ Masculine Gender। বিস্তারিতভাবে বিষয়টি নিচে দেওয়া হলো।
-
Abbot (Masculine Gender)
-
English Meaning: A man who is the head of an abbey of monks.
-
Bangla Meaning: মঠাধ্যক্ষ।
-
-
Feminine Gender: Abbess।
-
উল্লিখিত অন্যান্য অপশনগুলো
-
Feminine Gender: যে Noun দ্বারা শুধু স্ত্রীবাচককে বোঝানো হয়।
-
Example: Girl, Lioness, Heroine
-
-
Common Gender: যে Noun দ্বারা পুংবাচক ও স্ত্রীবাচক উভয়কেই বোঝানো হয়।
-
Example: Parent, Child, Baby, Teacher, Student, Monarch, Neighbor
-
-
Neuter Gender: যে Noun প্রাণহীন বা জড় পদার্থকে বোঝায়।
-
Example: Book, Pen, Chair, Table
-
-
0
Updated: 1 month ago
'We must not be late, else we will miss the train'. This is a -
Created: 1 month ago
A
compound sentence
B
complex sentence
C
simple sentence
D
interrogative sentence
“We must not be late, else we will miss the train.” – এটি একটি Compound Sentence।
Compound Sentence কী?
যে বাক্যে একাধিক Principal Clause থাকে এবং সেগুলো Coordinating Conjunction দ্বারা যুক্ত থাকে, তাকে Compound Sentence বলা হয়।
Compound Sentence গঠনের শর্ত:
-
বাক্যে একটির বেশি Principal Clause থাকতে হবে।
-
বাক্যে এক বা একাধিক Coordinating Conjunction থাকতে হবে।
সাধারণ Coordinating Conjunction-এর উদাহরণ:
and, or, but, neither...nor, either...or, not only...but also, else, so, yet, therefore, nevertheless, while, whereas, only, consequently, on the contrary ইত্যাদি।
এই ধরনের conjunction ব্যবহার করলে বাক্যটি Compound Sentence হিসেবে চিহ্নিত করা যায়।
উৎস: Azar, Betty Schrampfer. Understanding and Using English Grammar. 5th edition, Pearson Education, 2017.
0
Updated: 1 month ago
Would you be so kind ___ to keep me informed?
Created: 5 days ago
A
that
B
enough
C
as
D
much
0
Updated: 5 days ago