The synonym of the word "Weary" is -
A
Exhausted
B
Rested
C
RejuvenaHeedted
D
Heed
উত্তরের বিবরণ
• Weary (Adjective, Verb)
- English Meaning: feeling or showing extreme tiredness, especially as a result of excessive exertion.
- Bangla Meaning: ক্লান্ত; ক্লান্তিকর; ক্লান্তিব্যঞ্জক।
• Synonym: Tired, Exhausted, Wearied, Drained.
• Antonym: Unwearied, Rested, Fresh, Rejuvenated.
• উল্লিখিত অপশনগুলো,
- Exhausted - ক্লান্ত; অবসন্ন;
- Rested - বিশ্রান্ত;
- Rejuvenated - সঞ্জীবিত ;
- Heed - অবধান/কর্ণপাত করা; সাবধান হওয়া।
• Example sentence:
- She grew weary of the constant arguments.
- After working all day, he felt extremely weary.
0
Updated: 1 month ago
The poem "The Revolt of Islam" was composed by-
Created: 1 month ago
A
T.S. Eliot
B
P.B. Shelley
C
Matthew Arnold
D
William Wordsworth
The Revolt of Islam হলো P.B. Shelley-এর রচিত একটি কবিতা, যা রোমান্টিক আন্দোলনের বিপ্লবী ভাবধারা প্রতিফলিত করে।
-
Poem: The Revolt of Islam
-
লেখক: P.B. Shelley
-
ধরণ: Poem in twelve cantos
-
প্রকাশিত: ১৮১৭
-
মূল প্রকাশনা শিরোনাম: Laon and Cythna; or, The Revolution of the Golden City
-
-
P.B. Shelley (1792–1822):
-
পূর্ণ নাম: Percy Bysshe Shelley
-
প্রখ্যাত ইংরেজি কবি এবং রোমান্টিক আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব
-
বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত সঙ্গীতশৈলী এবং সামাজিক পরিবর্তনের জন্য পরিচিত
-
রোমান্টিক আন্দোলনের একজন অগ্রগণ্য ব্যক্তি এবং ভাষা ও বিষয়ের উদ্ভাবনী ব্যবহারের জন্য প্রশংসিত
-
সমাজের পরিবর্তনের জন্য গুণগত বিপ্লবের প্রয়োজন বলে বিশ্বাস করতেন
-
ইংরেজি সাহিত্যের একজন Revolutionary poet হিসেবে গণ্য
-
লক্ষ্য: ভবিষ্যতের জন্য গৌরবময় স্বর্ণযুগ নিয়ে আসা
-
-
Notable Works (Poems):
-
Ode to the West Wind
-
To a Skylark
-
Ozymandias
-
Queen Mab
-
Adonais
-
The Cloud
-
Rosalind and Helen
-
The Revolt of Islam
-
Hymn to Intellectual Beauty
-
-
Drama:
-
Prometheus Unbound
-
The Cenci (1819)
-
-
Books:
-
A Defence of Poetry
-
A Philosophical View of Reform
-
The Necessity of Atheism
-
Peter Bell the Third
-
0
Updated: 1 month ago
Which 'all' is a pronoun?
Created: 2 months ago
A
She was all excited.
B
All of the food has gone.
C
Now, don't get all upset about it.
D
She was dressed all in white.
Correct Answer:
👉 All of the food has gone.
Analysis:
-
এখানে 'all' বোঝাচ্ছে the food — অর্থাৎ এটি noun-এর পরিবর্তে pronoun হিসেবে ব্যবহৃত হয়েছে।
All [pronoun]
-
English meaning: the whole number or amount
-
Bangla meaning: প্রত্যেকে; সবটা
Examples:
-
All of the food has gone.
-
They've eaten all of it.
-
They've eaten it all.
Other options analysis:
-
She was all excited.
-
এখানে all হলো adverb, যা excited (উত্তেজিত)-এর মাত্রা বোঝাচ্ছে।
-
Pronoun নয়।
-
-
Now, don't get all upset about it.
-
এখানে all হলো adverb, যা upset (হতাশ) হওয়ার মাত্রা বোঝাচ্ছে।
-
-
She was dressed all in white.
-
এখানে all অর্থ পুরোটা/সম্পূর্ণ, এবং adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
All [adverb]
-
Completely
-
English meaning: completely
-
Bangla meaning: সম্পূর্ণভাবে; পুরাপুরি
-
Examples:
-
She was dressed all in white.
-
He lives all alone.
-
The coffee went all over my skirt.
-
-
-
Very
-
English meaning: very
-
Bangla meaning: খুব
-
Examples:
-
She was all excited.
-
Now, don't get all upset about it.
-
-
Source: Oxford Dictionary
0
Updated: 2 months ago
________ sugar is too much for a child to eat in a day?
Created: 1 month ago
A
what
B
what many
C
how much
D
how many
• সঠিক উত্তর - How much?
• Complete sentence: How much sugar is too much for a child to eat in a day?
"Sugar" একটি uncountable noun, তাই এর সাথে "How much" ব্যবহার হয়।
- how much- কতটা; কী পরিমাণ; কতখানি।
- How much ব্যবহার হয় uncountable noun এর সাথে:
- Example: How much sugar?
- How many ব্যবহার হয় countable noun এর সাথে:
- Example: How many books?
0
Updated: 1 month ago