Choose the sentence that contains a subordinate clause.
A
I enjoy reading books.
B
Although it was raining, we went out.
C
She runs every morning.
D
They play football on weekends.
উত্তরের বিবরণ
• Subordinate Clause:
- যে Clause এ একটি subject & একটি Finite verb থাকার পরেও পূর্ণ অর্থ প্রকাশের জন্যে Principal Clause এর উপর নির্ভরশীল তাকে Subordinate Clause বলে।
• Subordinate Clause তিন প্রকার। যথা-
1. Noun Clause.
2. Adjective Clause.
3. Adverbial Clause.
• Subordinate Clause সাধারণত নিম্নলিখিত Word গুলো দিয়ে আরম্ভ হয়;
- Who, When, How, Where, Which, If, As, Although, That, Why, So that, In order that, Whom, Hardly, Scarcely, Barely, No sooner,
• যদি Although it was raining; এই clause টি একা বা স্বাধীনভাবে কোথাও ব্যবহার করা হয় তাহলে তা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না।
- অর্থ প্রকাশের জন্য অন্য একটি Principal Clause এর উপর এটি নির্ভরশীল। যেখানে we went out. ব্যবহার করলে অর্থ প্রকাশ করছে।
- তাই এটি একটি Subordinate Clause.
• বাকি অপশনসমূহ প্রত্যেকটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে; তাই এরা Principal Clause.
0
Updated: 1 month ago
A speech of too many words is called -
Created: 1 month ago
A
A big speech
B
Maiden speech
C
An unimportant speech
D
A verbose speech
Verbose speech: শব্দে অতিরিক্ত এবং দীর্ঘ বক্তৃতাকে বলা হয় verbose speech।
-
Verbose (adjective) অর্থ: প্রয়োজনের চেয়ে বেশি শব্দ ব্যবহার করা।
-
বাংলায় অর্থ: বাগাড়ম্বরপূর্ণ, শব্দাড়ম্বরপূর্ণ।
-
উদাহরণ: a verbose speech / speaker / style – দীর্ঘ এবং অতিরিক্ত শব্দের বক্তৃতা বা ধরণ।
-
-
Maiden speech: পার্লামেন্টে একজন নবাগত সদস্যের প্রথম বক্তৃতাকে বলা হয় maiden speech।
-
ইংরেজিতে: First speech of a new member in parliament।
-
উৎস: Oxford Learner’s Dictionary
0
Updated: 1 month ago
The correct passive form of: Who will guide the sightseers?
Created: 3 weeks ago
A
Who will the sightseers be guided to?
B
By whom the sightseers would be guided?
C
By whom will the sightseers be guided?
D
By whom the sightseers will be guided?
Active: Who will guide the sightseers?
Passive: By whom will the sightseers be guided?
-
নিয়ম:
-
Who যুক্ত interrogative sentence-এর active voice কে passive voice-এ রূপান্তর করার সময়, প্রথমে Who এর পরিবর্তে By whom বসানো হয়
-
এরপর tense ও person অনুযায়ী modal auxiliary verb বসানো হয়
-
Active sentence-এর object passive sentence-এর subject হয়ে যায়
-
Tense অনুযায়ী কর্তার পরে be / being / been বসানো হয়
-
মূল verb-এর past participle (V3) বসানো হয়
-
বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) বসানো হয়
-
-
Structure: By whom + auxiliary verb + subject + V3 + ?
-
More Examples:
-
Active: Who will help you? → Passive: By whom will you be helped?
-
Active: Who has broken the glasses? → Passive: By whom have the glasses been broken?
-
0
Updated: 3 weeks ago
The word 'Impeach' implies-
Created: 2 months ago
A
Call into question
B
To be free from a charge
C
Fail to give proper attention
D
Promote the interests
Impeach
• Meaning / অর্থ:
-
ক) Call into question
• Impeach (Verb, Noun)
-
English Meaning: Call into question the integrity or validity of (a practice); to charge with a crime or misdemeanor.
-
Bangla Meaning: (আনুষ্ঠানিক) কারো চরিত্র ইত্যাদি নিয়ে প্রশ্ন তোলা; সন্দেহ উত্থাপন করা; অভিশংসিত করা।
• Example Sentence:
-
English: The House of Representatives voted to impeach the president.
-
Bangla: প্রতিনিধি পরিষদ রাষ্ট্রপতির অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 2 months ago