The antonym of the word "Wane" is -
A
Relish
B
Coarse
C
Increase
D
Decline
উত্তরের বিবরণ
• Wane (Verb, Noun)
-
English Meaning: To decrease gradually in strength, intensity, or importance.
-
Bangla Meaning: ক্রমশ হ্রাস পাওয়া; দুর্বলতর বা কমে যাওয়া।
-
Synonyms: Subside, Diminish, Decrease, Decline
-
Antonyms: Rise, Grow, Increase, Intensify
-
Options Explanation:
-
Relish – রুচি; স্বাদ
-
Coarse – অসূক্ষ্ম; অমার্জিত
-
Increase – বৃদ্ধি; উপচয়
-
Decline – দুর্বলতর হওয়া; হ্রাস পাওয়া (সঠিক সমার্থক)
-
-
Example Sentences:
-
The moon wanes every night until the new moon appears.
-
His interest in the project began to wane after a few weeks.
-
Popularity of that singer started to wane as new artists emerged.
-
0
Updated: 1 month ago
Cotton is a _____ noun.
Created: 2 months ago
A
Common
B
Abstract
C
Material
D
Proper
• Cotton is a Material noun.
• যে সব পদার্থ ওজন করা যায়, কিন্তু গণনা করা যায় না, তাদেরকে Material noun বলে।
- Cotton – তুলা, যা ওজন করা যায়, গণনা করা যায় না, তাই এটি Material noun.
• Material noun:
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়।
- একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.
0
Updated: 2 months ago
What is the synonym of “Noxious”?
Created: 1 month ago
A
Harmless
B
Pleasant
C
Poisonous
D
Neutral
সঠিক উত্তর হলো গ) Poisonous। Noxious মানে অনিষ্টকর, ক্ষতিকর বা অপকারী; এটি শারীরিকভাবে ক্ষতি বা ধ্বংসের কারণ হতে পারে। Poisonous হলো এমন কিছু যা বিষময় বা বিষপূর্ণ এবং শোষিত বা খাওয়া হলে আঘাত বা মৃত্যুর কারণ হতে পারে।
-
Noxious
-
Bangla Meaning: অনিষ্টকর; ক্ষতিকর; অপকারী
-
English Meaning: physically harmful or destructive to living beings
-
-
Poisonous
-
Bangla Meaning: নৈতিকভাবে ক্ষতিকর; বিষময়; বিষপূর্ণ
-
English Meaning: producing a toxic substance that causes injury or death when absorbed or ingested
-
Other options:
-
ক) Harmless
-
Bangla Meaning: ক্ষতি বা আঘাতহীন
-
English Meaning: free from harm, liability, or loss
-
-
খ) Pleasant
-
Bangla Meaning: সুখাবহ; মনোরম; মনোজ্ঞ; সুখদ; সুখকর; সুপ্রিয়
-
English Meaning: having qualities that tend to give pleasure; agreeable
-
-
ঘ) Neutral
-
Bangla Meaning: যুদ্ধে বা বিবাদে কোনো পক্ষকেই সাহায্য করে না এমন; নিরপেক্ষ
-
English Meaning: one that is neutral
-
0
Updated: 1 month ago
What is the English meaning of the word "Complaisant"?
Created: 1 month ago
A
Strict and authoritative
B
Unwilling to cooperate
C
Indifferent to others' needs
D
Willing to satisfy others by being polite
Complaisant একটি adjective, যা বোঝায় অন্যদের খুশি করতে ইচ্ছুক এবং শিষ্ট আচরণ করে তাদের পরিকল্পনার সাথে খাপ খাইয়ে নেওয়া। এটি সাধারণত সৌজন্যপূর্ণ বা অনুকূল মনোভাব নির্দেশ করে।
-
Complaisant (adjective)
English Meaning: Willing to satisfy others by being polite and fitting in with their plans
Bangla Meaning: অন্যকে খুশি করতে আগ্রহী -
Correct Answer: Willing to satisfy others by being polite
-
Synonyms: Willing (স্বেচ্ছাপ্রণোদিত), Obliging (পরোপকারী; স্বেচ্ছায় সাহায্য প্রদানকারী), Compliant (অন্যের ইচ্ছাপূরণে সম্মত), Amiable (বন্ধুত্বপূর্ণ), Generous (উদার)
-
Antonyms: Unwilling (অনিচ্ছুক), Defiant (অবাধ্য), Disobedient (অবাধ্য), Merciless (নির্দয়), Stern (কঠোর)
-
Example Sentences:
-
Noah's eyes were slightly jealous, but he was so complaisant that I figured he'd get over it in a day.
-
Barbara mentions that a lockout calendar would remind our members not to be complaisant.
-
-
Source:
0
Updated: 1 month ago