Choose the correct spelling.
A
Vaccum
B
Vacuum
C
Vacume
D
Vaccume
উত্তরের বিবরণ
• Vacuum (Noun, Verb, Adjective)
-
English meaning: A space entirely empty of matter, including air or any other gas; also used as a verb meaning to clean with a vacuum cleaner.
-
Bangla meaning: সম্পূর্ণ বায়ুশূন্য বা বস্তুশূন্য স্থান; শূন্য; শূন্যায়ন করা।
• Example sentences:
-
The scientist worked in a vacuum to prevent contamination.
-
বিজ্ঞানী দূষণ এড়াতে বাতাসহীন বা শূন্যস্থানে কাজ করছিল।
-
-
She vacuumed the carpet thoroughly before the guests arrived.
-
অতিথির আগমনের আগে তিনি কার্পেটটি ভালোভাবে শূন্যায়ন করলেন।
-
-
In space, objects move freely in a vacuum.
-
মহাকাশে বস্তুগুলি শূন্যস্থানে স্বাধীনভাবে চলতে থাকে।
-
0
Updated: 1 month ago
Fill in the blank:
He eventually ascended ____ the position of chief executive.
Created: 2 months ago
A
of
B
to
C
on
D
from
Correct Answer: to.
Complete Sentence: He eventually ascended to the position of chief executive.
বাংলা অর্থ: শেষ পর্যন্ত সে প্রধান নির্বাহী পদে উন্নীত হয়েছিল / পৌঁছেছিল।
• Ascend to → এর অর্থ হলো উচ্চতর পদ, মর্যাদা, বা স্তরে পৌঁছানো।
- Ascend to something (figurative)
আরও উদাহরণ:
- She ascended to the throne after her father’s death.
- He ascended to fame through hard work.
অন্য অপশনের ব্যাখ্যা:
- of – মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়; এখানে সম্পূর্ণ ভুল।
- on – কোনো কিছুর উপরে অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু “ascend on” সঠিক collocation নয়।
- from – কোথা থেকে ওঠা বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু এখানে গন্তব্য (position) বোঝানো হয়েছে।
0
Updated: 2 months ago
Choose the incorrect spelling.
Created: 1 month ago
A
Conscience
B
Priviledge
C
Harassment
D
Occurrence
Correct Answer: Privilege
(Wrong spelling: Priviledge → Correct spelling: Privilege)
Privilege
-
English Meaning: an advantage that only one person or group of people has, usually because of their position or because they are rich.
-
Bangla Meaning: বিশেষ অধিকার বা সুবিধা, যা কেবল কোনো নির্দিষ্ট ব্যক্তি, শ্রেণি, পদমর্যাদা বা পদাধিকারীর পক্ষেই ভোগ্য।
Other Options:
ক) Conscience
-
Bangla: বিবেক, নীতিচেতনা; ভালো ও মন্দ পার্থক্য করার অন্তর্গত চেতনা।
গ) Harassment
-
Bangla: হয়রানি; উৎপীড়ন।
ঘ) Occurrence
-
Bangla: ঘটনা।
Source:
-
Accessible Dictionary
-
Cambridge Dictionary
0
Updated: 1 month ago
What kind of noun is 'Fleet'?
Created: 1 month ago
A
Proper noun
B
Common noun
C
Collective noun
D
Abstract noun
‘Fleet’ একটি Collective Noun। এটি একত্রিত কিছু ব্যক্তি বা বস্তুকে একটি সমষ্টি হিসেবে নির্দেশ করে।
Fleet:
-
English meaning: a number of warships under a single command
-
Bangla meaning: একক কর্তৃত্ব বা মালিকানাধীন জাহাজ, বিমান, বাস ইত্যাদির সমষ্টি; বহর
Collective Noun:
-
Collective Noun হলো সেই শব্দ যা একই ধরনের কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায় এবং এককভাবে উচ্চারিত হয়।
-
অর্থাৎ, কিছু Common Noun-এর সমষ্টিকে Collective Noun বলে।
-
উদাহরণ: cattle, herd, army, public, library, jury, committee, fleet, crew, majority, minority, ইত্যাদি
0
Updated: 1 month ago